Android সম্পর্কে আমরা কে না জানি কত কিছু।
অপারেটিং সিস্টেম গুলার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো এন্ড্রয়েড। অ্যান্ড্রয়েড বলতে মাথায় যেটা আসে টা হলো বিভিন্ন রকম এন্ড্রয়েড অ্যাপ। যার জন্য রয়েছে অ্যান্ড্রয়েড মার্কেট বা প্লে স্টোর যেখানে পাওয়া সম্ভব লক্ষাধিক এন্ড্রোয়েড এপ।
প্রতিদিনের প্রয়োজনে একজন এন্ড্রোয়েড ইউসার কতই না এপ্লিকেশন ইউস করে। কল করা থেকে শুরু করে বড় বড় যন্ত্র পর্যন্ত নিয়ন্ত্রণ করতে এন্ড্রয়েড এপ্লিকেশন ইউস করা হয়।
প্লে স্টোরে পাওয়া যায় হাজারো এপ্লিকেশন যা প্রতিদিনের অনেক কাজে লাগতে পারে। সেগুলার মধ্যে রয়েছে নিজের কিছু ইউস করা অ্যাপ যেগুলো আপনার লাইফ ও আরো সহজতর করে দিতে পারে এবং দরকার হতেও পারে।
এমন কিছু এপ্লিকেশন এর মধ্যে রয়েছে:
🔴 UNIVERSAL COPY
এই এপ্লিকেশনটি পাওয়া যাবে প্লে স্টোরেই। মাত্র 2.2 এম্বির এপ যা আপনাকে সাহায্য করবে যে কোন পেজ , এপ , ওয়েব সাইট মনে এক কথায় অন স্ক্রিন text কপি করতে।
আমরা অনেক সময় অনেক জায়গা থেকে লেখা কপি করতে পারি না। (ইউটিউব) তো সেইখান থেকে লেখা কপি করার জন্য বেস্ট অপশন এটা।
এটা ইনস্টল দিয়ে সব permission allow এবং accessibility on করে দিলেই হইয়ে যাবে।
বাটন অর নোটিফিকেশনে ট্রিগার অপশন পাবেন যেটা টাচ করলে স্ক্রিন স্ক্যান হইয়ে যাবে দেন কপি করে নিতে পারবেন।
🔴 Screenshot go
আমরা হর হামেশাই স্ক্রিনশট হারিয়ে ফেলি। তো এই 4 এম্বির এপ আপনাকে সাহায্য করবে কাঙ্ক্ষিত স্ক্রিনশট খুঁজে বের করতে এবং শুধু তাই না আপনি চাইলে ফুল স্ক্রিন শট স্ক্যান করে সেটা থেকে লেখা কপিও করতে পারবেন।
তো এটার জন্য এপ এ গিয়ে সার্চ অপশনে গিয়ে স্ক্রিনশট বিষয়ক কিছু লিখলেই পেয়ে যাবেন আপনার স্ক্রিনশট। যেমন ধরুন এমন কোন স্ক্রিনশট আছে যেটাতে লেখা আছে ” করোনা একটি মারাত্বক ভাইরাস ” তো আপনি সার্চ অপশনে গিয়ে শুধু করোনা লিখলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত স্ক্রিন শট।
বিশ্বাস না হলে ট্রাই করেই দেখতে পারেন।
🔴 Native clipboard manager
লিখা তো কপি করলেন তো সেটা সংরক্ষণ করতে হবে না? আরেকটা লেখা কপি করলে তো সেটা আর থাকবে না। এই জন্যই এই অ্যাপ। অ্যাপ ইনস্টল করে সব অন এবং এলাও করে দিয়ে অনেক গুলা লেখা কপি করেন দেন text field এ ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ করলেই পেয়ে কি-বোর্ডের ওপর নতুন কিছু নোট টাইপ আসবে সেগুলাই আপনার কপি করা লেখা। তো যেটা খুশি টাচ করলেই পেস্ট হয়ে যাবে এবং পুনরায় কি-বোর্ড চলে আসবে।
🔴 Dingtone
এমবি আছে ফোনে কিন্তু টাকা নেই কল করবার জন্য? এর জন্য Dingtone বেস্ট অপশন।
41 এম্বির এপটি দিয়ে আপনি ফ্রি ক্রেডিট জমাতে পারবেন বিভিন্ন ভিডিও দেখে এবং টাস্ক কমপ্লিট করে দেন সেই ক্রেডিট দিয়ে অ্যাপ থেকে কাঙ্ক্ষিত নাম্বারে কল করতে পারবেন।
🔴 Duolingo
বর্তমান পরিস্থিতির মত অবসর সময় কাটানোর জন্য সব থেকে ভালো উপায় নতুন ভাষা শেখা।
এর জন্য Duolingo (12mb) অ্যাপটা অবশ্যই ইউস করবেন যদি বসে বসে নতুন ভাষা শিখতে হয়।
এখানে একাউন্ট খুলে কোন ভাষা শিখবেন সেটা সিলেক্ট করে দিবেন। অনেক টাই গেম+কুইজ টাইপ।
বিভিন্ন সেকশন থাকবে + লাইফ থাকবে 5টা করে সেগুলো পার করার জন্য। The more you go the more you learn.
