ভাইরে!!! আপনে BUET/Engineering এ চান্স পান নাই? – Congratulations!
মেডিকেল এ বাদ? – Wow, amazing!নামকরা পাবলিক এর নামকরা সাবজেক্ট থেকে আউট? – আসেন বুকে আসেন!
একসাথে লাঞ্চে যাই, চলেন!আমি আপনেরে হিংসা করি! সত্যি সত্যি। সৃস্টিকর্তা এক দরজা বন্ধ কইরা আর দশ দরজা খুইলা দিছেন সেইটার জন্য!
আপনারা প্রতিটা Failure কে opportunity বানায় ফেলেন না কেনো? এত্ত Frustration কেনো???আপনে “বাজারে চলে না”
এমন সাব্জেক্টে আর “বাজারে চলে না” এমন ইউনিভারসিটি তে ভর্তি হইছেন। এখন কি করবেন?
সামনের ৪ বছর BUET/DMC/ DU / ইত্যাদির পোলাপাইনের যখন নাভিশ্বাস তখন আপনে ওই সময় টা এমন ভাবে কাজে লাগাইবেন যাতে ওইসব জায়গায় চান্স না পাইবার জন্য আনন্দ করতে পারেন!
তবে অনেক involvement, hardwork আর consistency না থাকলে কিচ্ছুই হবে না।
তাইলে ৪ বছর কি করতে পারেন? আপনে প্রফেশনাল কোর্স করবেন বা তা প্রিপারেশন নিবেন। কি কি করতে পারেন তার কিছু guidelines দেই:
১. CFA (Chartered Financial Analyst) – এটা আমার স্বপ্নের মতো। ইসস! যদি ২৫ বছর বয়স হইতো আবার! এটা American একটা Certification যেটা দুনিয়ার সব দেশেই highly accepted and valued. গড়ে ৩ বছর লাগে, ৩ কঠিন পরীক্ষা দিতে হয়, যা এখন বাংলাদেশেই বসে দেয়া সম্ভব। Finance এ ক্যারিয়ার গড়তে চাইলে এর চেয়ে ভালো কি আছে তা আমি জানি না।
যে কোন বিষয়ে Undergraduate পড়াশুনা করে এই পরীক্ষা দেয়া যায়। বাংলাদেশে আমার জানা মতো মাত্র ৫০ জনের মত CFA আছেন। জানতে Wikipedia আর CFA INSTITUTE এর সাইটে যেয়ে দেখেন, CFA Forum এ যোগ দেন, যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কথা বলেন।
বুকে আর মাথায় বল থাকলে লেগে পড়ুন। মনে রাখবেন অসীম সাহস আর ইচ্ছা নিয়ে আগাবেন ইনশাআল্লাহ পিছে ফিরে তাকাতে হবে না।
CFA designation আপনার ভিজিটিং কার্ডে? WOW!
২. CA (Chattered Accountant) – CA বাংলাদেশে করতে চাইলে এখুনি CA Bhaban এ বা যারা CA শেষ করেছেন তাদের সাথে যোগাযোগ করেন। পৃথিবীর অন্যান্য দেশেও করা যায়।
USA তে এটা কে CPA বলে। Accountants দের জন্য অনেক উঁচু মানের Professional Certification. FCA Designation.
৩. CMA (Cost and Managment Accountant) – অনেকটা CA র মতোই। বাংলাদেশের জন্য ICMAB এ যোগাযোগ করেন। FCMA Designation.
৪. MCIPS (Member of Chartered Inst of Procurement and Supply) – দেশে সরকারি আর বিদেশি প্রজেক্ট গুলায় কতো বিলিয়ন ডলার এর কেনাকাটা হয় আপনের আইডিয়া আছে?
এই procurement এর জন্য দরকার Procurement Specialist যারা বিভিন্ন নিয়ম কানন জেনে বিভিন্ন সংস্থা কে Advice প্রদান করেন।
Procurement Specialist এর জন্য Professional Certification হচ্ছে MCIPS. এটা British Certification যা বাংলাদেশে BRAC UNI আর Engineer Staff College এ করানো হয়। এখানে World Bank এ একজন Procurement Specialist জয়েন করেছেন যিনি BUET এর কেমিক্যাল ইঞ্জিনিয়ার!
Extremely valuable certification ভাই।
5.FCS (Fellow Chartered Secretary) – বাংলাদেশে ICSB এর মাধ্যমে এ কোর্স আর সার্টিফিকেশন করে আপনি Company Secretary হতে পারেন।
অনেকেই দেখছি Company Secretary এর Personal Secretary এক করে ফেলেন!! Terrible!! এটা Clerical/Secretarial job নয় ভাইরে! Company Secretary একজন Director লেভেল এর কর্মকর্তা!!
ইনারা কোম্পানির Compliance দেখা থেকে শুরু করে Board of Directors দের Decision Execute করেন। অনেক Decision making এ থাকেন আর অনেক Highly Paid.
