দৃশ্যপট- ১: ১৬ ই জুলাই, ২০১৭।। চন্দ্রা, গাজীপুর।
‘ইন্টিলিজেন্ট ইনভার্টার’ প্রযুক্তির পর এবার ‘আয়নাইজার’ প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ধরনের এসি বাজারে আনছে Walton Hi-Tech Industries Ltd. এ প্রযুক্তি ব্যাবহারের ফলে রুমের বাতাস হবে ধূলো- ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত।
দৃশ্যপট- ২: ১১ই নভেম্বর, ২০১৭।। আশুলিয়া, ঢাকা।
প্রথমবারের মতো Concord Entertainment Company LTD. আয়োজিত ‘এক্সট্রিম কার রেসিং প্রতিযোগিতা’ ৫৬ টি রঙ- বেরঙের রেসিং কারের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়, ফ্যান্টাসিকিংডম এর মাঠে।
দৃশ্যপট- ৩: ১৫ই নভেম্বর, ২০১৭।। আসাদগেইট, ঢাকা।
উদ্ধোধন হয় সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি রেস্টুরেন্টের, যেখানে খাবার সার্ভ করবে মানুষ নয়, বরং মানুষের আদলে তৈরি নীল আর সাদা রঙের বিশেষ ধরনের ‘রোবট’। মেন্যু থেকে খাবার অর্ডার করলেই সেই খাবারটি নিয়ে টেবিলে পৌঁছে যাবে এই বিশেষ প্রযুক্তির রোবট।
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। সেই অগ্রযাত্রার পথে এক বিশাল ভূমিকা পালন করে চলেছে একদল অনুসন্ধিৎসু, চ্যালেঞ্জপ্রিয়, প্রত্যয়ী মানবসম্পদ, একদল Mechanical Engineer.
সভ্যতার ক্রমবিকাশে Steam Engine (10-70 A.D) আবিষ্কারের মধ্য দিয়ে মূলত Engineering অর্থাৎ Mechanical Engineering এর সূচনা। এজন্য Mechanical কে অনেক সময় Mother of Engineering বা Root of Engineering ও বলা হয়ে থাকে। এবং এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত ইঞ্জিনিয়ারিং- য়ের যে ক্ষেত্রটি, সেটিও কিন্তু এই প্রাচীন Mechanical Engineering.
যন্ত্রকৌশল বা Mechanical Engineering মূলত বিভিন্ন Mechanical System এর Design, Analysis এবং Manufacturing সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং। Mechanical Engineering কে HVAC, Mechatronics এবং Manufacturing এই তিনটি মেজর সেক্টরে ভাগ করা যায়।
Heat, Ventilation,
Air Conditioning & Refrigeration কে একসাথে HVAC বলা হয়ে থাকে। এটা মূলত Fluids, Thermodynamics এবং Heat transfer এর ওপর ভিত্তি করে যানবাহন কিংবা বাসঘরের Comfort নিশ্চিত করে। এর মাধ্যমে বৃহৎ অ্যাপার্টমেন্ট, গাড়ি, বাণিজ্যিক ভবন, বাসা, হাসপাতাল, হোটেল ইত্যাদি জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
Mechatronics হচ্ছে Mechanical Engineering, Electronics এবং Computer Engineering এর কম্বিনেশন। রোবট তৈরির সময় রোবটের স্ট্রাকচার তৈরির পাশাপাশি প্রোগ্রামিং এবং সার্কিটিং ও জানতে হয়। এজন্য মেকানিক্যল ইঞ্জিনিয়ারদের সার্কিট এবং প্রোগ্রামিং নিয়েও পড়াশোনা করতে হয়।
Manufacturing একটি বিস্তৃত ক্ষেত্র। এখানে design, analysis এবং material সিলেকশন এর ওপর ভিত্তি করে বিভিন্ন সিস্টেমের manufacturing process নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
Mechanical Engineer দের জন্য দেশে এবং দেশের বাইরে বিস্তৃত কর্মক্ষেত্র পড়ে থাকা সত্ত্বেও অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে, দেশে নাকি মেকানিক্যাল এর চাকরি নাই। শোনা কথায় কান না দিয়ে একবার bdjobs এ ঢুঁ মেরে আসো প্লিজ। তারপরও একটু বলে দেওয়া ভাল, Mechanical এর সবগুলো সাব- ডিসিপ্লিন এর জব সেক্টর নিয়ে বললে শেষ করা যাবে না। শুধুমাত্র HVAC সেক্টর নিয়ে যদি বলি, তবে বাংলাদেশে যেসব তোমার জন্য রয়েছে-
– WALTON Hi- Tech Industries LTD.
– PRAN RFL LTD.
– British American Tobaco Bangladesh
– Chevron Bangladesh
– HVAC Systems LTD.
– AMAZE Corporation LTD.
– OBSIDIAN
– Landmark Bangladesh LTD
– United Summit Coastal Oil
– Bright Green Energy Foudation
– The AIRCONS LTD.
