বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মানদণ্ড হলো গবেষণা
কামরুল হাসান মামুনঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে কি? অন্যসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের পার্থক্য হলো এখানকার শিক্ষকরা দুটো চাকুরী করে ১। শ্রেণীকক্ষে পড়ানো এবং ২। গবেষণা। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণীকক্ষে পড়ানো ছাড়াও ছাত্রদের গবেষণা করানো এবং শেখানোও একটি উল্লেখযোগ্য কাজ। যদিও শিক্ষকতা বললে আমাদের মানসপটে শ্রেণীকক্ষে পড়ানো ভেসে উঠে তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ [...]