KUET Connect: খুব দুঃখের সাথে বলতে হচ্ছে , খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ক১৬ ব্যাচের শরীফুল ইসলাম শরিফ আমাদের মাঝে আর নেই।

আজ বেলা ১ টায় রংপুর জেলার পল্লি একাডেমি ১৩ মাইল রোডে তিনি দুর্ঘটনার শিকার হন। রাস্তায় তিনি সাইকেল চালানো অবস্থায় ছিলেন , এমন সময় একটি ট্রাক তার সাইকেলের উপরে উঠে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শরীফুল বর্তমানে কুয়েটে ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল।

তিনি রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বুয়েট) ও চান্স পেয়েছিলেন কিন্তু নিজের পছন্দের সাবজেক্ট পড়তে চলে আসেন কুয়েটে। ওনার বাসা তারাগঞ্জ উপজেলা, ইকরচালি, রংপুর।

আল্লাহ উনার পরিবারকে শোক সামলানোর সুযোগ দিন। আল্লাহ ভাইকে জান্নাতবাসী করুন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আবেদন দোষী ব্যক্তিদের যেন উপযুক্ত শাস্তি দেয়া হয়।

ED/Campus Connect/ Nazmul Hasan Anan