– E- Cool Resources LTD
– New G Boiler LTD
– Swiftex Situation
– Transpower Engineering Corporation
– Crossing Point Limited
– Ecobit Limited
– EMACO Engineering of Technology
এরকম অসংখ্য প্রাইভেট কোম্পানি। যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, তাও করতে পারো মেকানিক্যাল পড়ে।
তোমার জন্য রয়েছে-
– BCS (Technical)
– BAPEX
– Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)
-Bangladesh Power Devolopment Board (BPDB)
– Bangladesh Rural Electrification Board (REB)
– Power Grid Company of Bangladesh Limited (PGCB)
– Electricity Generation Company of Bangladesh (EGCB)
– Petro-Bangla
এরকম অসংখ্য জায়গায় লোভনীয় বেতনে চাকুরী করার সুযোগ।
এছাড়াও ‘বস্ত্র’ রপ্তানিতে পৃথিবীর শীর্ষ অবস্থানে থাকা আমাদের এই বাংলাদেশে রয়েছে অসংখ্য টেক্সটাইল কোম্পানি, যেগুলোতে প্রতিবছর প্রায় কয়েকহাজার Mechanical Engineer নিয়োগ করা হয়ে থাকে। স্মার্ট স্যালারীতে Textile sector এ ক্যারিয়ার গড়তে চাইলে Mechanical Engineering পড়ে তুমি জয়েন করতে পারো-
– DBL group
– Noman group
– NASSA group
– Beximco Textile
– Square Textile
– Sinha group
– Thermax group
– Viyellatex group
– Knit Concern group
– Sunman group
– Tanz Apparels
– East Bengal International
– One Tex BD Limited
এরকম অসংখ্য National, Multinational & International কোম্পানিতে।
মেকানিক্যাল ইঞ্জিয়ারদের জব স্যালারীর ব্যাপারে ধারণা দেওয়ার জন্য (money.usnews) এর তথ্যটুকু তুলে ধরা যেতে পারে-
BLS (Bureau of Labour Statistics) এর তথ্যমতে ২০১৫ সালের হিসাব অনুযায়ী, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর গড় বেতন $83,590. একইসাথে ওইবছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ বেতন ছিল $128,430 এবং সর্বনিম্ন বেতন $53,640.
আমাদের দেশে একটা বড় misconception হচ্ছে, মেয়েরা নাকি Mechanical পড়তে পারে না! অথচ USA এর বিভিন্ন ইউনিভার্সিটিতে Mechanical Faculty তে মেয়েদের পারসেন্টেজ প্রায় ৩৫-৪০%, যা ২০২০ সালের দিকে ৪৫-৪৬% -য়ে গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে পূর্বের রেকর্ড অনুযায়ী। এর প্রধাণ কারন Mechanical এ Research সেক্টর সবচেয়ে বেশি।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, Mechanical Engineering এমন একটা সাবজেক্ট যেটা পড়ে তুমি চাইলে CSE, EEE, IPE, Chemical, Civil, Petroleum Engineering রিলেটেড অনেক জবও করতে পারবা। কারণ মেকানিক্যাল এ তুমি পাচ্ছো নিম্নোক্ত বিষয়গুলোর ওপর রিসার্চ এবং হায়ার স্টাডিজ এর সুযোগ-
– Acoustical engineering
– Aerospace engineering
– Automotive engineering
– Biomechanics
– Biomedical engineering
– Computational fluid dynamics
– Fluid dynamics
– Finite element analysis
– Friction stir welding (FSW)
– Green and Sustainable Technologies
– HVAC
– Heat transfer
– Industrial gas
– Industrial engineering
– Mass transfer
– Materials science
– Manufacturing process
– Mechatronics
– Metallurgy
– Microfluidics
– Marine engineering
– Nanotechnology
– Natural gas processing
– Nuclear reprocessing
– Neuclear engineering
– Ocean Engineering
– Oil exploration
– Oil refinery
– Power control system
– Power generation
– Process control
– Process design
– Process development
– Process engineering
– Production engineering
– Renewable energy
– Safety engineering
– Semiconductor device fabrication
– Syngas production
– Textile engineering
– Thermodynamics
– Transport phenomena
– Unit operations
– Water technology
তবে যতটা সহজসাধ্য মনে হচ্ছে, Mechanical কিন্তু মোটেও ততটা সহজ না। এবার চলো কিছু বাস্তব চিত্র তুলে ধরা যাক-
