Techfest Bangladesh Round এ Robowar এ Runners Up হয়ে Ruet এর Team Jackpot 71 যাচ্ছে IIT তে। অংশ নিবে Techfest 2017 Competition এ।
একটি ভালবাসার নাম।শুরুটা ছিল সেমিস্টার পরীক্ষার মাসে চায়ের আড্ডায়।সেই আড্ডটাই যে কোন একদিন বাস্তবে পরিনত হবে তা কজনেইবা কল্পনা করতে পেরেছিল। সেই আড্ডার বিষয় এখন দেশের সীমানা পার করে বিশ্বজয়ে প্রস্তুত।
শুরুটা কিন্তু এত সহজ ছিল না যতটা সহজে বলা হয়ে গেল। আইডিয়াতো হলই কিন্তু ডিজাইন?? শুরু হয়ে গেল ঘাটাঘাটি।অনেক ঘাটঘাটি শেষে তারা মোটামোটি একটি ডিজাইন দাড় করায়।ডিজাইন রেডি হলেও আসল ভেজাল শুরু হল যখন মটরের ডিজাইন আসল ডিজাইনের সাথে ম্যাচিং না হল।বারবার মটর চেন্জ আর দৌড়াদৌড়ি।
হটাৎ দামী মোটর ড্রাইভার টা পুড়ে গেল।শুরু হল আরেক বিপত্তি আর তার সাথে যোগ হল RF মডিউল কাজ না করা এবং কোন ওয়ার্কশপ দোকান তাদের কাজে আগ্রহী না হওয়া। তাই অবশেষে নিজেদের সৃজনশীলতার জোর দিয়ে একবুক আশা নিয়ে তবুও ধীরে ধীরে এগিয়ে চলল টিম জ্যাকপট ‘৭১.
সবকিছু শেষে এত বাঁধা অতিক্রম করে তারা যখন প্রতিযোগিতা করতে বেডি তখন দেখা যায় তাদের রোবটের ওজন ৪০ কেজি হয়ে গেছে। এমনিতেই পরিবহনে সমস্যা তার ওপর এত ওজনের রোবটকে বর্ডার পাড়ি দিয়ে নিয়ে যেতে হবে।স্বাভাবিক ভাবেই কাজটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ।
এর মাঝেই তাদের সময় চলে আসে বাংলাদেশ রাউন্ডের কঠিন ধাপ পাড় হওয়ার।
তারিখ : ৮.১২.১৭ ঢাকা রাউন্ড। ECE BUILDING, BUET.
টেনশন আর স্বপ্ন মিলেমিশে একাকার।ঠিকভাবে কাজ করবে ত ট্রাকে? নাকি স্বপ্ন দেশেই শেষ হবে। কিভাবে জেতা যায়? এত এত প্রতিযোগী দেশের ভেতরেই। এতকিছু চিন্তা মাথায় নিয়েই প্রতিযোগিতায় নামে টিম জ্যাকপট ‘৭১.
তারিখ ৯.১২.১৭ দুপুর।
প্রতিযোগিতা, ক্লান্তি শেষ কিন্তু টেনশন আর স্বপ্ন তখনও বেঁচে আছে অনিশ্চয়তায়। হাটৎ খবর এল level completed . সময় যেন স্তব্ধ হয়ে গেল আর মুহূর্তেই চিৎকার দিয়ে উঠল সবাই।এত দিনের স্বপ্ন এবার একধাপ পেরিয়ে সত্যি সত্যি যাচ্ছে ইন্ডিয়া ” টেকফেস্ট ২০১৭, রোবো ফাইট, আই আই টি, বোম্বে ২৯.১২.১৭।
সবশেষে এই স্বপ্নের পেছনের কারিগরগুলো আমাদের রুয়েরই কিছু স্বপ্নবাজ ৬ ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
Shahriar Rahman Fahim , মো.মশিউর রহমান আকাশ,Ananta bijoy vodro prottoy,Mizanur rahaman akash,Sakib avro
যদের পদচারনায় এতদিন মুখরিত হয়েছে রুয়েট,মুখরিত হয়েছে দেশ।এবার পালা সফলতা ছড়িয়ে দেওয়ার।
কারন There is no border between the success and dreams.
(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here – https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )