চলে গেলেন প্রথম বাংলা ফন্টের নির্মাতা
১৯৮৫ সালে এই বাংলার লোকজন কম্পিউটার চিনতেন কী না বা চিনলেও কয়জন চিনতেন, সেটি নিয়ে রীতিমত গবেষণা হতে পারে। অথচ সেই সময়েই কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার 'শহীদলিপি' তৈরি করেন এক বাংলাদেশি। ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি নিজের উদ্ভাবিত সেই বাংলা ফন্ট শহীদলিপি দিয়ে মাকে প্রথম চিঠি লিখেছিলেন মানুষটি। পরে শহীদলিপি ব্যবহার করে তারকালোক এবং [...]