এ ব্যাপারে ICSB এর সাথে যোগাযোগ করেন।
এ ছাড়াও এ ৪ বছর এ আর যা যা করবেন:
১. IBA MBA preparation – এ ব্যাপারে আগে আমার এক লিখা আছে। এ ৪ বছর প্রিপারেশন এর পরও যদি IBA আপনার না হয়, বাংলা সিনেমায় এক্সট্রা হিসাবে যোগ দেন!
২. BCS Preparation – মোক্ষম সময়। আমরা দেখতে চাই ৪ বছর পর কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার না – মায়ে খেদানো, বাপে তাড়ানো তথাকথিত অখ্যাত ইউনিভারসিটির অখ্যাত বিষয়ে পড়া ১০ জন Foreign Ministry তে জয়েন করেছে।
৩. বিদেশে Higher Studies – এ ৪ বছর GRE/GMAT, TOEFL/IELTS Preparation সহ বিভিন্ন ইউনিভারসিটিতে যোগাযোগ আর Statement of Purpose লিখা শুরু করতে পারেন।
Volunteering তো আছেই। অনেক সময়ের ব্যাপার এইগুলা ভাই। পাশ করে করবেন ভাবলে ভুল হবে।
৪. App Development – App develop করার জন্য কঠিন প্রোগ্রামার হবার দরকার নাই। দরকার শুধু একটা আইডিয়া। বেসিক প্রোগ্রামিং শেখেন আর আইডিয়া গুলো Freelancer দিয়েও implement করতে পারেন।
Chad Mureta আর তার App Empire বই টা আপনার জীবন টা বদলে দিতে পারে। Read about him to get brilliant inspiration and ideas.
নোট: Professional Certification এর কিছু কিছু ছাত্র অবস্থাতেই করা যায়/ পরীক্ষা দেয়া যায়। সব certification এর জন্য পরীক্ষা পাশের পর ৩-৫ বছর experience লাগে নামের শেষে designation লিখার জন্য।
আপনার মূল পড়াশুনার পাশাপাশি এগুলো করবেন। পড়াশুনা বাদ দিয়ে নয়।
কোথায় কার সাথে যোগাযোগ করবেন তা দিয়ে দিয়েছি। আমি আমার Friends, colleagues আর অন্যান্য source থেকে এগুলো জেনেছি।
Latest information এর জন্য source গুলোতে যোগাযোগ করবেন।
শেষ কথা: Never lose hope. একটা failure মানে ১০ টা success story. যেখানে ভর্ত্তি হইতে পারেন নাই show the university what you are capable of.
Work hard and build an amazing story of your ONLY ONE life!Be a kickass cowboy!!!!
Writer: Shabbir Ahsan,
Operations Advisor, World Bank,Bangladesh Section,
Former Major, Bangladesh Army.
MBA from IBA,DU,
BSc(eng) in CE, BUET
লেখকের আরো লেখা পড়ুনঃ
- যশোর বোর্ডে প্রথম হওয়ার গল্প – শাব্বির আহসান
- লাইফ লেসন ফ্রম অ্যা ফিফটি ইয়ারস ওল্ড
- হতে চাইলে Harvard’ian
- Ultimate Excel Treasure- Shabbir Ahsan
- How to improve English Writting
- How to write a RESUME
- Failure in Admission test? Then CA, CFA, CMA, MCIPS, FCS, IBA waiting for you
[শাব্বির আহসান। সোশ্যাল একটিভিস্ট।
জন্ম অক্টোবর ১৯৬৮। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বুয়েটে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ-ও করেন ম্যানেজম্যান্ট ও ফিনান্সে। শিক্ষাজীবন শেষে সেনাবাহিনীতে যোগ দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এ মেজর অবসর গ্রহণের পূর্বে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন, অংশগ্রহণ করেছেন প্রথম উপসাগরীয় যুদ্ধে (গালফ ওয়্যার, ১৯৯০-১৯৯১)। এছাড়াও তিনি দীর্ঘদিন সাফল্যের সাথে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষার মিশনে কাজ করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর শাব্বির আহসান লেখালেখিতে আগ্রহী হন।
অবশ্য এর পূর্বে কিছুকাল কর্পোরেট জগতেও পদচারণা ছিল তার। বিশ্বব্যাংকের একটি প্রকল্পে কাজ করেছেন পরামর্শক হিসেবে। এসময় তিনি প্রচুর বই পড়তেন। পাশাপাশি অব্যহত রেখেছিলেন দেশ-বিদেশে ভ্রমণ।
বাবা ছিলেন বুয়েটের প্রথম ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার, মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলায় মাস্টার্স। স্ত্রী ফাহিমা রুশদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনােবিজ্ঞানে পড়াশােনা করেছেন আর কন্যা ফাইজা পড়াশােনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েই অর্থনীতিতে।
বই পড়তে অত্যন্ত ভালােবাসেন আর ভালােবাসেন দেশে-বিদেশে ঘুরতে। ফেসবুকে লেখালেখি করেন।
সোশ্যাল মিডিয়াতে হাজারো তরুনের মেন্টর। পড়তে, চিন্তা করতে ও লেখালেখি করতে ভালোবাসেন]