বিসিএস এবং বিদেশে পড়াশোনা- একসাথে দুটো কি সম্ভব?
উত্তরটা দেব একজন খাঁটি অর্থনীতির ছাত্রের মত: it depends. কাউকে উপদেশ দেবার যোগ্যতা রাখিনা, তবে আমি কিভাবে করেছি সেটা বলতে পারি। আমার ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই: নর্থসাউথের ছাত্র, বিসিএস দিয়ে পুলিশে ঢুকেছি পাস করার পরপরই, চাকুরির পাশাপাশি দুটো মাস্টার্স করেছি জাপান আর আমেরিকায়। পিএইচডি এ্যাডমিশন হয়েছে আমেরিকায়, তবে ডেফার করেছি এক বছর।আপাতত: দেশে আছি [...]