এই সময়টা এম এস/পি এইচ ডি তে এপ্লাই করার উত্তম সময়। হাই রেঙ্কড বিশ্ববিদ্যালয় গুলোতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এডমিশান এবং ফান্ডীং দেয়া হয়ে থাকে। এটা অবশ্য সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য।
আশানুরূপ প্রোফাইল অনেকেরই থাকেনা কিন্তু তাই বলে গালে হাত দিয়ে চুপচাপ বসে থেকে কোন লাভ নাই। আপনার প্রোফাইল আপনার কাছে খারাপ আমার কাছে এক্সিলেন্ট। আমরা বেশীর ভাগ মানুষ এই দলের।
আপনি যে স্কুল এ অ্যাপলই করছেন সেখানে বাকি আপ্লিকেন্ট দের প্রোফাইল আপনি জানেন না। জানার কোন সুযোগ নাই। তাহলে কিভাবে নিজের প্রোফাইল নিয়ে বেহুদা সময় নস্ট করছেন। ভালো প্রোফাইল বলতে আসলে কিছু নাই। সব মিডিয়ার সৃষ্টি। আমি ৩২৪ জি আর ই নিয়ে Lamar University তে ৫০% ফান্ডে যেতে দেখছি, আবার ৩১০ নিয়ে Texas Austin এ যাইতে দেখছি। জি আর ই শুধুমাত্র ১ টা ফ্যাক্টর।
এটা বাদেও অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে যেগুলো অনেক সৌভাগ্য নিয়ে আসতে পারে। তবে কোন একটা কারনে আমাদের ফোকাসটা শুঢুমাত্র জিপিএ এবং জি আর ঈ তে সীমাবদ্ধ থাকে। এস ও পি এবং রেফারেঞ্চ লেটার খুবই গুরুত্বপূর্ণ। এই ২ টা ব্যাপারে অনেকরই অনীহা কাজ করে। খুব তাড়াহুড়া করে, কোনমতে আল্লাহর ওয়াস্তে এসব মেনেজ করে অ্যাপলই করে দেয়ার অভ্যাস অনেকের আছে। অথচ এগুলো আপনার জন্য খবুই গুরুত্বপূর্ণ।
আমারে এখন জিগায়েন না যে কোণটা বেশী গুরুত্বপূর্ণ কোণটা কম। মনে মনে ভাবতেছেন, ধুর মিয়া মফিয, এসব বাদ দিয়ে বলেন ১-১০ এর স্কেলে কোনটার অবশ্তান কেমন। আমি যেটায় ভালো খালি সেইটা কোপাবো!!! ইউ কিডিং মে বয়! এমন কিছু আমি জানিনা।
আমি বিশ্বাস করি যারা এদ্মিশান বা ফান্ডীং দেয় তারাও জানেনা। সবকিছু হয় অভারল আপনি কেমন। আপনি কেমন সেটা অন্য ক্যান্ডিডেট এর সাপেক্ষে। সেই ক্যান্ডিডেট শুধু আপনার ফ্রেন্ড না। পুরো পৃথিবীর আপনার দলের লোকজন।
চিন্তায় পরে গেলেন? একটা বিড়ি ধরান আর ভাবেন। কি করা জায়।
জি আর ই একটা চূড়ান্ত লেভেলের ফালতু পরীক্ষা (বেক্তিগত মত, আমারে আবার ধুয়ে দিয়েন না)। তবুও চেষ্টা করে যেটুকু করছেন ভালোই করছেন। এর থেকে অনেক ভালো করতে গেলে অন্তত ২ মাস সময় দিতে হবে।
আপনার সময় নাই। লেট করলে দেরি হয়ে যাবে। ফল ধরতে হবে বস। নাইলে ইয়ার লস। আপনার উনার বিয়ে হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফল ধরে ওনাকে নিয়ে ফল পারতে আসবেন।
খুব মনযোগ দিয়ে এস ও পি লিখেন। এস ও পির মধ্যে আজাইরা বেহুদা পেচাল লিখেন না। একটা এস ও পি ২-৩ মিনিটে পরে ফেলে প্রফেসর রা। এই গুরুত্বপূর্ণ লেখার পুরোটাই আপনাকে নিয়ে, আপনার কমিটমেন্ট নিয়ে, আপনার আগ্রহ নিয়ে, আপনি অতিতে কি করেছেন সেটা নিয়ে। এস ও পি নিয়ে কাল/পরশু ইতিহাস লিখব।
রিকমেন্ডেসন লেটারও এস ও পির মত গুরুত্তপুরনি। এটা আপনার কাজের স্বীকৃতি, প্রমানপত্র। অনলাইন এ এখন জমা দিতে হয়। মুলত সেখানে অনেকগুলা প্রশ্ন থাকে। যেমন – আপনার মেধা, চাপ নেয়ার ক্ষমতা, টিম মেম্বার হিসেবে কেমন, প্রব্লেম সল্ভিং অ্যাবিলিটি কেমন, ইত্যাদি।
