প্রথম বর্ষের সব শিক্ষার্থীর হলে থাকা বাধ্যতামূলক করা উচিৎ
আমার প্রস্তাব হলো ৪ বছরের অনার্সই হউক টার্মিনাল ডিগ্রী। এরপর যোগ্যতা প্রমান সাপেক্ষে লিমিটেড আসনে মাস্টার্স করবে। এতে হলের আবাসিক সংকট অনেকটা কেটে যাবে। কার অগ্রাধিকার বেশি? মাস্টার্সের শিক্ষার্থীদের? না প্রথম বর্ষের শিক্ষার্থীদের? প্রথম বর্ষেই যে একবার হোঁচট খায় সে আর দাঁড়াতে পারে না। আমাদের প্রথম বর্ষের দিকে বিশেষ নজর দিতে হবে। প্রথম বর্ষের [...]