![]() |
দেশবাসীকে আবারো দেখিয়ে দিলো, নোয়াখালিবাসী কী করতে পারে।
এ এক অন্যরকম নোয়াখালী
উৎসবের নোয়াখালী
(আতিথেয়তায় নোয়াখালী সেরা)
।
১.অস্থায়ী আবাসন ব্যবস্থা
২. ফ্রি খাবার ও বিশুদ্ধ পানি
৩. ভ্রাম্যমান টয়লেট
৪. ফ্রি বাস সার্ভিস
৫. ফ্রি মোটর বাইক সার্ভিস
৬. পয়েন্টে পয়েন্টে তথ্য কেন্দ্র
৭. স্বেচ্ছাসেবক কর্তৃক ট্রাফিক নিয়ন্ত্রণ ও ট্রাফিক পুলিশকে সহায়তা
৮. নির্ধারিত ভাড়া তালিকা প্রকাশ
৯. অতিরিক্ত ভাড়া বন্ধে কড়া নজরদারি
১০. পুলিশের নিয়মিত পেট্রোল
এত কিছুর পরেও কেউ যদি আবাসন অথবা খাবারের সমস্যায় থাকেন তাহলে যোগাযোগের অনুরোধ জানিয়ে মাইকিং….তাছাড়া নোবিপ্রবি ছাত্র-ছাত্রীদের এসোসিয়েশান এবং নোয়াখালীর সর্বস্তরের মানুষের আন্তরিকতা তো আছেই।
এ এক অন্য নোয়াখালী। উৎসবের নোয়াখালী। এই নোয়াখালী নিয়ে আমি গর্ব করতেই পারি। আমি সিউর আমাদের আতিথেয়তা ভর্তি পরিক্ষার্থী এবং তাদের অভিভাবক- সবার মুখে মুখে ফিরবে।
ধন্যবাদ মাননীয় এম.পি মহোদয়, মেয়র মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, ওয়ার্ড কাউন্সিলরগণ এবং নোবিপ্রবি’র অনন্য সাধারন উপাচার্য মহোদয়-কে!
ধন্যবাদ নোয়াখালীর সর্বস্তরের তথা নোবিপ্রবি’র সকল শিক্ষার্থীদের।
Courtesy : Tonmoy Dey Opu sir
2.
![]() |
মেয়েদের থাকার ব্যবস্থা |
3.
![]() |
ছেলেদের থাকার ব্যবস্থা |
![]() |
খাবার |
৫।
![]() |
স্টুডেন্টদের জন্য রান্না |
৬।
![]() |
স্টুডেন্টদের জন্য পৌর চেয়ারম্যানের পক্ষ থেকে খাবারের আয়োজন |
৭।
![]() |
জেলা পৌর অফিসে
৮।
|
![]() |
বিশুদ্ধ পানির ব্যবস্থা |
৯।
![]() |
স্টুডেন্টদের জন্য তথ্য সেবা কেন্দ্র
১০।
|
![]() |
সরাকারী অফিসে পড়ার ব্যবস্থা
১১।
|
![]() |
মসজিদে খাওয়ার আয়োজন এবং থাকার ব্যবস্থা |