বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি Amazon.com এ ডাক পেয়েছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘০৮ ব্যাচের শিক্ষার্থী শাহেদ ইকবাল। তিনি আয়ারল্যান্ডের ডাবলিনস্থ আমাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিতে যাচ্ছেন।

নবীন শিক্ষার্থীদের জন্য পরামর্শ হিসেবে তিনি জানান, বড় বড় টেক কোম্পানিতে কাজ করবার জন্য প্রবলেম সলভিং টাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তাই ডাটা স্ট্রাকচার এবং এলগোরিদম এর বেসিক অবশ্যই ক্লিয়ার থাকতে হবে।

প্রবলেম সল্ভ করার সময় অবশ্যই বুঝে সল্ভ করতে হবে আর টাইম এন্ড স্পেস কম্পেক্সিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি যেহেতু SDE 2 এর জন্য ইন্টারভিউ দিয়েছিলাম আমার সিস্টেম ডিজাইন থেকেও প্রশ্ন এসেছিলো।

Amazon ওদের লিডারশিপ প্রিন্সিপাল এর উপর অনেক জোর দেয়। ফোন এন্ড onsite ইন্টারভিউয়ের জন্য এগুলোর প্রিপারেশন নেয়ার পরামর্শ দেন তিনি।

তার এই অর্জন নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এমনটিই প্রত্যাশা।