সবার শেষে থাকে একটা কমেন্ট বক্স যেখানে আপনার রেফারি আপনার জন্য সুন্দর সুন্দর কথা লিখে দিতে পারেন। এই কাজটা আপনার করা উচিত। আপনার ৪-৫ লাইনে কিছু গোছানো কথা লিখে আপনার স্যার কে ওয়ার্ড ফাইলে দিতে পারেন। সে কপি পেস্ট করতে পারে চাইলে।
আর সে নিজে লিখতে চাইলে সেটাও ভালো যদি না সে আপনার ব্যাপারে ভালো জানে। আমার এক রেফারি লিখে দিছিল যে আমি ক্লাস ৫ এবং ৮ এ বৃত্তি পাইছিলাম। এস এস সি এবং এইস এস সি তে এ+ পাইছিলাম। আমি ভালো ছাত্র। লোল!! ওটা ছিল হার্ড কপি টাইপ।
আগ্রহ নিয়ে বাসায় এসে খুলে দেখি এইসব এবং অনেক স্পেল্লিং মিস্টেক, গ্রামার মিসেটক। জমা দেই নাই। জমা দিলে ইতিহাস হইতে পারত। রেকমেন্ডসন আর এস ও পি নিয়ে কালকে বিস্তারিত লিখবো।
মনজুর-এ-এলাহি,
মাস্টার্স প্রোগ্রাম(সিভিল)
সাউথ ডাকোটা স্কুল অব মাইনস এন্ড টেকনোলোজি
রেপিড সিটি, সাউথ ডাকোটা।
পড়ুনঃ SOP কিভাবে লিখবেন?
Statement of Purpose এর উদাহরণ
উচ্চশিক্ষার জন্য এপ্লিকেশনের একটা অংশ হিসেবে আপনাকে একটা রচনা লিখতে হবে। That is Statement Of Purpose. কিভাবে, কখন, কেন একটা নির্দিষ্ট বিষয়ে আপনার আগ্রহ গড়ে উঠলো; আপনার এই বিষয়ে পড়ার যোগ্যতা কতটুকু; কেন ঐ ইউনিভার্সিটি আপনার পছন্দ হয়েছে এবং এখানে পড়ার পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী – এগুলো হচ্ছে SOP এর বিষয়বস্তু।
★Some Basic Features-
★No. of Pages – no more than 2 (it can vary from school to school)
★Font – Times New Roman
★Font size – 12
★Spacing – 1.5
এই জিনিসটা খুব-খুব-খুবই জরুরি এবং ২/৩ মাস ধরে লেখা-সম্পাদনা-পুনঃসম্পাদনা করা প্রয়োজন। অনেক সময় এটার ওপর ফান্ডিং হয়ে যায়। ভুলেও কোনোদিন নকল করবেন না। তবে, একটা ফরম্যাট হয়তো আপনাকে সাহায্য করতে পারে। আমি আমার নিজের SOP এবং সেটার একটা বিশ্লেষণ (প্রত্যেকটা প্যারাগ্রাফে কী লিখলাম, কেন লিখলাম), সেটা শেয়ার করছি। আশা করি, আপনাদের কাজে লাগবে।
**To**
**School of Forest Resources**
**University of Arkansas at Monticello**
I first started to give meticulous attention to environmental economics when I started to work on my undergraduate dissertation. My advisor gave me the opportunity to research on Environmental Kuznets Curve for pollutants and causes of global warming, which later got published in Energy Policy, Elsevier. I even got more excited when I practically observed how economic practice can result in forest development or exploitation by researching on indigenous Khasi community of Bangladesh who depends only on Betel leaf culture for their livelihood. Knowledge of these researches further increased my thirst to research on the economics of natural resources.