🔴 World around me (WAM)
উক্ত অ্যাপ দিয়ে আপনার আশে পাশের কয়েক কিলোর মধ্যে রেস্টুরেন্ট, মসজিদ, ফুয়েল স্টেশন, হসপিটাল দেখে নিতে পারবেন। 9.6 এম্বির অ্যাপ ইনস্টল দিয়ে আপনি ভেতরে ঢুকলেই সব অপশন পেয়ে যাবেন। যেটা চান সেটা টাচ করুন তাইলে আপনার ক্যামেরা অন হবে এবং কারেন্ট লোকেশন অনুযাই আশে পাশে সব দেখতে পাবেন ফোন 360 ডিগ্রি ঘুরিয়ে।
🔴 Adobe spark post
পোস্টার ডিজাইনের জন্য 57 এম্বির adobe এর এই অ্যাপটা হ্যান্ডি হতে পারে। এপে বিভিন্ন টেমপ্লেট পাবেন কাস্টোমাইজ এর জন্য পছন্দের টেমপ্লেট নিয়ে সেটা ইচ্ছা মতন সাজানোর অপশন থাকবে। সব কিছু এড করার অপশন থাকবে। এছাড়াও বিভিন্ন টেমপ্লেট থেকে আইডিয়া নিয়ে নিজেও বানাতে পারেন।
🔴 Remote mouse
আপনার পিসি এবং ফোন যদি একই ওয়াইফাই এ কানেক্ট থাকে তবে আপনার ফোনের স্ক্রিন বানিয়ে ফেলুন মাউস 15 এম্বির এপটা দিয়ে।
এর জন্য remotemouse.net এ গিয়ে পিসির জন্য এবং প্লে স্টোরে গিয়ে ফোনের জন্য ইনস্টল করুন।
দেন পিসিতে অন করে ফোনে স্ক্যান করলে আপনার কম্পিউটার পেয়ে যাবেন। ব্যাস দেন সেটা এড বা সেভ করে রাখুন। এখন ফোন দিয়েই দূরের বসেও পিসিতে কাজ করতে পারবেন। এমনকি লেখতে পারবেন।
🔴 Remote fingureprint unlock
এটা এখন ওয়াইফাই কানেকশন না থাকার দরুন ট্রাই করি নাই। তবে অবশ্যই করবো ওয়াইফাই পেলে আবার।
2.5 এম্বির অ্যাপটা দিয়ে ফোনের ফিঙ্গারপ্রিন্ট এর সাহায্যে পিসি অর ল্যাপটপ আনলক করতে পারবেন। এর জন্যও সেম ওয়াইফাই থাকতে হবে।
এরজন্য লিংক এ গেলে how to men চ্যানেল এর একটা ভিডিও পাবেন ইউটিউবে। সেখানে প্লে স্টোরের এবং পিসির জন্যে ভিডিওর ডেসক্রিপশন এ লিংক পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
তারপর ফোনে ইন্সটল দিবেন এবং পিসিতে ইনস্টল দিয়ে উইন্ডোজ+L বাটন দিয়ে লক করবেন। দেন অ্যাপে এসে স্ক্যান করে বা আইপি দিয়ে এড বা সেভ করে দিয়ে একাউন্ট খুললেই হয়ে যাবে। বিস্তারিত ভিডিওতে দেখে নিতে পারেন
🖇️ https://youtu.be/Zjk1-Uhq7wc
🔴 Shazam
এমন তো অনেক হয়েছে কোন গান ভালো লেগেছে বাট সেটার নাম জানেন না। এর জন্য Shazam সবথেকে ভালো অপশন। 7.1 এম্বির অ্যাপটা ইনস্টল করুন। দেন বাটন অন করে গানের সামনে ধরুন দেখবেন গানের নাম ডিটেলস সব পেয়ে যাবেন।
প্লে স্টোর এবং এর বাইরে রয়েছে এরকম লক্ষ লক্ষ এপ্লিকেশন যা আলাদা আলাদা কাজে ব্যবহার করা সম্ভব।
লেখাঃ হাসিবুর রহমান রকি
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