সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রাম-এ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন প্রাপ্ত একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান।

যারা কেন্দ্রীয় ঢাকার মধ্যে আধুনিক সুবিধা নিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চায় তাদের জন্য SIMT তে ভর্তি হওয়া হবে যথাযথ সিদ্ধান্ত। কারণ এখানে রয়েছে দৃষ্টিনন্দন ক্যাম্পাসে চমৎকার পরিবেশে উন্নত ল্যাব সুবিধায় পড়ার সুযোগ।

অবস্থান :

এই প্রতিষ্ঠানটি রাজধানীর প্রাণকেন্দ্র মিরপুর ১৪ তে বিআরটিএ এর সন্নিকটে (আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পিছনে) অবস্থিত।

ইতিহাস :

দেশে প্রকৌশল শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি ৩০ আগস্ট ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এবং গত ১৪ জানুয়ারি ২০২৩ তারিখে সাইক গ্রুপ পরিচালিত সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি এর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইন্জিনিয়ারিং অনুষদের বিএসসি কোর্স উদ্বোধন করেন মাননীয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে প্রযুক্তি ইউনিট-এর মাধ্যমে নিম্নোক্ত বিভাগসমূহে শিক্ষার্থী ভর্তি করা শুরু হয়েছিল :

  • B.Sc in Computer Science & Engineering (CSE) বিভাগে – ২০ জন
  • B.Sc in Civil Engineering (CE) বিভাগে – ২০ জন
  • B.Sc in Electrical & Electronic Engineering (EEE) বিভাগে – ২০ জন

কিন্তু এই বছর থেকে অর্থাৎ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ হতে বি.এসসি কোর্স সমূহেঃ

  • সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে – ৩০ জন
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে – ৪০ জন
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে – ৩০ জন
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে – ৩০ জন

করে মোট ১৩০ জন ছাত্র-ছাত্রীর ভর্তির সুয়োগ রয়েছে।

উল্লেখ্য : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজ বা ইনস্টিটিউট এর মধ্যে SIMT ইঞ্জিনিয়ারিং কলেজ-ই প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু করার অনুমোদন পেয়েছে । তাই যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ইচ্ছুক তাদের পছন্দ হতে পারে SIMT ইঞ্জিনিয়ারিং কলেজ ।

অধিভুক্তি:

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি-(SIMT) বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এর সাথে যুক্ত ।

ক্যাম্পাস:

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানটি ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রকৌশল শিক্ষাবিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠানটির রয়েছে আধুনিক শিক্ষাবান্ধব সকল সুযোগ-সুবিধা সম্পন্ন ১০ তলা ভবন বিশিষ্ট নিজস্ব ডিজিটাল ক্যাম্পাস ৷

একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য এখানে রয়েছে দেশের খ্যাতনামা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রীধারী অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমন্ডলী।

শিক্ষার্থীদের জন্য সুপরিসর Classroom এর পাশাপাশি রয়েছে Well Equipped Modern Practical Lab সুবিধা ।
এছাড়াও, শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সার্বক্ষনিক CCTV Monitoring, Generator ও Internet সুবিধা।

We aim at inspiring our students to dream more, learn more, do more, and become more and their respected Journeys of life.
Principle – SIMT Engineering College

 

শিক্ষা ব্যবস্থা:

এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মোট জিপিএর ভিত্তিতে এ কলেজে পড়ার জন্য আবেদন করতে পারে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পেয়ে থাকে । একাডেমিক কার্যক্রম বছরে দুইটি সেমিস্টার এ ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয় । এই প্রকৌশল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এখানে চার বছর মেয়াদী বি এস সি এন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে ।
এখানে শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের বাকি পাঁচ দিনই ক্লাস হয় এবং সপ্তাহের চার দিন ল্যাব হয় ।

ডিপার্টমেন্ট সমূহ:

  • 1. B.Sc in Computer Science & Engineering (CSE)
  • 2. B.Sc in Civil Engineering (CE)
  • 3. B.Sc in Electrical & Electronic Engineering (EEE)
  • 4. B.Sc in Mechanical Engineering (ME)

 

1. বি.এসসি ইন কিম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং (CSE):

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি সর্বাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাব রয়েছে। এছাড়াও বিভাগের বিভাগীয় সেমিনার লাইব্রেরী এবং আধুনিক শিক্ষা উপকরণ সমৃদ্ধ ক্লাশরুম রয়েছে ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাব সমূহ:

(i) Software & VLSI Lab
(ii) CAD & graphics Lab Networking Lab
(iii) PLC, Microcontroller Lab
(iv) Analog and Digital Electronics Lab
(v) Electrical Circuit & Measurement Lab

2. বি.এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE):

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮টি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব রয়েছে। যেখানে Structural Engineering Lab ও Geo-Technical Engineering and Environmental Lab বিশেষভাবে উল্লেখযোগ্য।

সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব সমূহ:

