বর্তমান সময় সবসময় যোগ্য মানুষটিকে মূল্যায়ন করে । আপনি যোগ্য না, মেনে নিন আপানকে যেকোনো ক্ষেত্রে টিকে থাকতে গেলে খুব কঠিন যুদ্দের মধ্যে পরতে হবে । একজন বস্ত্র কৌশলী হিসেবে আপনাকে শুধু মাত্র একাডেমিক না এর পাশাপাশি এমন কিছু দক্ষতা অর্জন করা প্রয়োজন যা কিনা আপনাকে আপনার সেক্টরে অন্য ৪-৫ জন থেকে আলাদা করবে।

আমরা যারা টেক্সটাইল এ পড়ি তারা এতটুকু বুঝে গেসি যে, আমাদের কাজ শুধু বস্ত্র উৎপাদন না , এর পাশাপাশি ইন্ডাস্ট্রি ম্যানেজ করা থেকে বিদেশি ক্রেতাদের সাথে বাণিজ্যিক চুক্তি, অর্ডার ম্যানেজ , অন টাইম প্রোডাক্ট ডেলিভারি নিশ্চিত করা সহ বিবিধি কাজ আমাদের করতে হয়।

এই সকল কাজ খুব অনায়েশে করতে কিছু সফটওয়্যার কিন্তু খুব ভালো করে উপকার করতে পারে । এতে করে একদিকে যেমন সময় কিছুটা সেভ হবে সাথে করে কাজের কর্ম দক্ষতা ও কাজ অনেকটাই নির্ভুল হবে।

আজকে এরকম কিছু সফটওয়্যার নিয়ে বিশদ কথা বলবো ।

EASY KNIT

সিঙ্গেল জার্সি কাপড় তৈরি তে নিটিং মেশিনে ক্যাম গুলোর বিন্যাস , নিডেলের বাট সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এই সফটওয়্যারটা উপযোগী। একাডেমিক কোন কোর্সে এই সফটওয়্যারটি শিখানো হয় না। অনুরোধ থাকবে যারা FSD(Fabric Structure and Design) কোর্সটি করেছেন , তারা এই সফটওয়্যার সম্পর্কে একটু অবগত হবেন , সিলেবাসে যে সিঙ্গেল পিকে, ডাবল পিকে , ক্রস মিস এর ডিজাইন দেখছেন তা এখন নিজে করে দেখতে পারবেন ।

তাছাড়া এতে ৫০ টির মত সিঙ্গেল জার্সির ডেরিবেটিবস ডিজাইন দেয়া আছে , যা ডিজাইনগুলো ভালো করে বুঝতে হেল্প করবে। এর পাশাপাশি সফটওয়্যারটি GSM,প্রোডাকশন নির্ণয় করতে ব্যবহার করতে পারবেন। মূলত নিটিং মেশিনে ডাটা ইনপুট করতে এটি সর্বাধিক ব্যবহার হয়।

SMART DESIGNER

আমদের অনেকেরই ইচ্ছা করে কোনো কাপড়ের ডিজাইন করতে। তাদের অনেকেই বুঝতে পারে না , কোনটা দিয়ে শুরু করবে! তাদের জন্য Smaet Design সফটওয়্যার টি এক কথায় হাতের খড়ি হতে পারে। এটি মুলত ২ডি সফটওয়্যার।যেকোনো ডিজাইন স্কেচ করতে এটি ব্যবহার করা হয়। Panel সেকশন থেকে তৈরি করা কিছু স্যাম্পলে নিজের কাজের মাধ্যমে নতুন কিছু করে ফেলতে পারবেন ।

শার্টে পকেট কোথায় মানাবে , হেম্প কেমন হবে এসব খুব অল্পেই আপনি সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন। শুধু এগুলোই না,শার্টে নানা ধরনের চেক, প্রিন্ট , কালারের সমন্বয় করতে পারবেন নিজের ইচ্ছেমত। যারা Apparel Manufacturing Engineering-I কোর্স টি করেছেন তারা চাইলেই এটি নিয়ে লেগে পরতে পারেন।

CAD & 3D Simulation Software

বাজারে অনেক প্রচলিত CAD আর Simulating সফটওয়্যার আছে। আপনার যেটা সুবিধা মনে হয় তাতে কাজ করবেন , তবে বলা উল্লেখ যে আমাদের টেক্সটাইলের CAD সফটওয়্যারগুলো কিছুটা আলাদা। AUTO CAD এর মত সফটওয়্যার এখানে কোন কাজে তেমন আসবে না।আগে সফটওয়্যারগুলোর কাজ বলি পরে না হয় নাম বলবো। বডি মাপ অনুযায়ী কোন কাপড় এর পার্ট বাই পার্ট ডিজাইন করতে এই সফটওয়্যারগুলোর জুড়ি নেই।

ফ্রন্ট, ব্যাক, সোলডার এসব সবগুলো আলাদা আলদা মাপ নিয়ে একটি শিটে ডিজাইন করা লাগে।সবশেষে
আসে Simulation এর ব্যাপারটি। একটি মডেল ডামির উপর পরীক্ষণ চালিয়ে তৈরি করা ডিজাইন মানুষের পরিধানে দেখতে কেমন লাগবে তা অনেকটা দেখা যায়।

শুধু তাই নয়, আপনি চাইলে Rendering করে একটা এনিমিশন করতে পারবেন যাতে আপনি আপনার তৈরি করা ডিজাইনের একটি বাস্তব প্রয়োগ দেখতে পারবেন।

জনপ্রিয় কিছু সফটওয়্যার –

#OPTITEX

#CLO 3D

#ArahView3D

#BROWZWEAR 3D

এই সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই মন স্থির করতে হবে , আশা হারলে চলবে না , আপনি যত বেশি সময় দিবেন তত বেশি হাত খুলবে , আর কাজ করার সময় নিজের চিন্তাকে কাজে লাগাতে হবে। এগুলোর পাশাপাশি Adobe Photoshop, Illustrator শিখে রাখতে পারেন , এগুলোর উপযোগিতা বলে শেষ হবে না।

MICROSOFT OFFICE(Word, PowerPoint, EXCEL,Publisher, Outlook)

এগুলো নিয়ে বলার কিছু নাই , আপনি যাই করেন এসব আপনাকে শিখতেই হবে নাহলে আপনার সিভি হালাল হবে না ।

আপনাদের এই চলার পথে যদি একটু উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। সফটওয়্যার গুলো ডাউনলোড করতে FTP লিংকগুলো তে খোঁজ নিন। লেগে যান, আজ থেকে, নিজ আত্মবিশ্বাস নিয়ে। হ্যাপি লার্নিং😍 ।

Source –
Google and some of my Seniors.

লেখক-

নাজমুল হাসান আনান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২ক১৭ ব্যাচ

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