চালকদের দাবির মধ্যে রয়েছেঃ
– সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা
– দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল করা
– চালকের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির পরিবর্তে ৫ম শ্রেণি পর্যন্ত করা
– ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা
– পুলিশি হয়রানি বন্ধ করা
…পরিবহন শ্রমিকদের আরও কিছু চাওয়া আমি তাহাদের ওয়েল উইশার হিসেবে নিজ দায়িত্বে যোগ করে দিলাম;
– ওরা জিগজাগ ওয়েতে গাড়ি চালাবে
– যেখানে খুশী সেখানে গাড়ি থামায়ে প্যাসেন্জার তোলার অনুমতি দিতে হবে… যেমন, রেডিসনের এক গেইট দিয়ে ঢুকিয়া আর এক গেইট দিয়া কয়েকটা প্যাসেন্জার থাকলে নিয়া বের হবে
– কোন ড্রাইভার তিনটা এক্সিডেন্ট করলে তাকে হ্যাট্রিক উপাধি দিতে হবে
– বাই চান্স ধরা পড়ে গেলে মেন্টালি কোন টর্চার করা যাবে না… শারীরিক তো প্রশ্নই ওঠে না
– ভাড়া যখন যার থেকে যেমন পারে নিবে… নির্ধারন ফির্ধারন করা যাবে না
– বাসের জন্য কোন রং-সাইড রাইট-সাইড বলে কথা নেই। যখন রাস্তার যেদিক দিয়ে যাবে সেটাই রাইট সাইড বলিয়া বিবেচ্য করিতে হইবে
– যাত্রী ছাউনি বলিয়া কোন টার্ম থাকিতে পারিবে না। বাস যেখানেই থামিবে সেখান থেকেই লাইন শুরু হইবে
– শাহজাহান খানকে এই অক্টোবর মাসেই একুশে পদক দিতে হবে
ওদের মন আসলেই অনেক বড়।ওদের আরও কিছু দাবি থাকার কথা ছিল।যেমন:
১.গন্জিকা সেবন করে গাড়ি চালানোর সুব্যবস্থা।
২.দেশবাসীদের থেকে কামলা টেক্স উঠানো।
৩.তাদের কামলা ভাতা প্রদান করা।
৪.প্রত্যেকের থাকার জন্য ফ্লাট প্রদান করা।
৫.নেশাজাতীয় দ্রব্য সেবনে কোন প্রকার বাঁধা না দেয়া।
৬.ছাত্রদের থেকে Double ভাড়া।
৭.শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্কুলের নাম মনে থাকলেই হবে।
৮.USA এর ভিসা, পাসপোর্ট এর ব্যবস্থা করা।
৯.তাদের বিয়ের খরচ সরকারের বহন করা সাথে হানিমুনের জন্য বিদেশ প্রেরণ।
ইত্যাদি সুযোগ সুবিধার ব্যবস্থা করা।😊
কমেন্টঃ Ro Zer