যদি জিজ্ঞাসা করা হয়, কিসে আপনার হৃদয়ে অমকের প্রতি প্রেমের উদ্রেক ঘটাইলো? অথবা কি হেতু আপনি তাহাতে ক্রাশ খাইলেন?
সচারাচর উত্তর আসিয়া থাকে, উহার মনোমুগ্ধকর হাসি, উহার পটলচেরা আঁখি👁, উহার মেঘকালো☁ চুল ইত্যাদি ইত্যাদি।

কিন্তু জগতে🌍 এমনও কিছু মনুষ্য রহিয়াছে যাহারা ওসব দেখিয়া ক্রাশ খায় না, বরঞ্চ তাহারা আকর্ষিত হয় ব্যক্তির বুদ্ধিমত্তা🧠 দেখিয়া, মেধা দেখিয়া। এই গোষ্টিকেই বলা হয় স্যাপিওসেক্সুয়াল। উহারা মানসিক এবং শারিরীক উভয় হইতেই বুদ্ধিমান ব্যক্তিকে পাইতে চাহে।
স্বয়ং আপনি স্যাপিওসেক্সুয়াল কিনা উহা মাপিবার মাপকাঠি নিম্নে উল্লেখ করিলাম।

১. যখনই কোনো জ্ঞানপবন ব্যক্তিত্ব গভীর গভীর বাচ্য উচ্চারণ করে বা যখন কাহারো কথার মধ্যে তাহার বুদ্ধিমত্তা ফুটিয়া ওঠে, তখন আপনি তাহাকে অথবা তাহার মত ব্যাক্তিকে স্বামী/স্ত্রী হিসেবে পাইতে চান। আপনি ব্যক্তির কথা বা উপস্থিত ধীশক্তির হেতু তাহার প্রেমে💗 হাবুডুবু খাইতে থাকেন।

২. কাহারো সহিত গুটিকয়েকদিন চলিবার পর আপনি যখন বুঝিতে পারেন, ওনার অভ্যান্তরে গভীর কোনো জ্ঞান নেই, তখন আপনি বিরক্ত অনুভব করিয়া থাকে। বিয়ে করিবার ক্ষেত্রে আপনি কাহারো সম্পদ💰 থাকিয়াও তাহার মেধার🧠 দিকে অত্যাধিক মনোযোগী।

৩. আপনি যৌক্তিক তর্ক পছন্দ করেন। চৌকস কেহ যদি আপনার তর্কের তৃষ্ণা মিটাইয়া দিতে পারে, আপনি তাহার প্রতি আকৃষ্ট হন।

৪. আপনি এমন কাহাকেও পাইলেন, যে চেহারাতেও সুন্দর সেই সহিত জ্ঞানগর্ভ কথোপকথনে💬 পাকা, তাহাকে বিবাহ করিবার জন্য আপনার হৃদয়💝 উতলা হইয়া থাকিবে ।

৫. আপনার ক্লাসমেট বা পরিচিত কেহ খুবই চুপচাপ। কিন্তু আপনি যতই তাহার গভীরে যাইতেছেন, ততই তাহার স্মার্টনেসে মুগ্ধ হইতেছেন, তার মেধায় বিস্মিত হইতেছেন। এইক্ষেত্রে আপনি স্বয়ং বুঝিতেও পারেন না কখন আপনি তাহাকে ভালোবাসিয়া💌 ফেলিয়াছেন।

৬. স্বল্প কথাবার্তা আপনার পছন্দ নহে। যিনি বুদ্ধি💡 খাটাইয়া কথোপকথন💬 বৃদ্ধি করিতে পারে, আপনি তাহাকে পছন্দ করেন ।

৭. যখন আপনি বুঝিলেন, অমুক ব্যক্তি সচারাচর বলদ🐃 মার্কা কর্ম সম্পাদন করে, তাহার পাশে থাকিতে আপনার উন্নত বোধ হয় না।

৮. কোনো পার্কে আড্ডা দেওয়ার চাইতে লাইব্রেরীতে বসিয়া কাহারো সহিত দুই-চার কথা কহিতেই আপনার বেশি ভালো লাগে।

৯. আপনি খুবই ভালো শ্রোতা👂। কেহ যখন কিছু শেখায়, তখন আপনি মনযোগ দিয়া শুনিতে পারেন।
বুদ্ধিমান ব্যক্তিত্বের কথাবার্তা শুনিবার জন্য ঘন্টার পর ঘন্টা🕰 বসিয়া থাকিতে আপনার আপত্তি নাই কোনো ।

১০. কাহারো কথায় ব্যাকরণগত ভুল হইতে থাকিলে আপনার মেজাজ কলুষিত হয়। বাংলিশ লেখা বা শর্টকাট লেখা দেখিলে আপনি বিরক্ত👎 হন।

১১. আপনি শুধুই মেধাবীদিগকে পছন্দ করেন তাহা নহে, বরং পছন্দের তালিকায় মেধাবীদিগকে আগায়ে রাখেন বৈকি।

১২. আপনি শিখিতে ভালোবাসেন, আপনি জানিতে ভালোবাসেন। জ্ঞানঅর্জনের জন্য আপনার অন্তর মুখিয়ে থাকে সর্বসময়।

উপরিউক্ত বৈশিষ্ট্যসমগ্রই বলিয়া দেয়, আপনি স্যাপিওসেক্সুয়াল গোত্রের অন্তর্ভুক্ত, নাকি নয়।

তথ্যসুত্রঃ গুগলি মামা এবং thoughtcatalog.com
.
লেখক: Tanvir Mahatab Nadim