★Comments-একেবারে প্রথম প্যারাগ্রাফেই আমি বলে দিচ্ছি আমার রিসার্চ ইন্টেরেস্ট এর ব্যাপারে। এটা এজন্য করলাম, কারণ যেহেতু আমি রিসার্চ করতে চাই Natural Resource Economics নিয়ে, একজন faculty member যাতে শুরুতেই সিদ্ধান্ত নিতে পারে পুরো SOP-টা তাকে পড়তে হবে কি হবেনা।
যেমন – একজন Wildlife Biologist অথবা Silviculture Specialist যদি পুরো এক পৃষ্ঠা পড়ার পর আবিষ্কার করে যে এটা আসলে ইকোনোমিকস সংক্রান্ত, এটা তার সময়ের অপচয়। So, start with clearly stating and justifying your interest. আপনার প্যাশনের কিছুটা এখানে উল্লেখ করতে পারেন।
I entered into the realm of Environmental Science through my admission at the undergraduate level in the Institute of Forestry and Environmental Sciences under the University of Chittagong, Bangladesh. This is considered the best higher learning educational institution for environmental science in the country. I finished the undergraduate page of my academic repertoire with 3.48 on a scale of 4.00. My undergraduate course curriculum (total 192 credits) was balanced with courses of Microeconomic Theory and Econometrics like Principles of Economics, Environmental Resource Economics, Advanced Algebra and Trigonometry, Analytical Geometry and Calculus, Statistics, Research Methodology, and several other related courses that will help me in the pursuit of graduate study in environmental economics. I secured more than 70% marks in almost all the courses. Currently, I am working on “willingness to pay for living without waste pollution”. Through this research, I am trying to acquire comprehensive knowledge of the valuation technique which, I believe, will help me in my desired study.
★Comments–এরপর আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনি এই বিষয়ে হায়ার স্টাডি করার জন্য কতটা উপযুক্ত। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে (বিনয় সহকারে) ভাব মারতে পারেন এখানে। ঐ বিষয়ে রিসার্চ করার জন্য প্রয়োজনীয় অনার্স কোর্স আপনার ছিলো কিনা, থাকলে কি কি, সেগুলো বলতে পারেন। একাডেমিক লাইফ বলতে অনার্স অথবা মাস্টার্স লাইফ-এর কথা বোঝাচ্ছি, এর নিচে (এইচএসসি’র দিকে) যাওয়া লাগবে না।
I wish to continue my research on the economics of energy; more precisely, wood-based bioenergy. I would like to research remodeling the valuation approaches of those resources to make it more apposite and just. My tentative targets would be-
a. Facilitation of forest resource management for the diverse environments using quantitative tools.
b. Determination of a policy that best minimizes both environmental and economic loss while using key forest resources.
c. How will the market behave when a certain forest resource policy is introduced?
★Comments– সামান্য কিছু স্পেসিফিকস, ফ্যাকাল্টি মেম্বারকে দেখানোর জন্য যে এই ব্যাপারে আপনার more or less clear idea আছে। যতই চান, আপনার ভবিষ্যত প্রজেক্ট নিয়ে সম্পূর্ণ পরিষ্কার আইডিয়া থাকা সম্ভব না, থাকলে আর গ্র্যাজুয়েট স্টাডি করার দরকার কি? হি হি হি…… তাই, বেশি টেনশন করার দরকার নেই।
It will be of most help in making sustainable policy for my country’s forest resources. Being a resourceful developing country overburdened with a huge population, Bangladesh needs to utilize its resources with the highest efficiency. I hope to contribute to the country’s natural resource management plan with my expertise after I am done with my graduate study. The application of my research will also have an impact on gauging the world’s natural resources outside my country.
★Comments– এই রিসার্চটার scope কেমন, কার কী কাজে লাগবে, সেগুলোর সামান্য বর্ণনা দেয়া দরকার। সোজা কথায়, what is the big picture of your research?
