কাতারের বিশ্বকাপ উদ্বোধন হওয়ার পর থেকে জাহা হাদিদের নাম আবার আলোচনায় এসেছে। তিনিই সেই দৃষ্টিনন্দন আল-জানউব স্টেডিয়ামের আর্কিটেক্ট।

বাগদাদে জন্ম নেওয়া এই নারীর শৈশব কেটেছে আরব কালচারে। ফলে জীবনজুড়ে তার সকল নকশায় আরবরীতির ছাপ লক্ষ্য করা যায়।

নব্বই দশকে কাজে নামেন লন্ডনে। প্রায় একদশক বলতে গেলে কোনও কাজই পান নি। কারণটা অদ্ভূৎ—প্রকৌশলীরা বলেছেন, তার ডিজাইনে কাজ করা অসম্ভব, মানে ‘নির্মাণ-অযোগ্য’।

অথচ পুরো দশকজুড়ে তার বেশ কয়েকটি ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান জিতে নেয়, তবুও।

খোলা চোখে দেখলে যে-কোনও দর্শক বলবে— কিভাবে এটা সম্ভব করল তারা? এটাই ছিল জাহার চ্যালেঞ্জ। তিনি বলতেন— আমি অভিকর্ষকে স্রেফ ভুলে যেতে চাই।

আরেকটা অভিযোগ ছিল যে, তার নকশায় নির্মাণ কাজের খরচ বেশি। কিন্তু বিশ্বের প্রায় ৪৪টি দেশে প্রায় সাড়ে নয় শতাধিক কাজ সম্পন্ন করে তিনি প্রমাণ করেন—কাজ ভালো হলে ‘খরচ’ কোনও বিষয় নয়।

ব্রিজ থেকে বিমানবন্দর, লাইব্রেরি থেকে মিউজিয়াম, পোর্ট কিংবা স্টেডিয়াম—সবকিছুতেই তিনি সমান দক্ষতায় স্থাপত্য বিদ্যার স্ফূরণ দেখিয়েছেন।

জাহার একেকটা কাজ দেখছি, আর তাজ্জব বনে যাচ্ছি।

প্রথম মুসলিম ও একমাত্র নারী হিসেবে ২০০৪ আর্কিটেকচারের সর্বোচ্চ পুরস্কার ‘প্রিৎজকার’ পেয়েছেন। লন্ডনের ‘এভেলিন গ্রেস অ্যাকাডেমি’ ছবিটা দেখেন, ১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ‘স্টার্লিং প্রাইজ’ পেয়েছেন এটার জন্য।

গার্ডিয়ান তাকে ‘কুইন অব কার্ভ’ উপাধিতে ভূষিতে করেছে।

তার কয়েকটা কাজের নমুনা দিলাম।

তাকে জানার জন্য আরও দেখুন

১। https://roar.media/bangla/main/biography/zaha-hadid-biography

২। আলজাজিরা : https://www.youtube.com/watch?v=JS_r7l_yRmI

৩। https://en.wikipedia.org/wiki/Zaha_Hadid

৪। https://www.britannica.com/biography/Zaha-Hadid

লেখক- মানজুরুল হক

জাহা মোহাম্মদ হাদিদ (৩১ অক্টোবর ১৯৫০ - ৩১ মার্চ ২০১৬)

জাহা মোহাম্মদ হাদিদ (৩১ অক্টোবর ১৯৫০ – ৩১ মার্চ ২০১৬)

 

ওয়াকারা কাতার বা আল-জানউব স্টেডিয়াম, ২০১৯। জাহার মৃত্যুর ৩ বছর পরে নির্মাণ শেষ হয়।

ওয়াকারা কাতার বা আল-জানউব স্টেডিয়াম, ২০১৯। জাহার মৃত্যুর ৩ বছর পরে নির্মাণ শেষ হয়। পারস্য উপসাগরের স্রোতের মধ্য দিয়ে কেটে চলা এ অঞ্চলের মুক্তা ডুবুরিদের ব্যবহৃত ঐতিহ্যবাহী দাও নৌকার পাল দ্বারা অনুপ্রাণিত হয়ে এই স্টেডিয়ামের ছাদের নকশা করা হয়েছে।

 

হায়দার অলিয়েভ সেন্টার, বাকু, আজারবাইজান (২০০৭-২০১৩)

হায়দার অলিয়েভ সেন্টার, বাকু, আজারবাইজান (২০০৭-২০১৩)

 

আমেরিকার ‘ব্রোড আর্ট মিউজিয়াম, মিশিগান (২০০৭-২০১২)

আমেরিকার ‘ব্রোড আর্ট মিউজিয়াম, মিশিগান (২০০৭-২০১২)

 

ইটালির রোমে নির্মিত ম্যাক্সি (MAXXI) মিউজিয়ামের ভেতরে শূন্যে ঝুলানো সিঁড়ি (১৯৯৮-২০১২)

ইটালির রোমে নির্মিত ম্যাক্সি (MAXXI) মিউজিয়ামের ভেতরে শূন্যে ঝুলানো সিঁড়ি (১৯৯৮-২০১২)

 

ডেনমার্কের ‘অরদ্রুপগার্ড’ (Ordrupgaard) মিউজিয়ামের বাইরের অংশ (২০০১-২০০৫)

ডেনমার্কের ‘অরদ্রুপগার্ড’ (Ordrupgaard) মিউজিয়ামের বাইরের অংশ (২০০১-২০০৫)

 

লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টার (২০০৫-২০১২)

লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টার (২০০৫-২০১২)

 

চীনের গাংঝু অপেরা হাউস (২০০৩-২০১০)

চীনের গাংঝু অপেরা হাউস (২০০৩-২০১০)

স্পেনের প্যাভিলিয়ন ব্রিজ (২০০৫-২০০৮)

স্পেনের প্যাভিলিয়ন ব্রিজ (২০০৫-২০০৮)

জার্মানির ফেনো (Phaeno) সায়েন্স সেন্টার (২০০৫)

জার্মানির ফেনো (Phaeno) সায়েন্স সেন্টার (২০০৫)

 

স্কটল্যান্ডের রিভার্স মিউজিয়াম, ২০১১। এই কাজের জন্য ২০১৩ সালে ‘ইউরোপীয়ান মিউজিয়াম অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জেতেন।

স্কটল্যান্ডের রিভার্স মিউজিয়াম, ২০১১। এই কাজের জন্য ২০১৩ সালে ‘ইউরোপীয়ান মিউজিয়াম অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জেতেন।

 

বেইজিংয়ের ‘ড্যাক্সিং’ (Daxing) এয়ারপোর্ট, ২০১৬।

বেইজিংয়ের ‘ড্যাক্সিং’ (Daxing) এয়ারপোর্ট, ২০১৬।

 

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরির ইন্টোরিয়র, ২০১৩

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরির ইন্টোরিয়র, ২০১৩

বেলজিয়ামের পোর্ট অথরিটি ভবন, ২০১৬। তার মৃত্যুর বছর এর নির্মাণ কাজ শেষ হয়।

বেলজিয়ামের পোর্ট অথরিটি ভবন, ২০১৬। তার মৃত্যুর বছর এর নির্মাণ কাজ শেষ হয়।

 

লন্ডনের ব্রুকউড সিমেট্রিতে জাহা হাদিদের কবর

লন্ডনের ব্রুকউড সিমেট্রিতে জাহা হাদিদের কবর।