Covid-19 এর প্রাদুর্ভাব বাড়ার পর থেকে “ভেন্টিলেটর” শব্দটি প্রায়ই শুনা যাচ্ছে ।কিন্তু আমরা অনেকেই এর ব্যবহার সম্পর্কে তেমন একটা জানি না। তাই বিভিন্ন প্রশ্ন যেমন :কখন এটি ব্যবহার করা জরুরী হয়ে পড়ে এবং এর কার্যপ্রনালীই বা কেমন ইত্যাদি আমাদের মাথায় ঘোরপাক খায় । চলুন এবার জেনে নেয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর।

ভেন্টিলেটর আসলে কি?

যদি কোন ব্যক্তির (রোগী) ফুসফুস শরীরের চাহিদার তুলনায় অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করতে না পারে তখন ফুসফুসের কার্যঅক্ষমতার বিচারে এই ভেন্টিলেটর রোগীর শ্বাস প্রশ্বাসের কাজটা করে দেয়।

ভেন্টিলেটর কত প্রকার?

ভেন্টিলেটরেরও প্রকারভেদ রয়েছে।
এক .মেকানিকাল ভেন্টিলেশন
দুই . নন ইনভেসিভ ভেন্টিলেশন

ভেন্টিলেটর কিভাবে কাজ করে?
কিভাবে কাজ করে তা জানতে হলে পরিচিত হতে হবে একটি বিশেষ যন্তরের সাথে ।হিউমডিফায়ার হলো এমন এক যন্ত্র যার কাজ দেহের তাপমাত্রারর সাথে মিল রেখে বাতাস ও জলীয়বাষ্প শ্বাসনালীর মধ্য দিয়ে রোগীর দেহে প্রবেশ করানো । এই হিউমডিফায়ার যে ভেন্টিলেটরের গুরুত্বপূর্ণ অংশ তা বললে ভুল হবে না ।

Ventilator

শ্বাসকষ্টজনিত সব রোগীর ক্ষেত্রে ভেন্টিলেটর ব্যবহারের প্রয়োজন ততটা নেই । শুধুমাত্র আই সি ইউ তে নিয়ে যাওয়া রোগীদের বিশেষ অবস্হার প্রক্ষিতে মেকানিকাল ভেন্টিলেশন দ্বারা কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্হা করা হয় ।

– শাহরিয়ার সিফাত
রুয়েট