পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর পরিচালিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও ITET,ATET কতৃক স্বীকৃত সম্পুর্ন সরকারিভাবে বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যা ঢাকা -পাবনা মহাসড়ক এর পাশে অবস্থিত ।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

PTEC Main Gate

এই প্রতিষ্ঠান এর যাত্রা শুরু হয় ১৯১৫ সালে একটি উইভিং স্কুল এর মাধ্যমে, তারপর সুদীর্ঘকাল এটি ডিপ্লোমা ইন্সটিটিউট ছিল এবং সবশেষে ২০০৬ সাল এখানে “B.Sc. in Textile Engineering”কোর্স চালু হয়।

বিশ্বে টেক্সটাইল পোশাক তৈরিতে বাংলাদেশের ক্ষমতা আজ সুপ্রতিষ্ঠিত । প্রতিযোগিতা মুলক বিশ্ববাজারে বাংলাদেশের এই অবস্থানকে টিকিয়ে রাখতে যোগ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কোন বিকল্প নেই ।

বর্তমান সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের দায়িক্তপ্রাপ্ত মন্ত্রীমহোদয়গন বিভিন্ন সময়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার অঙ্গীকার করেছেন ।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

BUS

প্রতি বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভর্তি পরীক্ষর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয় । ৪টি ডিপার্মেন্টের জন্য ৩০ টি করে মোট ১২০ টি সীট বরাদ্দ রয়েছে ।

ডিপার্টর্মেন্টগুলো হল-

সুসজ্জিত ভবন ও ল্যাব নিয়ে এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে।

★★ল্যাব সমূহ হল-

(১)কটন স্পিনিং ল্যাব

(২)ওয়েট প্রোসেসিং ল্যাব

(৩)উইভিং ল্যাব

(৪)সম্প্রসারিত উইভিং ল্যাব

(৫)এপারেল ল্যাব

(৬)টেস্টিং ল্যাব

(৭)কম্পিউটার ল্যাব

(৮)মেক্যানিক্যাল ল্যাব

(৯)আইটি ল্যাব

(১০) ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব

(১১)নিটিং ল্যাব

(১২)জুট স্পিনিং ল্যাব

এছাড়া ও রয়েছে ১২০০০+ বই সমৃদ্ধ শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরী ।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

PTEC

ল্যাবগুলোয় যে পরিমান যন্ত্রাংশ রয়েছে তার বর্তমান বাজারমূল্য প্রায় ১১শ কোটি টাকা।আর সরকারি টেক্সটাইল কলেজের ১ জন শিক্ষার্থী এর পিছনে সরকার এর খরচ হয় প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।

তথ্যসূত্রঃ বস্ত্র অধিদপ্তর ও কলেজ অধ্যক্ষ

★★ভবন সমূহ –

১. এক্যাডেমীক ভবন

২. প্রশাসনিক ভবন

৩.কটন স্পিনিং ভবন

৪.ওয়েট প্রসেসিং ভবন

৫.ওয়ার্কশপ ভবন

৬.জুট শেড ভবন

৭. মসজিদ (শীততাপ নিয়ন্ত্রিত অত্যন্ত মনোমুগ্ধকর)

৮. ছাত্র হল ২ টি।

  • ১.টুইস্ট হল;
  • ২.ফাইবার হল

৯. সুবিশাল ছাত্রী হোস্টেল ১ টি

১০. শিক্ষকদের জন্য আবাসিক ভবন ২ টি

  • ১.পদ্মা;
  • ২. যমুনা

এছাড়াও কর্মচারিদের জন্য আছে থাকার ব্যবস্থা।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

PTEC Evening

২০১৩ সালে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বুটেক্সের অধিভুক্ত হয়।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি,মুক্তিযুদ্ধের চেতনা , ধর্মীয় চর্চা , রিসার্চ , বিনোদন মূলক কার্যক্রম সহ ইত্যাদি অবহ্যত রাখার জন্য নিম্নোক্ত সংগঠণগুলো চালু আছে।।

১বাংলাদেশ ছাত্রলীগ.

২.অঙ্কুরিত মুখরিত কান্ডারী,অমুকা (সাংস্কৃতিক সংগঠন)

৩.English Learners Club

৪.জিমনেশিয়াম

৫.বন্ধুসভা

৬.বিজ্ঞান ক্লাব

৭.বারান্দা কমিটি (হল এর শিক্ষার্থীদের বিনোদনমূলক সংগঠন)

৮. আইইটি সোসাইটি

৯.বাঁধন

১০.সাহিত্য সংঘ

১১.ডিবেটিং সোসাইটি

১২.ক্যারিয়ার ক্লাব

১৩.তাবলীগ

১৪.VBD

১৫.টিম আলফা

১৬.পিটেক রেডিও

১৭.বিডি ক্লিন

১৮।পিটেক ফোটোগ্রাফি সোসাইটি

এছাড়াও বছরজুরে স্পোর্টসউইক,ক্রিকেট-ফুটবল-ভলিবল টুর্ণামেন্ট (১.ব্যাচভিত্তিক ২.ফ্রাঞ্চাইজিভিত্তিক), শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শোক দিবস, পহেলা বৈশাখ, মিলাদ মাহফিল, বসন্ত উৎসব, র‍্যাগ ফেস্টসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও উৎসব আয়োজন চলে।

Pabna Textile engineering college mosque

Night at Pabna Textile Engineering College (PTEC)

Ex-PTECians দের দ্বাারা প্রতিষ্ঠিত “ফাই টেক্স” মাত্র কয়েক মাসের মধ্যেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেকের ধারণাই পাল্টে দিয়েছে।

