আদি বুড়িগঙ্গাকে সাজাতে নতুন পরিকল্পনা: পরামর্শক প্রতিষ্ঠান MIST
সত্তর দশকের শেষেও মোহাম্মদপুরের সাতমসজিদের পাশেই ছিল বুড়িগঙ্গা নদী (বাঁয়ে), দখলে বিপর্যস্ত নদী এখন হারিয়ে ফেলেছে আদি চ্যানেল - ছবিঃ সংগৃহীত বুড়িগঙ্গা ফিরবে ১৯২৬ সালে সাড়ে ৭ কিলোমিটার অংশ হাতিরঝিলের চেয়ে আধুনিকভাবে সজ্জিত হবে। নদীর দু'পাশে থাকবে বিনোদন কেন্দ্র উন্মুক্ত স্থান সবুজবেষ্টনী ভরাট হওয়া বুড়িগঙ্গা নদীর প্রায় সাড়ে সাত কিলোমিটার অংশকে পুরোনো চেহারায় ফিরিয়ে [...]