AIUB Connect: Coursera এর সাথে যুক্ত হলো American International University-Bangladesh (AIUB)।
প্রত্যেক AIUBian এখন থেকে Coursera তে free access পাবে৷
সেক্ষত্রে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত ইমেইল আইডি ( ID@student.aiub.edu) এর মাধ্যমে একটি ফর্ম পূরন করতে হবে যা ওয়েবসাইট নোটিশ বোর্ডে দেয়া আছে।
উক্ত ফর্ম পূরণ করার পরে ফিরতি ইমেইলে তারা তাদের গেটওয়ে পেয়ে যাবেন।
উল্লেখ্য AIUB এর সাথে মাইক্রোসফট এর এর collaboration থাকার কারণে প্রত্যেক AIUBian এবং ফ্যাকাল্টিগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক এই ইন্সটিটিউশনাল আইডি পেয়ে থাকেন৷
বিস্তারিত জানতে ভিজিট করুন www.aiub.edu অথবা AIUB এর ফেসবুক পেইজে।
ED/Campus/AIUB/Rakibul Hasan Rafi

