ভাইজান ও বোইনেরা! এর আগে হাজারবার কইছি, বাঁইচা থাকতে দুইডা জিনিস লাগে – এক হইলো অক্সিজেন আর এক হইলো Excel!

Excel এর সেরা বই Excel for Dummies এর লিংক ও দিছি আগে! সবাই লাইক কমেন্ট করছেন, লেকিন কয়জন বই নামাইয়া প্রিন্ট কইরা কাজে লাগাইছেন তা কে জানে!?🤬🤬🤬🤬

যদি মোটামুটি Excel এর বেসিক জ্ঞান থাকে, যদি প্রফেশনাল জীবনে বাঁচতে, উপরে উঠতে আর ডিসিশন মেকিং লেভেলে যাইতে চান তাইলে এই লন Excel এর Ultimate Treasure বা আলিফ লায়লা গুপ্তধন🏆🏆🏆🏆! আপলোড দিলাম একটা জিপ ফোল্ডারে! তা কি সোনা দানা আছে এইডাতে?!

🔷 Excel এর যত্ত রকম শর্টকাট আছে তা – ফাইল, রিবন, নেভিগেশন থিকা শুরু কইরা ডাটা, ফর্মেটিং আর ফর্মূলা – সব ছবি সহ! This can’t get better than this! ২৩ পৃষ্ঠা খালি শর্টকাট ই!!!😯😯😯

🔷 আর আছে একটা Excel file – মোট ১০২ রকমের ফর্মূলা + ফাংশন, সব উদাহরণ সহ! প্রত্যেকটা ফর্মূলা টাইপ আকারে আবার ভাগ করাঃ
IS/Conditional/Math/Find & Search/Lookup/Ref/Date & Time/ Misc/Rank/Logical গ্রুপে ভাগ করা!

প্রত্যেকটা ক্লিক কইরা উদাহরণ সহ শিখা নেন। নেট এ এর চেয়ে ভালো জিনিস আর নাইরে ভাই!

ভাইরে – কম খরচে পুষ্টিকর খাবার দিলাম! তাড়াতাড়ি নামাইয়া নেন। প্রথমটা প্রিন্ট করবেন আর পরের টা কম্পিউটারেই প্র‍্যাকটিস করবেন! নিজে বা গ্রুপে বা ক্লাশে। প্লিজ! 🙏🙏🙏

#নোটঃ এইগুলা করার আগে Excel basics টা ১৫ দিন ধইরা ঝালাই কইরা নেন। নাইলে বুঝতে কঠিন হবে।

Learn Excel, learn shortcut, learn formulas and functions. মাত্র ২ মাস দরকার, আরামে ২ মাস। বহুত ঘুমাইছেন, সময় নষ্ট করছেন। এখন ইট্টু জাগেন!

Excel in EXCEL (else stop breathing voluntarily)🤓🤓🤓🤓🤓

Happy Excelling!📯📯📯📯

https://drive.google.com/file/d/1XzQYUxe_4i0oNSz04qtfqI9TavI_pc5v/view?usp=sharing

To Your Successful Life!

শাব্বির আহসান Shabbir ahsan

Writer: Shabbir Ahsan,

Operations Advisor, World Bank,Bangladesh Section,

Former Major, Bangladesh Army.

MBA from IBA,DU,

BSc(eng) in CE, BUET

লেখকের আরো লেখা পড়ুনঃ

[শাব্বির আহসান। সোশ্যাল একটিভিস্ট।

জন্ম অক্টোবর ১৯৬৮। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বুয়েটে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ-ও করেন ম্যানেজম্যান্ট ও ফিনান্সে। শিক্ষাজীবন শেষে সেনাবাহিনীতে যোগ দেন।

শাব্বির আহসান Shabbir ahsan

সেকেন্ড লেফটেন্যান্ট শাব্বির আহসান

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এ মেজর অবসর গ্রহণের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন, অংশগ্রহণ করেছেন প্রথম উপসাগরীয় যুদ্ধে (গালফ ওয়্যার, ১৯৯০-১৯৯১)।

এছাড়াও তিনি দীর্ঘদিন সাফল্যের সাথে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষার মিশনে কাজ করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর শাব্বির আহসান লেখালেখিতে আগ্রহী হন।

অবশ্য এর পূর্বে কিছুকাল কর্পোরেট জগতেও পদচারণা ছিল তার। বিশ্বব্যাংকের একটি প্রকল্পে কাজ করেছেন পরামর্শক হিসেবে। এসময় তিনি প্রচুর বই পড়তেন। পাশাপাশি অব্যহত রেখেছিলেন দেশ-বিদেশে ভ্রমণ।

বাবা ছিলেন বুয়েটের প্রথম ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার, মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলায় মাস্টার্স।

স্ত্রী ফাহিমা রুশদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনােবিজ্ঞানে পড়াশােনা করেছেন আর কন্যা ফাইজা পড়াশােনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েই অর্থনীতিতে।

বই পড়তে অত্যন্ত ভালােবাসেন আর ভালােবাসেন দেশে-বিদেশে ঘুরতে। ফেসবুকে লেখালেখি করেন।

সোশ্যাল মিডিয়াতে হাজারো তরুনের মেন্টর। পড়তে, চিন্তা করতে ও লেখালেখি করতে ভালোবাসেন]