My research intention is to learn so that I can spread it. I dream to become a faculty member in a university where I can continue my research and teaching. To attain my goal, I need to make myself more efficient in my doctoral study which can be attained by working in an amicable environment, with obliging colleagues and extensive academic resources along with my perseverance. I believe, School of Forest Resources is the appropriate graduate school for me, as it provides all of the above including superior education from the highly qualified faculty members in the field of natural resource economics. Here, I wish to receive an education that will give me both the technical skills and the intellectual discipline to fulfill my dream of becoming a perfect researcher and a teacher. My interest in resource economics drove me to get involved in a number of relevant researches. I wish to continue along the same route if I get the chance at the University of Arkansas at Monticello.
★Comments–শেষের অনুচ্ছেদটা দুটো মেইন পয়েন্ট কভার করবে। এক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী। দুই, কেন এই স্কুল এবং কেন এই প্রোগ্রাম আপনার জন্য বেস্ট ফিট। এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে সাজানো জরুরি।
লিখেছেনঃ ফরহাদ হোসেন মাসুম (nextopusa)
বাইরে পিএইচডি প্রোগামে আবেদন করার জন্য স্টেটমেন্ট অফ পারপাস, SOP’ লিখতে হয় । আজ আমার একটি SOP শেয়ার করলাম ।
I would like to obtain a PhD degree in physical/inorganic chemistry focusing on the development of photosynthetic devices for solar energy conversion. In particular, I am interested in the energy and electron transfer processes in natural photosystems and how we can design molecules by exploiting experimental and computational techniques. I think Prof. S’s lab would be a suitable place for me to acquire this expertise.
Our energy consumption heavily relies on fossil fuels. However, these fuels have been viewed as a major environmental threat because of their substantial contribution to greenhouse gases. One of the most promising sustainable sources of energy can be achieved by the photosynthetic process, where in the presence of chlorophyll and other accessory pigments, plants and some bacterias capture photons and convert water and carbon-dioxide into energy-rich organic compounds. The whole process is carried out by two photosystems in the thylakoid membrane of plants, marine algae, and bacterias. These complex photosystems are composed of Mn-cluster based redox sites for water oxidation, light harvesting antenna, reaction centre, and energy/electron transfer systems. In the 1990s, when researchers solved the crystal structures of the light harvesting antenna complex from photosynthetic bacteria and plants, the concept of artificial light harvesting opened a new window for solving our energy problems.
Despite numerous studies on this research, still our understanding of natural photosynthetic process requires more insights how the light harvesting complexes interact with each other, and how they perform a function like rectification, amplification, or feedback. The impact of the environment on the energy transfer including how the environment and electronic systems interact is not well understood. More studies are needed to unveil the interactions of chromophore and solvent medium for the photosynthetic proteins. The questions remained on the function of the protein framework on maintaining the quantum coherence/decoherence are not solved yet. In addition, studies require on how we can synthesis and design well-defined chromophores’ arrays connecting them in a rigid framework (in order to avoid the conformational changes and reduce quantum decoherence induced by environment) and optimize them as a small part of a larger light-harvesting system.
Over the course of my PhD studies, I would like to focus my research on these problems associated with the light harvesting processes by combining experimental and computational techniques.
I have several years of research experience in physical and environmental chemistry. For my master’s thesis at Memorial, I employed both wavefunction and density functional (DFT) theories to study the deamination reactions of glutamine (Trojan horse) in the gas phase as well as in the condensed phase using PCM (polarizable continuum model) and SMD (solvent model on density) solvation models. The mechanism of this reaction provides us with a new insight into the molecular basis for the catabolic production of toxic ammonia whose excessive amount leads to hyperammonemia disease. As a part of computational course project, I also studied the effect of solvent on vibrational frequencies, IR intensities, Raman scattering activities, solvation free energies of drugs using PCM.
During my masters, I also took photochemistry course with Prof. ZZZ and presented a well-organized review on “Towards Artificial Fuel Device: Ru-Mn Chemistry for Fuel Production” for the course. Moreover, I was a group leader in writing a well depth review on “Sigma Bond-to-Ligand Charge Transfer in Photoreactive Transition Metal complexes” for the course. My quantum background gave me wide opportunities to explore and enjoy with the true nature of photochemistry. I learnt how time-dependent perturbation theory can help us to design long lived chromophore by decreasing rate constant and equilibrium displacement with increasing the energy gap between the excited and ground state. Last summer, I also worked with Prof. ZZZ on “ground and excited properties of shape‒persistence pyrene macrocycles (a potential dye for organic solar cell due to its rigid framework between donor and acceptor)” employing experiential (Time resolved laser spectroscopy) and computational (Time-dependent DFT) techniques and presented this project on Summer Conference on Organic Chemistry at Memorial.
