SKTEC Career Club কতৃক আয়োজিত হলো Technical Seminar যা অনুষ্ঠিত হয় গত ২৫শে জুলাই শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে।
আলোচ্য সেমিনারে স্পিকার হিসেবে উপস্হিত ছিলেন Texco Tech এর Executive Director ইঞ্জিনিয়ার মামুন উর রশিদ এবং Textile Focus এর প্রকাশক ও সম্পাদক এম এ ইসলাম রিয়াদ।
উক্ত সেমিনারে আরো উপস্হিত ছিলেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মহিবুল ইসলাম। দুপুর ৩:৩০ মিনিট হতে শুরু হওয়া সেমিনারটি শেষ হয় সন্ধা ৬ টা নাগাদ।
সেমিনারে বক্তারা বর্তমান বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির চিত্র তুলে ধরা সহ ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলেন।অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্বে বক্তারা ছাত্র -ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তারপর ফটোসেশন ও কেক কাটার মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ ইন্জিনিয়ার মহিবুল ইসলাম।
উল্লেখযোগ্য বিষয় হলো আলোচ্য সেমিনারটি ছিলো SKTEC Career Club কতৃক আয়োজিত প্রথম সেমিনার। সেমিনারটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে SKTEC Career Club এর মডারেটর ফাহাদ মাহমুদ মারুত স্যার।
মডারেটরের সামগ্রিক সহায়তার জন্য ক্যারিয়ার ক্লাব প্রসিডেন্ট Eden Majumder তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।