লো সিজি হওয়ার সাথে কেন সিজি লো, সেটা বেশ গুরুত্বপূর্ণ
কামাল, জামাল ও মফিজ তিন ক্লাসমেট। ভার্সিটিতে ঢুকেই কামাল কনটেস্ট প্রোগ্রামিং করা শুরু করে। শুরুতে খুব বেশি ভালো না পারলেও তার প্রবলেম সলভিং করতে বেশ ভালো লাগে। একবার ব্লু কোডার হওয়ার পর থেকে তার প্রোগ্রামিংয়ের নেশা পেয়ে যায়। সে রেড কোডার হওয়ার স্বপ্ন দেখা শুরু করে আর দিনরাত কোডিং করতে থাকে। পরীক্ষার আগের রাতেও [...]