কর্মমূখী শিক্ষাই কর্মসংস্থানের প্রধান সহায়ক – এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত “শ্যামলী টেক্সটাইল ইণ্জ্ঞিনিয়ারিং কলেজ”। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এর তত্ত্বাবধানে এই কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১০ তলা বিশিষ্ট ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র মোহাম্মদপুর এর চাঁদ উদ্যানে অবস্থিত।এটি হলো সুবিশাল আধুনিক উন্নত অবকাঠামো সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস।

কলেজটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং সি.সি ক্যামেরায় আওতাভুক্ত। কলেজটির প্রতিটি ক্লাসে রয়েছে মাল্টিমিডিয়া এবং প্রজেক্টরের সুব্যবস্থা। কলেজটিতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। এখানে রয়েছে একটি অত্যাধুনিক লাইব্রেরি।

 

যেখানে রয়েছে টেক্সটাইল বিষয়ক নানান রকম রেফারেন্স বই তারসাথে রয়েছে সায়েন্স ফিকশন ও শিক্ষণীয় নানা ধরনের গ্রন্থ। এছাড়া লাইব্রেরিতে রয়েছে দৈনিক , সাপ্তাহিক, মাসিক , বার্ষিকসহ নানা ধরনের পত্র–পত্রিকা ও ম্যাগাজিন পড়ার সুবিধা ।

এছাড়াও এই প্রতিষ্ঠানে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। যা নিজের স্কিল ডেভলপ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়াও কলেজটিতে রয়েছে আধুনিক মেশিনারিজ সমৃদ্ধ ল্যাব।যেমন-

  •  Physics LAB
  •  Chemistry LAB
  •  Computer Science & Engineering LAB
  •  Electrical & Electronics LAB
  •  Spinning LAB
  •  Wet Processing LAB
  •  Fabric Manufacturing LAB
  • CAD/CAM LAB
  •  Mechanical Workshop LAB
  •  Fashion Design and Apparel Manufacturing LAB

১০ তলা বিশিষ্ট আধুনিক স্বয়ংসম্পূর্ণ ভবনের গ্ৰাউন্ড ফ্লোরে রয়েছে টেক্সটাইল এর সাথে সম্পর্কিত আধুনিক মেশিনারিজ সংবলিত ল্যাব-

  1. Blow Room
  2. Carding
  3. Drawing Frame
  4. Simplex
  5. Ring Frame
  6. Weaving

এছাড়াও রয়েছে আরো অত্যাধুনিক ভারী মেশিনারিজ।

CSE Labs

  • Programming Lab
  • Database Lab
  • Network & Security Lab
  • Operating Systems Lab
  • Computer Fundamentals Lab
  • Computer Application Lab
  • Read More

EEE Labs

  • Power Sytem & Measuring Lab
  • Electrical Circuit Lab
  • Electronics Lab
  • Electrical Machine Lab
  • PLC Lab
  • Computer Lab
  • Microprocessor Lab
  • Communication Lab
  • Read More

Fashion Design & Apparel Engineering Labs

  • Design Studio
  • Fabric Cutting Lab
  • Pattern Making Lab
  • Fashion Illustrator Lab
  • Apparel Manufacturing Lab
  • Drawing Lab
  • Knitting Lab
  • Textile Lab
  • Read More

এখানে রয়েছে ক্যান্টিন এবং কমন রুমের সুব্যবস্থা। তাছাড়া ক্যাম্পাসের ছাদের একপাশে রয়েছে অধ্যয়নরত ছাত্রীদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা।

এখানকার শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আচরণ খুবই বন্ধুসলভ।এখানে রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক উন্নতমানের হোস্টেল সুবিধা।

এই কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টেক্সটাইল-এর চারটি মূল বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলা হয়।

1. Yarn Manufacturing
2. Fabric Manufacturing
3. Wet Processing
4. Apparel Manufacturing

এই প্রতিষ্ঠান থেকে পাশকৃত কৃতী ছাত্র-ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদপত্র প্রদান করা হয়ে থাকে ।

STEC এর শিক্ষার্থীদের সার্টিফিকেট

শুধুমাত্র লেখাপড়াকে ঘিরেই যে জীবন নয় তা আমরা সকলেই জানি। লেখাপড়ার পাশাপাশি মেধার বিকাশ ঘটানোর জন্য নিজের মধ্যে থাকতে হবে নেতৃত্বদানের দক্ষতা। আর তাই এই বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার্থীদের নেতৃত্বদানের দক্ষতা বৃদ্ধি করার জন্য রয়েছে বিভিন্ন ক্লাব।

  • Career Club
  • Cultural Club
  • Sports Club
  • Tech Club
  • Debate Club
  • Programming club
  • Blood Donate Club

এই কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ডিপার্টমেন্ট ছিল একটি। সেটি হলো টেক্সটাইল। কিন্তু একটি আনন্দের সংবাদ হচ্ছে  আরো তিনটি ডিপার্টমেন্ট সংযুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানে।

নতুন তিনটি ডিপার্টমেন্ট হল-

  1. EEE 50
  2. CSE 50
  3. Fashion Design 30

কাজেই এই প্রতিষ্ঠান এখন আর কোনো দিক থেকে পিছিয়ে নেই। এখন শুধুই অপেক্ষা নবীনদের আগমনের। আগত নবীনদেরকে জানাই অগ্রীম শুভেচ্ছা।

যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে টেক্সটাইল নামটি ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে তাই আমাকে সর্বদা একটি প্রশ্নই করা হয়।
“তুমি কেন টেক্সটাইল পড়ছো?”

