পৃথিবী যেমন তার কক্ষপথের ওপরে ঘূর্ণন থামিয়ে রাখেনি তেমনি প্রযুক্তির বিকাশ ও থেমে নেই। আমরা সবাই এখন কমবেশি WiFi এর সাথে পরিচিত।

চিন্তা করুন তো যদি এমন কিছু আপনি হাতে পেয়ে বসেন যার মাধ্যমে একই সময়ে আপনি WiFi এর থেকেও বেশ কয়েক গুণ পর্যন্ত বেশি ডাটা ট্রান্সফার করতে পারবেন। বিষয়টা দারুন না ?

চিন্তার কোনো কারণ নেই বিজ্ঞান আপনার জন্যে নিয়ে এসেছে LiFi প্রযুক্তি। আধুনিক যুগে প্রযুক্তির আরো একটি অন্যতম আবিষ্কার হলো LiFi যার পূর্নরূপ হলো: Light Fidelity ।

নাম শুনেই বোঝা যাচ্ছে এর সম্পর্ক লাইট এর সাথে সম্পর্কিত। চিরাচরিত WiFi রেডিও ফ্রিকোয়েন্সি ব্যাবহার করে ডাটা ট্রান্সফার করে, কিন্তু LiFi এদিক থেকে সম্পূর্ন আলাদা।

LiFi ডাটা ট্রান্সফার করে আলোর মাধ্যমে। ডাটা ট্রান্সফার এর জন্যে একটি আলোর উৎস এবং সেই আলো রিসিভ করার জন্যে একটি চিপস দরকার হয় যা আপনার তথ্য আলোক তরঙ্গের মাধ্যমে ট্রান্সফার করবে ।

আমাদের আলোর বেগ সম্পর্কে কমবেশি সবার ই একটা ধারণা আছে। তাহলে চিন্তা করেন LiFi এর মাধ্যমে আপনার ডাটা এখন আলোর বেগে ট্রান্সফার হবে। প্রফেসর হারাল্ড হস ২০২১ সালে এই প্রযুক্তিকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেন এবং বর্তমানে এটি উল্লেখযোগ্য গতিতে বাজারে ছড়িয়ে যাচ্ছে ।

এই প্রযুক্তি এখন শুধু মাত্র বিশ্বজয়ের অপেক্ষায়। এটা নিশ্চিত ভাবেই বলা যায় যে আগামী কয়েক বছরের মধ্যেই WiFi এর জায়গা দখল করে নিবে LiFi আর তখন আপনি আপনার চারপাশের আলো দিয়ে সহজেই তথ্য আদান প্রদান করতে পারবেন তাও আবার আলোর গতিতে।

Writer: মোঃ আরিফুল ইসলাম