তথ্য উপস্থাপন, স্কিল ডেভেলপমেন্ট বা সচেতনতা বৃদ্ধি- যে কোন কিছুর উপরেই অয়ার্কশপ আয়োজন করা যায়।
কিভাবে অয়ার্কশপ আয়োজন করবেন বা তার প্রস্তুতি ই বা কি সে নিয়ে আজকের লেখা-
★প্রয়োজনীয় উপকরণ- একটি সাদা কাগজ এবং কলম।
একটি ছক আকুন। হেডিং দিন-
-টপিক
– বিশ্লেষণ
– এক্টিভিটি বা লার্নিং স্টাইল
-সময়
-উপকরন
★ আপনার অয়ার্কশপ এ অংশগ্রহণকারী দের কি শেখাতে চান:
দিন শেষে আপনার পার্টিসিপ্যান্ট রা কি জানল বা শিখল তা নির্ধারণ করুন।
ধরুন- পডকাস্ট যদি আপনার অয়ার্কশপ এর বিষয় হয় তাহলে ৩-৪টি লার্নিং আউটকাম ঠিক করুন।
>পডকাস্ট এবং বাংলাদেশে এর ভবিষ্যৎ
>এর দ্বারা আয়ের পথ
>পডকাস্ট চ্যানেল কি করে জনপ্রিয় করে তোলা যায়।
এ রকম লার্নিং আউটকাম আপনার অংশ গ্রহণ কারীদের জন্য ও সহজ করবে যে তারা আসলে এগুলো জানতে চায় কি না
★আপনার অডিয়েন্স কারা,তা জানুন-
কারা অংশ নিচ্ছে?
কেন নিচ্ছে?
আগে এ সম্পর্কে তারা জানে কি না?
এ ধরনের প্রশ্ন এর উত্তর আপনার অয়ার্কশপ কে কার্যকারি করে তুলতে সাহায্য করবে।
★লার্নিং আউটকামে কি জানাতে চান-
প্রতি আউটকামের জন্য তিন টি করে সাব হেডিং রাখুন।
★ কোন উপায়ে বা কোন এক্টিভিটি র মাধ্যমে শেখাতে চান-
লার্নিং স্টাইল বা এক্টিভিটি বিভিন্ন রকম হয়ে থাকে-
>প্রেজেন্টেশন : স্লাইড/ফ্লিপ চার্ট/ভিডিও।
আপনার স্পীকার বা গেস্ট স্পীকার এর সাথে বসে আলোচনা করে জেনে নিন।
> গ্রুপ ডিস্কাশন – প্রশ্ন ছুড়ে দিন। সবার উত্তর নিন।
> স্মল গ্রুপ এক্টিভিটি- ছোট ছোট দলে ভাগ করে টাস্ক দিন।
> পেয়ার ডিস্কাশন – দুজনের দলে কিছু টপিক দিন। পরে সবার সামনে তুলে ধরতে বলুন।
>ইন্ডিভিজুয়াল এক্টিভিটি।
★টাইম ম্যানেজমেন্ট –
প্রতি টা সেগমেন্ট এ কি পরিমান সময় লাগবে তা ভাগ করুন।
বাড়তি ৫/৬মিনিট বরাদ্দ রাখুন প্রতি সেগমেন্ট এর জন্য।
★উপকরণ – স্লাইড,পেন ড্রাইভ, কলম,মার্কার, কাগজ,হ্যান্ড আউট- সব উপকরণ এর লিস্টি বানান।
★কন্টেন্ট : সব চেয়ে জরুরি!
আপনি স্পীকার এর সাথে বসে জেনে নিন। রিপিটেশন যাতে না হয়,লক্ষ্য রাখুন।
★ব্রেকটাইম/রিফ্রেশ্মেন্ট/ স্ন্যাকস :
পার্টিসিপ্যান্ট দের উদ্যম ধরে রাখতে এ অংশ কে বিশেষ ভাবে জোর দিন।
★ রিভিউ /ফিডব্যাক – ই মেইলে নিতে পারেন।
তাতক্ষনিক নিতে পারেন।
★ভেন্যু র ব্যাপার এ মনোযোগ দিন।
লিংকঃ
https://knowhownonprofit.org/…/how-to-design-a-training-wor…