My previous research in Bangladesh was in the field of experimental environmental chemistry. The goal was to develop suitable low cost adsorbing materials such as crab shell chitosan and iron-based titanium-dioxide from beach sand and compare their performance on removing arsenic and other heavy metals from the contaminated water. I also have experience on applying analytical tools to understand the contamination level of arsenic and other trace elements in soil, water and sludge.
I do enjoy presenting the scientific fact putting the appropriate context in relation to other important issues. I have strong motivation to present my lecture incorporating history, mythology or fiction in science. For example, my recent presentation in chemistry colloquium at Memorial on “artificial light harvesting” was highly appreciated and was awarded first prize.
Besides research, I coordinate regular group meetings and schedule talks for Prof. X research group. I enjoy my undergraduate lab teaching at MUN as a graduate assistant and attended TOGA sessions, a teaching program where admission is limited to the best teaching assistants. I also have experiences in teaching at different institutions. In Dhaka University of Engineering & Technology, I conducted the lab classes for the engineering students and as a lecturer in Dhaka City College, I taught both theory and lab classes for general chemistry. These experiences enhanced my proficiency in maintaining a class as well as in presenting my ideas and communicating scientific principles with my students.
I believe my previous experimental background in Bangladesh, present experience in quantum, and training as a laser spectroscopist under a SWASP position at Memorial would be helpful to explore and make contributions in the field of photochemistry research at University of TTT under the supervision of SSS.
Writer: Mohammad A. Halim
Assistant Professor of Chemistry and Biochemistry at Kennesaw State University
Founder and Member of Trustee Board at The Red-Green Research Centre
আমি ব্যাচেলর পড়ার জন্য ইউএসএতে ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটি তে স্কলারশিপ (পার্টিশাল) পেয়েছিলাম আমি আমার একান্ত নিজের SOP টা শেয়ার করলাম:
Chemistry
STATEMENT
OF
PURPOSE
Since i was a child i have always been i fascinated with seemingly magic power of chemical reaction. As a student of chemistry, i have an avoid interest in synthesizing new and useful compounds for everyday usage. I also greatly enjoy precisely calculating reaction rates and yields the different aspect of chemistry. As well as continually changing requirement of our society most especially in the aspect of environmental field really fascinate me. I particularly love experimenting with the challenges involved in understanding chemistry. As well as its surrounding issues on top of that there are also several career options that are open to me. Including research pharmaceutical management as well as chemical manufacturing industry.
I spent a lot of time thinking about my decision to pursue chemistry. I had idea about it first because it was among my favourite subject afterwards at a fair for higher education. I was able to listen to attended general open days for various subjects. Where i had the chance to visit chemistry departments chatting with undergraduates informally.
I extremely found opportunity in research as very attractive alongside a balance in between pure and applied sciences. Finally i was convinced that chemistry Was really the subject for me because of just enjoy studying it. I have completed work shadowing at a laboratory in our locality. Where i had the chance to team about analytical industrial functions in the chemical laboratory.
Despite popular media depiction chemistry with s more than simply synthesizing novel compound from other compounds. It requires an intimate understanding of concepts from biology, physics and even the management. I have had experience in both the academic and industry aspect of field and i hope to be combine may knowledge from my experiences into a holistic understanding of chemistry and its applications. I believe that graduate degree chemistry will provide me with the hand on opportunities and the guidance i need to improve my scientific skills and pursue my goals of excelling in the industry.
© শাহরিয়ার নাফিজ সজিব
একাডেমিক পেপার রাইটিং এ সহযোগীতা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেসেজ করুন Thesis and Research Papers Support পেজে।
রিসার্চ এবং পেপার রাইটিং নিয়ে অনুশীলন একাডেমি এবং JBRATRC আয়োজন করেছে মাস্টার কোর্স। এনরোল করতে এই লিংকে ভিজিট করুন।