বন্যার জটিল পাঠ, সহজ করে পর্ব-৩
বাংলাদেশ নামের ভৌগলিক এলাকাটি গাঙ্গেয় ব-দ্বীপের মূল ভূখণ্ড। গঙ্গা নদীর বয়স প্রায় পাঁচ কোটি বছর -- এই এতোটা সময় ধরে নদীটি হিমালয় থেকে পাথর-নুড়ির ক্ষুদ্রতম ভগ্নাবশেষ ভাসিয়ে নিয়ে বাংলাদেশের উপর দিয়ে সাগরে যাচ্ছে। গাঙ্গোত্রী নামের গ্লেসিয়ার থেকে যাত্রা করে এই নদী ২,৫২৫ কিলোমিটার পথ পাড়ি দেয়। যদিও গঙ্গোত্রী থেকে উৎসারিত নদীটিই মূল ধারা, এর [...]