অ্যাডমিশনের সময়ে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আমাদের সবাইকে যে বিড়ম্বনায় পড়তে হয় সেটা হল সাবজেক্টটার সিলেবাস জানা, সেখানে কি কি পড়ায় সেটা জানা । এগুলা না জেনে, না বুঝে অথবা ঝোকের বশে পাশের বাসার অ্যান্টির ছেলে মেকানিকালে পড়ছে দেখে আমিও পড়ব এমনটা ভেবে কোন সাবজেক্ট চয়েস করাটা নিজের ক্যারিয়ারটার বারোটা বাজানো ছাড়া আর কিছুই নয় । কুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলার মধ্যে অন্যতম ।অনেকেই চিন্তা ভাবনা করছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার । সেজন্যেই এই পোষ্টে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিলেবাসের পিডিএফ লিঙ্ক দিলাম । আর সাথে ১ম বর্ষ ১ম সেমিস্টারে কেমন কি পড়ায় তার ছোট খাটো একটা বিবরণ দেওয়ার চেষ্টা করি। তাতে যদি কোনো একজনেরো উপকার হয়, ভাল লাগবে ।
যাহোক,কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ১-১ (১ম বর্ষ ১ম সেমিস্টার) এ টোটাল ২০.৭৫ ক্রেডিট পড়ানো হয়। ক্রেডিট ডিভিশনের ছবি ১ম কমেন্টে দিয়ে দিলাম । এবার আসা যাক কোন কোর্সে কি পড়ায় সেটা নিয়ে।
Engineering Chemistry (3 credit):
এখানে মূলত জৈব যৌগের পলিমার , রাবার, করোশোন, কলয়েড এবং পেপার, সিমেন্ট, গ্লাস,চিনি, সিরামিক এগুলার ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফাকচারিং প্রসেস পড়ানো হবে ।
Humanities (3 credit):
মানবিক বিভাগে অনেক গুলা বিষয় আছে। ১-১ এ এখানে ইংলিশ পড়ানো হয়। আহামরি কঠিন কিছু না। বেসিক গ্রামার, কম্পোসিশন এগুলাই করানো হয়। তবে কম্পসিশন এর মধ্যে লিস্টিং পারাগ্রাফ, কন্ট্রাকশন পারাগ্রাফের মতো কিছু নতুন জিনিস পেতে পারো ।
Math (4 credit) :
ম্যাথে তোমাকে মূলত ক্যালকুলাস করানো হবে । অন্তরীকরণ , যোগজীকরণ এর ভেতরের কিছু টপিক যেগুলা তোমার কাছে নতুন লাগতে পারে । অন্তরীকরণের মধ্যে পর্যায়ক্রমিক, আংশিক, সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়, অভিলম্ব , স্পর্শক এই জিনিস গুলা পাবা। আর যোগজীকরণে ইম্প্রপার ইনটিগ্রাল, ইমপ্লিসিট ফাংশন, বেটা গামা ফাংশন , এরিয়া ভলিউম নির্ণয় , রিডাকশন ফর্মুলা এগুলা পাবা।
তোমরা যারা নিজেদের তুখোড় গনিতবিদ ভেবে আসছ, এমনকি অলিম্পিয়াড কাপায়ে ফেলছ, মেডেল দিয়ে শোকেস ভরে ফেলেছ , তাদের বলছি , এহম! এহম ! সংবিধিবদ্ধ সতর্কীকরণ ! নিজের সম্পর্কে ধারণা অতি দ্রুত বদলাতে যাচ্ছে (  )।
এবার আসা যাক , ডিপার্টমেন্টের সাবজেক্টগুলোতে ।
Thermal Engineering (3 credit) :
এখানে তোমাকে জ্বালানি কি, কয় ধরনের হয়, কোন গুলাতে কেমন কি কাজ হয়, কোন গুলা ব্যবহার করা ভাল ইত্যাদি পড়ানো হবে । তারপর কোন জ্বালানি কিভাবে পুড়ালে কি পরিমান শক্তি পাবা তার কিছু হিসাব কিতাব আছে এখানে। এখানে তোমাকে ইঞ্জিন কত প্রকার,কি কি,কোনটা কোথায় ইউজড হয়, কোনটা বেশি কার্যকর এগুলা শেখানো হবে । তারপর বয়লার নামে নতুন একটা জিনিসের সাথে পরচিত হবা। এটা সম্পর্কে এমন বিস্তারিত জানবা ।
Manufacturing Process (4 credit):
তোমরা কি ওয়েল্ডিংএর নাম শুনছো কেউ? শুনে থাকতে পার । কিন্তু মোটামুটি দেখেছো সবাই। কখনো ঝালাই-এর দোকানে যেয়ে দেখবা যে, যে লোক কাজ করছে সে মুখের সামনে একটা শিল্ড নিয়ে হাতের একটা যন্ত্রকে বার বার লোহাতে স্পর্শ করতেসে আর সাথে সাথে স্পার্ক হচ্ছে। দেখেছো না? তোঁ এটা কেই ওয়েল্ডিং বলে। এটা অনেএএএএএএক রকম হয়, সেগুলা তোমাকে পড়ানো হবে । তারপর তোমরা পড়বা হল কাস্টিং । এখন কাস্টিং কি ? সহজ কথায় বললে কাস্টিং হচ্ছে চিতুই পিঠা বানান । কোনো ধাতু গলানোর পর সেটাকে একটা ছাঁচে রেখে নতুন একটা জিনিস বানানটার প্রসেসকেই কাস্টিং বলে । তোঁ এটাও অনেক রকম হয়। এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবা এখানে ।
এছাড়া লেদ মেশিন, বিভিন্ন মেটাল কাটিং মেশিন , মেটাল কাটিং প্রসেস এবং মেটাল কাটার পর যে উচ্ছিষ্ট অংশ (যেটাকে চিপ বলে আর কি!) ওটা নিয়েও বিস্তারিত জানতে পারবা।
এই তোহ! আমি নিজে যতটুকু যা বুঝছি বলার চেষ্টা করসি । আর যেহেতু পরের সেমিস্টারে এখনো যাইনি , তাই সেগুলা বলার সুযোগ নাই ।
তাইলে আর দেরি কিসের ! চলে আস কুয়েট মেকানিকালে ।অপেক্ষায় রইলাম তোমাদের ।
জিও
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’১৬, কুয়েট