আগামীকাল (২১ জুন) বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ হিসেবে গণ্য করেছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার সূর্যকে ঢেকে দেবে চাঁদ। আর চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখাবে।

এই অবস্থানে চাঁদ পৃথিবীর থেকে অন্য সময়ের তুলনায় কিছুটা দূরে অবস্থান করায় চাঁদের আকৃতি কিছুটা ছোট দেখাবে, ফলে চাঁদ সম্পূর্ণ সূর্যকে ঢেকে ফেলতে পারবে না। এ কারণেই দৃষ্টিগোচর হবে প্রকৃতির অপরূপ এক মহাজাগতিক দৃশ্য “দ্য রিং অব ফায়ার”।

কখন দেখা যাবে?

২১ জুন বাংলাদেশ সময় বেলা ৯ টা ৪৫ মিনিটে চাঁদের ছায়া সূর্যকে স্পর্শ করা শুরু করবে। বেলা ১০ টা ৪৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হতে দেখা যাবে। দুপুর ১২ টা ৪০ মিনিটে পূর্ণ গ্রহণ দেখা যাবে। দুপুর ১ টা ১২ মিনিটে মাত্র ৩৮ সেকেন্ডের জন্য উজ্জ্বল আগুনের বলয় দেখা যাবে। দুপুর ২ টা ৩২ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হতে দেখা যাবে এবং সর্বশেষ দুপুর ৩ টা ৩৪ মিনিটে চাঁদের ছায়া সূর্যের সামনে থেকে সম্পূর্ণ সরে যাবে।

সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এক্স-রে ফিল্ম, নেগেটিভ, ভিডিও এবং অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাঁচও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি ও অবলোহিত রশ্মি আটকাতে পারে না।

তাই কোনোক্রমেই এগুলো দিয়ে সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এক মুহূর্তের জন্যও সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়। যদি গ্রহণে ৯৯ শতাংশ সূর্যকেও ঢেকে ফেলে চাঁদ, তাহলেও অবশিষ্ট রশ্মি চোখের ক্ষতি করার পক্ষে যথেষ্ট।

যথাযথ সোলার ফিল্টার যার তেজস্ক্রিয়তার বিরুদ্ধে সঠিক অপটিক্যাল ঘনত্ব রয়েছে তা দিয়ে গ্রহণ দেখা যেতে পারে। যথাযথ স্থূলত্বের অ্যালুমিনিয়াম মিলার ফিল্ম এবং দৃশ্যমানতা যুক্ত কালো পলিমারও নিরাপদ।

এগুলি গ্রহণ দেখার বিশেষ গগলসে থাকে। ওয়েল্ডার্স গ্লাস নম্বর ১৪-ও সোলার ফিল্টার হিসেবে দারুণ কার্যকরী। ১৩ ও ১৪ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস বা আর্ক গ্লাস দিয়ে নিরাপদে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। ১১ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস দিয়েও সূর্যগ্রহণ দেখা যাবে। সেক্ষেত্রে দুটি গ্লাস একত্র করে তারপর দেখতে হবে।

সূর্যগ্রহণ দেখার অন্য আরেকটি নিরাপদ উপায় হচ্ছে পিনহোল প্রোজেক্টর। দুইটি কাগজ গিয়ে এই প্রোজেক্টর বানিয়ে নিতে পারেন আপনি। এই প্রোজেক্টর বানাতে হলে প্রথমে একটি কাগজের মাঝে ছিদ্র করতে হবে।

এরপর সেটি ধরতে হবে দ্বিতীয় কাগজটির উপরে। মূলত দ্বিতীয় কাগজটিতেই সূর্য দেখবেন আপনি। প্রথমটির ছিদ্র দিয়ে গ্রহণ দেখা যাবে দ্বিতীয় কাগজটির উপরে। ছবিটি বড় আকারে দেখতে চাইলে ছিদ্রযুক্ত কাগজটি সরিয়ে নিতে হবে স্ক্রিন হিসেবে ব্যবহৃত কাগজ থেকে দূরে।

সোলার ফিল্টার ছাড়া ছবি তোলার চেষ্টা করবেন না। সূর্য গ্রহণের ছবি সাধারণ ছবির মতো করে তুলতে চাইলে তা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার ক্যামেরাকে। তাই বিশেষজ্ঞরা বলেন, সূর্যগ্রহণের ছবি তোলার পূর্বে আপনার ক্যামেরায় সোলার ফিল্টার ব্যবহার করুন।

লেখকঃ নাফিস সাদিক অয়ন।

 

এ ব্যাপারে আরো তথ্য জানতে যোগ দিন: বাংলায় বিজ্ঞানচর্চা