সপ্তাহে চারটা ল্যাব থাকবে, চারটা ল্যাব মানে চারটা ‘ল্যাব রিপোর্ট’ (ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে প্যারাদায়ক জিনিস)। সাথে অ্যাসাইনমেন্ট, ক্লাসটেস্ট, কুইজ, ভাইভা। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা শিডিউলের ক্লাস করতে করতে প্রায়ই মনে হবে আবার বোধহয় ‘কিন্ডারগার্ডেন’ -য়ে ভর্তি হয়ে গেলাম। Mechanical Engineering Drawing প্যারার আরেকনাম, দুপুর ২ টা থেকে শুরু হবে সন্ধ্যা ৭ টা বেজে গেলেও যেতে পারবা না, যদি না ড্রয়িং কমপ্লিট হয়। বেশ কয়েকটা Math এর কোর্স করতে হবে, যেখানে তুমি বুঝবা কম মুখস্থ করবা বেশি। কারণ বুঝে বুঝে করতে গেলে আর যাই হোক সময়মত পাস করে বের হওয়া লাগবে না। তারপর আসবে Mechanics, এখানে তুমি পুরোপুরি বুঝতেও পারবা না, মুখস্থও করতে পারবা না। Thermodynamics পড়তে পড়তে একসময় কনফিউজড হয়ে যাবা, তুমি কোন ‘সিস্টেম’ -য়ে আছো। প্রতিনিয়ত সার্ভাইভ করে যেতে হবে মেকানিক্যাল পড়তে হলে। এজন্য ‘Passion’ জিনিসটা খুব জরুরী, Engineering বিশেষ করে Mechanical Engineering এর জন্য। Passion থাকলে এই পেইন গুলা তোমার কাছে খুব একটা পেইন মনে হবে না, বরং একটা ভাললাগা কাজ করবে পুরো ব্যাপারটার প্রতি। আর এই ভাল লাগাটাই তোমাকে গড়ে তুলবে একজন আদর্শ Mechanical Engineer হিসেবে।
এবার জেনে নেওয়া যাক, SUST Mechanical Engineering সম্পর্কে-
সাস্ট ক্যাম্পাসে ২০১৫ সালে প্রথম ব্যাচ নিয়ে Mechanical Engineering এর যাত্রা শুরু। বর্তমানে দুইটা ব্যাচ রানিং, এবং এবছর তৃতীয় ব্যাচ ভর্তি হবে। মেজর কোর্সগুলোর জন্য ডিপার্টমেন্ট এর তিনজন স্যার রয়েছেন। এছাড়াও IPE ডিপার্টমেন্ট এর বেশ কয়েকজন স্যারের ব্যাকগ্রাউন্ড Mechanical হওয়ায় উনারাও কয়েকটা কোর্স নিয়ে থাকেন। তবে, ২০১৮ সালের জানুয়ারি তে Mechanical Engineering ডিপার্টমেন্ট য়েই দুইজন নতুন শিক্ষক সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ওইবছরই জুলাইয়ে আরো দুইজন নতুন শিক্ষক জয়েন করবেন। ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে চিন্তার কোনো কারন নেই, মেকানিক্যাল এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন ল্যাব যেমন- Drawing Lab, Welding & Foundry Workshop, Machine Shop, Computer Lab, Circuits lab, CAD/CAE Lab, Simulation Lab, Thermodynamics Lab, Metallurgy Lab, Solid Mechanics Lab, Fluid Mechanics Lab, Automation Lab ইত্যাদি সকল ল্যাবই সাস্টে অনেক আগে থেকেই আছে এবং এই ল্যাবগুলো থেকে সাস্টের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই পারস্পরিকভাবে ল্যাব সুবিধা নিচ্ছে। এছাড়াও শুধুমাত্র Mechanical Engineering স্টুডেন্টস দের জন্য A building এর নিচতলায় নতুন দুটি ল্যাব তৈরি হয়েছে, যেগুলো একজন মেকানিক্যাল শিক্ষার্থীর ৩য় এবং ৪র্থ বর্ষে প্রয়োজন হবে। মোটকথা, ৪র্থ বর্ষ পর্যন্ত ল্যাব ফ্যাসিলিটিস এর কোনো কমতি হবে না SUST Mechanical এ।
পড়াশোনার বাইরে Extra Curricular Activities -য়েও SUST Mechanical এর শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। Mechanical Engineering Association of SUST-MEAS কর্তৃক আয়োজিত ‘Mechnovation- 2017’ ছিল সাস্ট ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টিকারী প্রোগ্রাম। এছাড়াও বিভিন্ন সময়ে MEAS আয়োজন করেছে Mecha SUST Indoor Tournament, Badminton Tournament. ইন্টার সাস্ট ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টগুলোতে মাত্র দুইটা ব্যাচ নিয়ে বেশ কয়েকবার কোয়ার্টার ফাইনাল ও সেমিনাল ফাইনাল পর্যন্ত লড়েছে তারা। এবং সম্প্রতি EEE ডিপার্টমেন্ট আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে SUST Mechanical.
যদি অন্তরে থাকে যন্ত্রের এর প্রতি হালকা একটু টান, বুকে থাকে চ্যালেঞ্জ নেবার সাহস, প্রকৃতিকে চেনার আর তার কলাকৌশল জানার একটু অদম্য ইচ্ছা, তবে তোমার জন্য অপেক্ষায় আছে ইঞ্জিনিয়ারিং- য়ের সবচেয়ে প্রাচীন ও বিস্তৃত শাখা Mechanical Engineering.
Welcome to the word of Mystery & Machinery’s.
Here we belive, “Creativity and Innovation are the driving forces for meaningful change!”
Best of luck!
Mechanical Engineering, SUST