একবিংশ শতকে এসেও সায়েন্স ফিকশন মুভি দেখেনি এমন কাওকেই হয়তো খুজে পাওয়া যাবে না। যারা নিয়মিত সায়েন্স ফিকশান মুভি দেখে বা সায়েন্স ফিকশান অনেক পছন্দ করে তারা হয়ত ডিজিটাল টুইন সম্পর্কে জেনে থাকবেন। সহজ কথায় বলতে গেলে একটি ডিজিটাল টুইন হল একটি বস্তু বা সিস্টেমের ভার্চুয়াল উপস্থাপনা।

ধরুন আপনি নিজেই আপনার একটা জমজ তৈরি করলেন! একবারে হুবহু আপনার মত দেখতে। তখন বিষয়টি কেমন হয়! অথবা ধরেন আপনার অনলাইনে একটা পোশাক পছন্দ হলো, আর সেটা কেনার জন্য আপনি পোশাকটির একটি ডিজিটাল সংস্করণ নিয়ে ট্রায়াল দিয়ে পছন্দ করে তারপর সেটি অর্ডার দিলেন। বিষয় টা অদ্ভত মনে হলেও সেটাই সত্যি হতে যাচ্ছে!

একটি ডিজিটাল টুইন কে তার মত আচরণ করার জন্য প্রোগ্রাম করা হয়। এর মাধ্যমে একটি শিল্পকারখানার বিল্ডিং তৈরির আগেই তার উৎপাদন প্রকৃয়া অপ্টিমাইজড করা যেতে পারে। পৃথিবী নিজেও তার ডিজিটাল জমজ পাচ্ছে, আর সেটা তৈরি করছে মার্কিন কোম্পানি NVIDIA. যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস, ক্লাইমেট চেঞ্জ এর মত সমস্যা গুলো নিয়ে কাজ করা সহজতর হবে।

খাদ্যশিল্পেও এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে গিয়েছে, যেখানে ডিজিটাল টুইন ক্রমবর্ধমান উদ্ভিদ এর জন্যে একটি সুনির্দিষ্ট সিস্টেম তৈরি করে ফেলেছে। ডিজিটাল টুইন ইতমধ্যে ইকোলজিকাল বিল্ডিং এ ব্যাবহার করা হচ্ছে। নেদারল্যান্ডস এর একটি বিল্ডিং যার নাম ’EDGE OLYMPIC’, মজার ব্যপার হলো এর একটি নিজস্ব ভার্চুয়াল সংস্করণ আছে। ফলে এই বিল্ডিং মনিটরিং এর জন্যে এর সকল সেন্সর তাপমাত্রা, উজ্জ্বলতা, গতিবিধিসহ প্রায় সবকিছুই রেকর্ড করে থাকে ।

কোনোকিছু পুনর্গঠন বা পুনরজ্জিবিত করার ক্ষেত্রেও ডিজিটাল টুইন অন্যরকম সহায়ক হতে পারে। উদাহরণ হিসেবে আমরা নটরডেম ডি প্যারিস ক্যাথেড্রাল এর পুনর্গঠন এর কথা বলতে পারি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও এর পুনরুদ্ধার এর কাজ খুব দ্রুত হয়ে গিয়েছিল, কারন বেলজিয়ান বিজ্ঞানি এন্ড্রু ট্যালন এর ডাটা গুলো সংগ্রহ করে রেখেছিলেন। মানুষ ও মেশিন এর সংমিশ্রণ এর জন্যও ডিজিটাল টুইন এর ভূমিকা অবিশ্বাস্য।

ডিজিটাল টুইন এর ফলে উৎপাদন প্রকৃয়া অনেক সহজলভ্য হয়ে উঠেছে। গাড়ি থেকে দালান এমনকি গ্রহ,উপগ্রহ সব ক্ষেত্রেই ডিজিটাল টুইনদের ব্যাবহার এর জায়গা হতে পারে। অর্থাৎ আমাদের বাস্তব জগৎ এ যা কিছু আছে সব কিছুরই ডিজিটাল টুইন সম্ভব। পৃথিবীর প্রায় সকল ক্ষেত্রে এক দিগন্ত খুলে দেবে এই ডিজিটাল টুইন, এমনটাই আশা করছে সবাই।

Sadman Mahi
NITER, IPE