আমার উত্তরঃ “বিশ্ববাজারে পোশাক খাতের গুরুত্ব বেড়ে যাওয়ায় এ খাতে নতুন নতুন কাজের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বিষয়ে পর্যাপ্ত দক্ষতা থাকলে ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের জন্য কিছু করার সুযোগ পাব। মূলত এ ধরনের চিন্তাভাবনা থেকেই আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ পড়ছি।”

হোস্টেল

আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী নিজস্ব হোস্টেল সুবিধা রয়েছে। ঢাকা শহরের মত জায়গায় কম খরচে থাকা খাওয়ার সুবিধা একমাত্র স্টেকের হোস্টেলেই আছে।

ছেলেদের জন্য ২ টা ও মেয়েদের জন্য ১ টা হোস্টেল রয়েছে।

প্রতিবছর হোস্টেল এ আয়োজন করা হয় বিদায়ী ভাইবোনদের জন্য হল ফেস্ট। বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। হোস্টেল এ রয়েছে সিনিয়র জুনিয়র ভাতৃত্বপূর্ন সম্পর্ক। যা অচেনা শহরে ফিরে পাওয়া একটি পরিবার।

সম্পূর্ণ র্যাগ, ও ধুমপানমুক্ত হোস্টেল ।

মানসম্পন্ন খাবার পরিবেশনসহ নিরাপদ পানি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।।

ক্যাম্পাসের অতি সন্নিকটে হোস্টলগুলো অবস্হিত।

ঢাকা শহরের প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে অবস্হিত হওয়ায় এখান থেকে ঢাকা শহরের যেকোনো জায়গায় খুব সহজেই যাতায়াত করা যায়।

খরচ

সিট ভাড়াঃ ৩০০০ টাকা
মিলচার্জঃ ২০০০ টাকা

সুবিধাসমূহ

১/প্রত্যেকের জন্য আলাদা বেড ও টেবিল রয়েছে।
২/ ইন্টারনেট
৩/ সর্বোচ্চ সিকিউরিটি

বয়েজ হোস্টেলের আরো ছবি দেখা যাবে এই লিংকে

মেয়েদের জন্য হল সুবিধা

যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে Stec এ আসবে তাদের জন্য রয়েছে নিজস্ব হলের ব্যবস্থা।
এখন আসি মেয়েদের হল সুবিধার বিস্তারিত আলোচনা নিয়ে:

১. মেয়েদের জন্য আলাদা নিজস্ব হলের সুবিধা রয়েছে।

২. মেয়েদের হলটি ক্যাম্পাসের পাশে হওয়ার যাতায়াতে কোনো সমস্যা হবে না। ফলে হল থেকে সহজেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারবে

৩. হলে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা রয়েছে।

৪. ক্যাম্পাসের নিজস্ব হল সুপার সার্বিক তত্ত্বাবধানে থাকেন। থাকা খাওয়ায় যেকোনো সমস্যা থাকলে হলসুপার তৎক্ষনাৎ সমাধান করেন

৫. হলের প্রতি রুমে অনেক জায়গা রয়েছে, আরও আছে আলাদা ডাইনিং এর ব্যবস্থা।

৬. হলের খাবারের মান যথেষ্ট ভলো।

৮.হলে ফ্রিজ, wi-fi , পানির ইলেকট্রিক ফিল্টারের ব্যবস্থাও আছে।

ক্যাম্পাসের আরো ছবি দেখতে পাবে এই লিংকে 

ভর্তি প্রক্রিয়া 

STEC এর ভর্তি প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট এর মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে। প্রযুক্তি ইউনিটের বৈশিষ্ট্য ও ভর্তির বিস্তারিত তথ্য জানতে পড়ুন – ঢাবি প্রযুক্তি ইউনিট অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ভর্তির বিস্তারিত

যোগাযোগ

House # 10, Road # 01, Chand Uddan, Mohammadpur, Dhaka

Admission Office: 01719731407
Information Office: 01907485807
Residence/ Hostel: 01711800572
Academic Help: 01923276192

Phone: +8801907485801, +8801907485802

Website: www.stec.ac.bd || www.stec-edu.org

Email: [email protected]

সংযুক্তিঃ

  1. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 
  2. ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 
  3. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 
  4. নিটার রিভিউঃ 
  5. স্টেক রিভিউঃ 
  6. সিভিল রিভিউঃ
  7. ইইই রিভিউঃ 
  8. সিএসই রিভিউঃ 
  9. টেক্সটাইল রিভিউঃ 
  10. ফ্যাড রিভিউঃ 
  11. Technology Unit Review 

আরও জানতে যোগ দিন DU Technology Unit official admission & Information Desk গ্রুপে।

কোন প্রশ্ন থাকলে এই লেখার নিচে কমেন্ট করুন।