(i) CAD and Graphics Lab
(ii) Materials Testing Lab
(iii)Fluid Mechanics Lab
(iv) Drawing Lab
(v) Surveying and Plumbing Lab

3. বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE):

অত্র কলেজে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সর্বাধুনিক যন্ত্রপাতি সম্বলিত সর্বমোট ১৩টি ল্যাব রয়েছে। এছাড়াও বিভাগের বিভাগীয় সেমিনার লাইব্রেরী এবং আধুনিক শিক্ষা উপকরণ সমৃদ্ধ ক্লাশরুম রয়েছে ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ল্যাব সমুহঃ

(i) Analog and Digital Electronics Lab
(ii) Signal System Lab
(iii) Communication Lab
(iv) Electrical Circuit and Measurement Lab
(v) Electrical Machine Lab
(vi) PLC Lab
(vii) Microcontroller & Automation lab

4. বি.এসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME):

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউট সমূহের মধ্যে আমরাই সর্বপ্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করতে সক্ষম হয়েছি। আমাদের রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ৯টি ল্যাব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, অত্যাধুনিক লাইব্রেরি এবং ডিজিটাল ক্লাশরুম সুবিধা।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব সমুহ:

(i) Mechanics Lab
(ii) Fluid Mechanics
(iii) Heat Engine Lab
(iv) Machine Shop
(v) Welding Shop
(vi) CAD/CAM Lab
(vii) Thermodynamics Lab
(viii)Metallurgy Lab
(ix) Automobile Lab

SIMT কর্তৃক সংঘটিত কিছু আয়োজন :

Governing body meeting of DU Technology Unit

◍ 16TH December

 

◍ 21th February

◍ 7th march

◍ ১৭-ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিএসই ইঞ্জিনিয়ারিং ইন সিএসি ডিপার্টমেন্টের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

◍ ৫২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিএসই ডিপার্টমেন্টের উদযাপিত মহান স্বাধীনতা দিবস ।

◍ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।

ভর্তি যোগ্যতাঃ

শিক্ষাবর্ষে বি.এসসি ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের “প্রযুক্তি ইউনিটের” অধীনে পরিচালিত ২০২২-২০২৩ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ভর্তি হতে পারবেন ।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। ভর্তি পরীক্ষার রেজাল্ট এর কপি
২। পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
৩।এস.এস.সি ও এইচ.এস.সি পাশের মূল মার্কশিট
৪। প্রশংসাপত্র/টেস্টিমোনিয়ালের ফটোকপি ।

কোর্স ফি :

ভর্তি ফি – ২০,০০০/-
ল্যাব ফি – ২০,০০০/-
বার্ষিক ফি – ২৫,০০০×৪=১,০০,০০০/-
মাসিক বেতন – ৪,০০০×৪৮=১,৯২,০০০/-
লাইব্রেরি কার্ড – ২,০০০/-
রেজিস্ট্রেশন ফি – ২,০০০/-
ভর্তি ফরম – ১০০০/-
বেতন বহি – ১০০/-
আইডি কার্ড – ২০০/-
সর্বমোট – ৩,৩৭,৩০০/-

বিঃ দ্রঃ ফরম ফিলাপ ও অন্যান্য ফি ছাত্র/ছাত্রীকে বহন করতে হবে।

লাইব্রেরীঃ

বি.এসসি ইঞ্জিনিয়ারিং অধ্যয়নে লাইব্রেরি একটি অপরিহার্য অঙ্গ । ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে SIMT কর্তৃপক্ষ বিষয়ভিত্তিক ও রেফারেন্স প্রায় দশ হাজারের অধিক দেশি-বিদেশী বই সমৃদ্ধ সুবিশাল পরিসরে একটি Digital Library প্রতিষ্ঠা করেছে। নতুন নতুন বই সংযোজনের মাধ্যমে এ সংখ্যা বাড়াতে SIMT এর কর্তৃপক্ষ সদা সচেষ্ট।

হোস্টেলঃ

ছাত্র/ছাত্রীদের আবাসিক সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে SIMT কর্তৃপক্ষ ১৩০ আসন বিশিষ্ট ছেলে ও মেয়েদের পৃথক আবাসিক হোস্টেল পরিচালনা করে আসছে। পরিস্কার-পরিচ্ছন্নতা ছাড়াও সুশৃঙ্খলভাবে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রবেশ ও প্রস্থান রেজিস্টার বইয়ে লিপিবদ্ধ করা হয়। এছাড়া হোস্টেল গুলো পুরোপুরি CCTV Camera দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। হোস্টেলে অবস্থানরত ছাত্র/ ছাত্রীদের জন্য লাইব্রেরি এবং ল্যাব ব্যবহারের পর্যাপ্ত সুবিধা রয়েছে।

বিশেষ সুবিধা সমূহঃ

১। ২১টি স্বয়ংসম্পূর্ণ ল্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম
২। সুসজ্জিত Library, মনোরম Canteen, সুবিশাল Lobby
৩। Job Placement Cell এর মাধ্যমে শতভাগ নিশ্চয়তায় Graduation পরবর্তী চাকুরি প্রাপ্তিতে সহযোগিতা
৪। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং বিভাগীয় গাইড শিক্ষক
৫। CCTV Camera, Generator, Wifi সুবিধা।

