টেক্সটাইল এর নতুন মুখ Sheikh kamal textile Engineering College, Jhenaidah। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পিওর বি.এস.সি( ইঞ্জিঃ) ডিগ্রী প্রদান করা হয় এই কলেজটিতে।

খুলনা বিভাগে একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হলো, শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।কলেজটি ঝিনাইদহ শহর থেকে ৭ কি.মি দূরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পাশেই ৮ একর জায়গা নিয়ে অবস্হিত। কলেজটির পূর্ব পাশে রয়েছে ৩ একরের খেলার মাঠ। ক্যাম্পাসটি মনোরম পরিবেশে অবস্থিত। শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন।ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক হল সুবিধা। এতে করে স্টুডেন্টদের থাকার কোন অসুবিধা হয় না।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা আরম্ভ করে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি। বাংলাদেশের মোট ৯ টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এটি একটি।

ঝিনাইদহ জেলার আড়ুয়াকান্দিতে ঢাকা ঝিনাইদহ হাইওয়ের গা ঘেষে অবস্হিত এই ক্যাম্পাসটি। ক্যাম্পাসটির সবুজে ঢাকা আকাশ ছোয়া ভবনগুলো যে কারোর মন আকৃষ্ট করবে।
মোট ১২ টি সুবিশাল ভবন রয়েছে এখানে :

  • ১।একাডেমিক ভবন।
  • ২।প্রশাসনিক ভবন।
  • ৩।অফিসার্স কোয়ার্টার।
  • ৪।অফিসার্স অডিটরি।
  • ৫।স্টাফ কোয়ার্টার।
  • ৬।অধ্যক্ষের বাস ভবন।
  • ৭।ছেলেদের হল ।
  • ৮।মেয়েদের হল।
  • ৯।পাওয়ার প্লান্ট।
  • ১০।সুবিশাল ল্যাব ভবন ২ টি।
  • ১১।অডিটোরিয়াম (বাস্তবায়িত)।
  • ১২।লাইব্রেরী (বাস্তবায়িত)।

Faculty Of Textile Engineering এর অধীনে মোট ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়। ডিপার্টমেন্টগুলো হলো:

  • 1.Department Of Yarn Manufacturing Engineering (YME).-30 seat
  • 2.Department Of Fabric Engineering (FE).-30 seat
  • 3.Department Of Wet Process Engineering (WPE).-30 seat
  • 4.Department Of Apparel Engineering (AE).-30 seat

এই ইঞ্জিনিয়ারিং কলেজ এর বাস্তবায়িত ল্যাবগুলো হলো :

  • 1.Yarn Manufacturing Laboratory :
  • (i) cotton spinning shed.
  • (ii)jute spinning shed.
  • 2.Weaving laboratory.
  • 3.Knitting laboratory.
  • 4.Wet process laboratory.
  • 5.Garments laboratory.
  • 6.Testing laboratory.
  • 7.Computer science laboratory.
  • 8.Electrical & Electrical laboratory.
  • 9.Engineering laboratory.
  • 10.physics laboratory.
  • 11.chemistry laboratory.

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষার অগ্রগতিতে কাজ করবে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। বেরিয়ে আসবে দক্ষ বস্ত্র প্রকৌশলী।

ছাত্রদের মেধাবিকাশ ও শারিরীক সুস্থতার জন্য এবং এক্সট্রা কারিকুলাম বৃদ্ধির জন্য ক্যাম্পাসে রয়েছে সক্রিয় অসংখ্য ছাত্র সংগঠন। যেগুলা শিক্ষকদ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।

শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সংগঠন গুলো হলোঃ

  • ১.এসকেটেক ক্যারিয়ার ক্লাব
  • ২.অগ্নিবীণা কালচারাল ক্লাব
  • ৩.এসকেটেক স্পোর্টস ক্লাব
  • ৪.এসকেটেক স্বেচ্ছাসেবী সংগঠন
  • ৫.স্পন্দন ব্লাড সোসাইটি, এসকেটেক
  • ৬.এসকেটেক ডিবেট এন্ড ইংলিশ ক্লাব
  • ৭.এসকেটেক ফটোগ্রাফী
  • ৮.প্রথম আলো বন্ধুসভা, এসকেটেক
  • ৯.এসকেটেক জিমনেসিয়াম

ছাত্র সংগঠনগুলা নিয়মিত তাদের কার্যক্রম সম্পাদন করে। সংগঠনগুলো টিচার দ্বারা পরিচালিত হওয়ায়, খুবই সক্রিয় ভূমিকা পালন করে। সবাই আন্তরিকতার সাথে কাজ করে।

এসকেটেক ক্যারিয়ার ক্লাব রেগুলার ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করে। যার ফলে সবার মধ্যে ক্যারিয়ার নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এছাড়াও সকল ক্লাবগুলো তাদের নিজ নিজ জায়গা থেকে সবসময় ভাল কাজ করে।

এসকেটেক স্বেচ্ছাসেবক সংগঠন তাদের কাজের জন্য খুবই প্রশংসনীয়। আশেপাশে সকল মানুষকে সাহায্য সহায়তা প্রদানের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এছাড়াও প্রতি বছর শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে।

তাছাড়া ব্লাড সোসাইটির সদস্যগন ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় রক্ত দানের মাধ্যমে সুনাম অর্জন করেছে।

এসকেটেক স্পোর্টস ক্লাব প্রতি মাসে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এতে করে স্টুডেন্টদের শারীরিক ও মানসিক দিক দিয়ে অনেক উপকার হয়। এছাড়াও অন্য প্রতিষ্ঠানের সাথে খেলায় অংশগ্রহণ করে এতে করে অন্য প্রতিষ্ঠানের সাথে ভাল সম্পর্ক গড়ে ওঠে।
ক্যাম্পাসে প্রতিটি অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়।

আমাদের সুসজ্জিত ও বিশাল অডিটোরিয়াম থাকায় সকল স্টুডেন্ট তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। অনুষ্ঠানগুলা পরিচালনায় থাকে অগ্নিবীণা কালচারাল ক্লাব। এছাড়াও প্রতি বছর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে ক্যাম্পাসের স্টুডেন্টগুলা পিঠা প্রস্তুত করে ও বিক্রি করে। ঝিনাইদহ জেলার যে কোন অনুষ্ঠানে শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী অংশগ্রহন করে।

আমাদের কলেজের ডিবেট ও ইংলিশ ক্লাব জেলা পর্যায়ে ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কেন পড়বেন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে :

বাংলাদেশের জব সেক্টরের যখন ব্যাহাল দশা তখন কেবল মাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পারে আপনার পাশে দাড়াতে আর যদি সেটা সরকারীতে হয় তাহলে তো কোন কথাই নেই। বিশাল ও স্বয়ংসম্পূর্ণ জব সেক্টর রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে। সরকারী, বেসরকারি অনেক খাতেই চাহিদা বাড়ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের।এক কথায় টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই দেশের চালিকা শক্তি।

Writer:
Noyon
Md. Moktar Hossen
Dept. Of Fabric Engineering
Sheikh kamal textile Engineering College, Jhenaidah