কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো সেটা নিয়ে কনফিউশন থাকলে চোখ বন্ধ করে পাইথন শুরু করে দাও। স্কুল-কলেজে পড়তেছো, হাতে সময় আছে-পাইথন শুরু করে দাও। তুমি কম্পিউটার সায়েন্স ছাড়া অন্য সাবজেক্ট এ পড়ছো এবং মাঝে মধ্যে টুক টাক এটা সেটা কোডিং রিসার্চ বা প্রজেক্টের জন্য লাগতে পারে। সো, সময় থাকতেই পাইথন শুরু করে দাও। কম্পিউটার সায়েন্সে পড়লেতো কোন কথা ই নাই। গুগল, ফেইসবুক ধুমসে পাইথনব্যবহার করে।
প্রোগ্রামিং সম্পর্কে একদম কিছুই জানো না। ইংরেজিও ঠিকমতো বুঝো না তাহলে তোমার জন্য আমার পছন্দের কয়েকটা টিউটোরিয়াল
১. আমার প্রথম পছন্দ হচ্ছে হুকুশ পাকুশ। সহজ করে গল্পের চলে বেসিক প্রোগ্রামিং আর কেউ শিখিয়ে দিবে। চাইলে সেখানে কোড রান করে আউটপুট চেক করতে পারবে। http://hukush-pakush.com/
২. মার্টিন ভাইয়ের এই ই-বুকটা অনেক ভালো এবং গুছানো। সেখানে প্রাথমিক, মিডিয়াম এবং কিছুটা এডভান্স লেভেলের জিনিস দেয়া আছে। https://python.maateen.me/
৩. আমার থার্ড পছন্দ: বাংলায় পাইথন। https://python.howtocode.com.bd এইখানে বেসিক জিনিস থেকে শুরু করে, মিডিয়াম লেভেলের জিনিস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানা দরকার তা সুন্দর করে বলা আছে।
৪. আমাদের সবার গুরু সুবিন ভাই উনার পাইথন দিয়ে প্রোগ্রামিং বইটা একটু একটু করে এইখানে আপলোড করতেছেন। বেশ কয়েকটা আপলোড করা হয়েছে। এখান থেকে শুরু করে দিতে পারো : https://pybook.subeen.com/
৫. আর ভিডিও দেখতে চাইলে এই প্লে লিষ্ট আমার খুব ভালো লেগেছে https://www.youtube.com/watch?v=Z1Yd7upQsXY&list=PLBZBJbE_rGRWeh5mIBhD-hhDwSEDxogDg
ল্যাপটপ নাই। কি করবো?
এন্ড্রয়েড এপ স্টোরে গিয়ে Pydroid 3 এই এপ ইনস্টল করে ফেলো। তারপর কোড লিখে নিচের যে play বাটন আছে সেটাতে চাপ দিলেই পাইথন কোড রান করে ফেলবে। ব্যস মোবাইলের মধ্যেই পাইথন শিখে ফেলবে।
ল্যাপটপে IDE ইনস্টল করলে কোনটা করবো? আমার অফিসের বেশিরভাগ লোকজন PyCharm ইউজ করে।
আটকে গেছি, কে আমায় বাঁচাবে? হেল্প চাও pyBD ফেইসবুক গরূপে https://www.facebook.com/groups/pythonbd/
– ঝংকার মাহবুব.  এই লেখাটি শেয়ার কর
প্রোগ্রামিং নিয়ে আরো কিছু লেখাঃ

  1. https://www.facebook.com/EngineersDiary16/posts/1536901213065534
  2. https://www.facebook.com/EngineersDiary16/posts/1609496305806024
  3. প্রোগ্রামিংঃ শিখতে হবে নিজে নিজেই 
  4. যা সহজলভ্য, সেটাই করো  

এই লেখাটি শেয়ার করো