আমাদের ক্যাম্পাস ভিজিটে আপনি সবান্ধব আমন্ত্রিত

যোগাযোগ:

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি-(SIMT)
বিআরটিএ এর সন্নিকটে (আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পিছনে)
M/3, Section Mirpur 14, Dhaka
E-mail: [email protected]
www.simt.ac.bd
www.fb.com/simt.ac.bd

Hotline: 01936005837, 01936005895, 01936005818, 01715067370

২০২১-২২ সেশনের এই তালিকা থেকে এবার কোন মেরিটে কোথায় চান্স পাবে সেটার একটা ধারণা পাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলীর জন্য যোগাযোগের ঠিকানাঃ

ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি অনুষদ
উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (১০ম তলা)
মোকাররম হোসেন ভবন এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়
আইপি পিএবিএক্স: ৮৮-০৯৬৬৬৯১১৪৬৩
এক্স: ৪৩৬৬, মোবাইল: ০১৫১৮৩৩৩৯৯৩

আবেদনের নিয়মাবলি:

১। ঢাবি ভর্তি ওয়েবসাইটে ভর্তির সাধারন নির্দেশাবলি থাকবে।

২। প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন করার জন্য ঢাবি ভর্তি ওয়েবসাইটে লগইন বাটনে ক্লিক করতে হবে

৩। আবেদন/লগইন বাটনে ক্লিক করার পর এইচ এস সি এবং এস এস সির পরীক্ষার রোল ,পাসের সন ও বোর্ডের নাম প্রদান করে অগ্রসর বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পাতায় প্রার্থীর এইচ এস সি ও এস এস সি এর তথ্যাবলি দেখা গেলে নিশ্চিত করেছি বাটনে ক্লিক করতে হবে ।

৪। উল্লেখিত Equivalence ID এইচ এস সি ও এস এস সি এর রোল এর স্থানে ব্যাবহার করে যথা নিয়মে টাকা জমা দেয়ার রশীদ গ্রহন করতে হবে ।

ভর্তি পরীক্ষা

১ । ভর্তি পরীক্ষা ১২০ মার্ক এর, প্রশ্ন ১২০টি, প্রতিটি প্রশ্নে ১ নাম্বার, MCQ পরীক্ষা হবে,কোন লিখিত পরীক্ষা হবে না । সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
২ । মোট ১২০ টি প্রশ্ন হবে ১২০ নম্বরের ।
৩ । ইংরেজী ১৫,গনিত ৩৫,রসায়ন৩৫,পদার্থ ৩৫
৪ । পাশ নম্বর ৪৮ ও কোনো নেগেটিভ মার্কিং নেই।
৫। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ।

ফলাফলঃ

১ । মোট ২০০ নম্বরের ভিত্তিতে অর্জিত মেধাস্কোর অনুসারে মেধা তালিকা করা হবে যেখানে SSC পরীক্ষার প্রাপ্ত জি পি এ (৪র্থ বিষয় সহ) এর ৬ গুন ও HSC এর ১০ গুন । এইচ,এস,সি এবং এস,এস,সি রেজাল্ট থেকে আসবে ৮০ নাম্বার। সর্বমোট ২০০ নাম্বারের উপর মেধাক্রম তৈরি করা হবে।
২ । ৪৮ এর কম পেলে মেধাস্কোর করা হবে না ।
৩ । ফলাফল এস এম এস ও ঢাবি ওয়েবসাইটে ৭ দিনের মধ্যে প্রকাশিত হবে।

সংযুক্তিঃ

বিগত বছরের প্রশ্ন ২০১৫-১৬ঃ   https://www.facebook.com/download/preview/194515384437393

প্রশ্ন ২০১৬-০১৭:  https://www.facebook.com/download/preview/148925512424326

2017-18: PDF, Photo Album- 1Album 2 

18-19 Link

2019-20

এক ফোল্ডার এ সব প্রশ্ন

2020-21 এর প্রশ্ন 

2020-21 Qsn in Facebook Group

২০২১-২২ সেশনের  প্রশ্ন

2022-23 সেশনের প্রশ্ন 

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 

ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 

নিটার রিভিউ

স্টেক রিভিউ

কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউ

সিভিল রিভিউঃ

ইইই রিভিউঃ 

সিএসই রিভিউঃ 

টেক্সটাইল রিভিউঃ 

আইপিই রিভিউঃ 

ফ্যাড রিভিউঃ 

ঢাবি ওয়েবসাইটঃ 

প্রযুক্তি ইউনিট নোটিশ লিংকঃ 

প্রযুক্তি ইউনিটের রিভিউ পড়তে ভিজিট করো এখানে

সাবজেক্ট চয়েজ দেয়ার পুরো প্রক্রিয়া 

আরও জানতে যোগ দিন DU Technology Unit admission & Information  গ্রুপে।