এছাড়াও ফ্রেশার গ্র্যাজুয়েটদের সর্বাত্বক সহায়তা করতে আছে AAPTec, Ex-PTEC এর মত সংগঠন।

৭ম ব্যাচের এক শিক্ষার্থীর পেপার আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

অনেক শিক্ষার্থী ভাল ফলাফল করে বের হয়ে দেশের ও বিদেশের (ইউএসএ, জার্মানী, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, চায়নাসহ অন্যান্য দেশের) বিভিন্ন ভালে অবস্হানে অাসীন হয়ে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনছে প্রতিবছর।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

PTEC Gate

আবার সবচেয়ে খুশির খবর হলো বিদেশের অনেক ভালো র‍্যাংকড ইউনিভার্সিটি তে অনেকেই পিএইচডি সম্পন্ন করেছেন।

ফাইনাল এক্সাম এর আগে জব, বিসিএস এ ক্যাডার, ব্যাংক জব সরকারী স্টেক্সটাইল কলেজের টিচার , বাংলাদেশ বিমানবাহিনী, আর্মি কিংবা পুলিশের ঊর্ধ্বতন পদে জবে আসিন হয়ে সম্প্রতি অনেক বেশি উন্নতি করছেন এছড়াও অনেক ভাইয়া এবং আপু বিভিন্ন বেসরকারী ইউনিভার্সিটি কিংবা প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সহিত শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করছেন।

৯ টি ব্যাচ অলরেডি বের হয়ে গেছে ১৩তম ব্যাচ চলতেছে যা সরকারী টেক্সটাইল কলেজগুলোর ম্ধ্যে সবোচ্চ ।

৪২০ জনের ক্যাম্পাসে প্রয়োজনের তুলনায় বেশী আছে পিটেক ক্যাম্পাসে। 🙂 🙂 ।

👉অ্যাডমিশন এক্সাম ২০ ই ডিসেম্বর (২০১৯)

👉এপ্লিকেশনের লাস্ট ডেট ১০ ডিসেম্বর(২০১৯)

👉ওয়েবসাইট লিংক: www.dot.gov.bd

ভর্তি পরীক্ষার মানবন্টন :

  • পদার্থ – ৩০ টি-৬০ মার্ক
  • রসায়ন -৩০টি-৬০ মার্ক
  • গনিত-৩০টি-৬০ মার্ক
  • ইংরেজি-১০টি-২০ মার্ক
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

PTEC Admission Examination

১০০ টা MCQ প্রতিটিতে ২ মার্ক করে মোট ২০০ মার্ক। GPA ১০০ মার্ক।

মোট = ৩০০ মার্ক।

*মোট সমযঃ় ১ঘন্টা ২০ মিনিট

*প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা যাবে।

যোগ্যতাঃ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৩.৫০ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।

★★সবচেয়ে গুরুত্বপুণ বিষয়টি হচ্ছে এইচএসিতে উচ্চতর গনিত,পদার্থ বিজ্ঞান,রসায়ন,আর ইংরেজীতে কমপক্ষে ১৫.০০ থাকতে হবে ।

আবেদন ফি ১০০০ টাকা

সংরক্ষিত কোটাঃ

*মোট কোটাঃ ৩ টি

*মুক্তিযোদ্বা কোটাঃ ২টি

*নৃ-গোষ্টী কোটাঃ ১ টি

জিপিএ হিসাবঃ

এসএসসি জিপিএ কে ৮ দিয়ে গুন

এইচএসসি জিপিএকে ১২ দিয়ে গুন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ pabna textile engineering college ptec

PTEC Sports Field

কিছু কমন প্রশ্নের উত্তর ঃ

১.সরকারি কিনা?

উঃ হা । এগুলো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।একটা সরকারি

বিশ্ববিদ্যালয় যেমন ভাবে চলে এগুলোও ঠিক সেভাবেই চলে ।

২.কত টাকা খরচ হবে ?

চার বছরে ভর্তিসহ ৬০ হাজার টাকায় কম্পিলিট হয়ে যাবে।

৩.সার্টিফিকেট কে দিবে ?

উঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

৪.টেক্সটাইলের ডিমান্ড কেমন ?

উঃ বুটেক্স এর পরে টেক্সটাইল সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে গুরুত্ব দেয়া হয় অনেক সময় ভাইবা না নিয়েও জব দেয়া হয়।

৫.কত পেলে চান্স হবে ?

উঃ মোটামোটি ৬৫-৭০% নাম্বার থাকলেই চান্স হবে তবে এটা প্রশ্নের উপর নির্ভর করে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কম নাম্বার পেলেও যেমন চান্স হবে আবার সহজ হলে অনেক বেশী পেয়েও চান্স হবে না।

৬.কম্পিটিশন কেমন ?

উঃ গতবছর (১৮-১৯) একটা সিটের জন্য ৮/৯ জন ছিল । প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে ।অনেকে জিপিএর জন্য এক্সাম দিতে পারে না তবে আশা করা যায় এই বছর একটা সিটের জন্য ১০/১২ জন লড়াই করবে।

ধন্যবাদ

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলে❤ ♥"Pabna Textile Engineering College"♥ (PTEC)

PTEC Logo

লিখেছেনঃ Mohammad Asaadullah AL Galiib ভাই

Updated, Edit & Information Added by

Mohammad Al-amin

12th batch

Department of Fabric Engineering

আরো পড়ুনঃ
বুটেক্স ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিটার এবং স্টেক এ রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ। বিস্তারিতঃ

Featured Image: Pabna Textile Engineering College

ভর্তি সম্পর্কে জানতে যোগ দাও আমাদের গ্রুপে