সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিধি ব্যপক ও বিস্তৃত।
তাই প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারের সমান সংখ্যক সফটওয়ার এ পারদর্শী হতে হয় না।
এই পোস্টে ভিন্ন কাজের বিভিন্ন সফটওয়ার নিয়ে সম্যক ধারনা দিবো। আমি সকল সফটওয়্যার কে দুই ভাগে ভাগ করেছি।
১) আবশ্যক ২) বিশেষায়িত
১) আবশ্যকঃ- এই সফটওয়্যার গুলো সব সিভিল ইঞ্জিনিয়ারদের এমনকি সব ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দের জন্যে প্রয়োজন-
ক) MS Office (Word, Excel, Access, PowerPoint)
খ) Any Image editor (photoshop/paint/others)
গ) AutoCAD or any CAD software (Drafting or design)
Min PC Config- Dual Core prossesor, 2 gb ram
Recommended- i5 prossesor, 8 gb ram
২) বিশেষায়িতঃ- এই সফটওয়্যারগুলো আলাদা আলাদা ধরনের প্রফেশনালদের জন্যে প্রযোজ্য।
আপনি যদি বিল্ডিং নির্মান পরামর্শের ব্যবসার সাথে যুক্ত হতে চান তবে-
-For 3D Model- AutoCAD 3D/Sketchup/3DS Max/Blender/Maya (যেকোন একটি ভাল করে শিখুন)
-For Animation & Render- Lumion/Vray/Corona/Unreal (যেকোন একটি ভাল করে শিখুন)
Min PC Config- i5 prossesor, 8 gb ram, 2gb Gpu
Recommended- i7 prossesor, 16 gb ram, 6gb Gpu
ক) কনস্ট্রাকশন ম্যানেজারঃ-
i) Microsoft Project
Min PC Config- Dual Core prossesor, 2 gb ram
Recommended- i5 prossesor, 4 gb ram
খ) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (বিল্ডিং)-
-Etabs
-STAAD Pro.
-SAFE.
-RISA.
-Navisworks.
-Autodesk Revit.
-SAP2000
-SDS/2
-Tekla Structure
Min PC Config- i3 prossesor, 4 gb ram
Recommended- i7 prossesor, 8 gb ram, 2gb Gpu
গ) ব্রিজ ডিজাইনার-
-Open Bridge Modeler
-Open Bridge Designer
-Autodesk Structural Bridge Design
-Autodesk Civil 3D
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 4gb Gpu
ঘ) ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং- (রেলওয়ে/ হাইওয়ে)
-AutoCAD Civil 3D
-Autodesk Infraworks
-VISSIM
-HCS (Highway Capacity Software)
-SIDRA
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 4gb Gpu
ঙ) ড্রেনেজ/ পাইপিং/ প্লাম্বিং/সেনিটারি-
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks
-StormCAD
-SSA
-WaterCAD
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu
চ) সয়েল ইনিনিয়ারিং-
-ACCECALC
-3DEEP
-AllPile
-GEO5
Min PC Config- i3 prossesor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu
ছ) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-
-Arc GIS
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu
জ) হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্সেস-
-HEC-RAS
-HEC-HMS
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i5 processor, 8 gb ram
ঝ) এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং
-Autodesk Civil 3D (Aero TURN Pro 3D)
-Autodesk Infraworks
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 16 gb ram, 4gb Gpu
ঞ) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 16 gb ram, 4gb Gpu
ট) সার্ভেয়িং
-ArcGIS
-Autodesk Civil 3D
-Total Station/ Theodolite software
Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu
সবশেষে বলতে চাই,
আপনি ঠিক করবেন আপনি কি চান, তারপর সেভাবে প্রস্তুতি নিবেন।
যে সেক্টরে ভাল করতে চান সে সেক্টরের সফট স্কিল ও থিওরী স্কিল নিয়ে কাজ করেন।
সব একসাথে পেচিয়ে নিলে পরে অসুবিধায় পড়বেন।
আর একটা সফটওয়্যার মোটামুটি পারার পর অন্যটিতে জড়াবেন।
একইসাথে দুইটা শেখা শুরু করবেন না।