চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন। ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।
১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।
এস এস সি রেজাল্ট ২০২৩ কিভাবে দেখবেন ?
দেখুন: মোবাইলে SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম – অনলাইন ও SMS নিয়ম
# ধাপ ১: প্রথমে www.educationboardresults.gov.bd সাইটে ঢুকে পড়ুন।
# ধাপ ২: একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এসএসসি / দাখিল নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষার বছর হিসাবে ২০২৪ সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: পরবর্তী দুটি বাক্সে আপনার এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
# ধাপ ৬: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
# ধাপ ৭: আপনার এস এস সি রেজাল্ট দেখাবে।
অথবা:
https://eboardresults.com/v2/home
সাইটে ঢুকে পড়ুন।
# ধাপ ২: একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এসএসসি / দাখিল নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষার বছর হিসাবে ২০২৪ সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন।
# ধাপ ৬: পরবর্তী দুটি বাক্সে আপনার এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
# ধাপ ৭: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
# ধাপ ৮: আপনার এস এস সি রেজাল্ট দেখাবে।
কিভাবে এস এস সি পরিক্ষার মার্কশিট বের করবেন?
সাধারনত এসএসসি পরিক্ষার ফলাফল বের হবার কয়েক ঘন্টার মধ্যেই এসএসসি পরিক্ষার মার্কশিট বের হয়ে যায়। এটি সচারচর সন্ধ্যা ৬ টার দিকে বের হয়। এসএসসি পরীক্ষার সম্পূর্ণ মার্কশিট বের করার জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educatonboardresult.govt.bd এই সাইটের মাধ্যমে বের করতে হবে
এসএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে
এসএমএস দ্বারা আপনার এসএসসি রেজাল্ট ২০২৪ মোবাইল ফোন থেকে পেতে পারেন।এস এস সি রেজাল্ট দেখার দ্রুত ও সহজ মাধ্যম হলো এম.এস.এস ।
বাংলাদেশ সব মোবাইল অপারেটর দ্রুত ডেলিভারি করে থাকে এস.এস.সির ফলাফল। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং SSC <স্পেস> আপনার বোর্ড নাম (প্রথম তিনটি অক্ষর )<স্পেস> রোল নং <স্পেস> ২০২৪ এবং 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণঃ SSC RAJ 123456 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
<Dakhil> <আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> < পাশের বছর>
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ Dakhil MAD 123456 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর রোল নম্বর পাশের বছর
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ SSC Tec 123456 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ
Dhaka Board= DHA,
Barisal Board=BAR,
Sylhet Board = SYL,
Comilla Board = COM,
Chittagong Board = CHI,
Rajshahi Board = RAJ,
Jessore Board = JES,
Dinajpur Board = DIN,
Madrasah Board = MAD,
Technical Board= TEC.