বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে চাকরি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের (আইআইটি) ২০১০-১১ শিক্ষাবর্ষের (৪০তম ব্যাচের) শিক্ষার্থী ফারুক হোসেন মিলন। তিনি অ্যামাজনের কানাডা ভ্যানকুভারে অফিসে আমাজন ওয়েব সার্ভিস টিমে কাজ করবেন।

ই-মেইলের মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ। আগামী বছরের নভেম্বরের তার যোগ দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ফারুক হাসান বলেন, “অ্যামাজনের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। ফেসবুক, আমাজন, গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অনুভূতি আসলে যে পায় সে-ই বুঝে। আমি ১৪ বার ব্যর্থ হয়ে ১৫তম বার সফল হয়েছি। এতদিনের স্বপ্ন পূরণ হতে হলো এটা চিন্তা করতেই ভালো লাগছে। প্রথমে একটা অনলাইন মূল্যায়ন হয়। যেখানে আমাকে ৩টি প্রব্লেম সমাধানের জন্য ৯০ মিনিট সময় দেওয়া হয়। আমার সব মিলে ৩৫ মিনিট সময় লাগে। তারপর আমাকে অনসাইট রাউন্ডের জন্য সিলেক্ট করে। নভেম্বরের মাঝামাঝিতে আমি অনসাইট দেই। আমার মোট চারটা অনসাইট রাউন্ড অতিক্রম করতে হয়। ফাইনাল সাক্ষাৎকার শেষে আমাকে অ্যামাজন কর্তৃপক্ষ নির্বাচিত করেছে।”

ফারুক হোসেন বলেন, “গুগল–আমাজনের মতো এমন প্রতিষ্ঠানে আমি ১৪ বার ব্যর্থ হয়ে ১৫তম বার সফল হয়েছি। চেষ্টা করলে সাফল্য একদিন ধরা দেবেই। শুধু একাগ্রতা আর পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম আর চেষ্টা করে গেলে তা কখনও বৃথা যায় না।”

প্রসঙ্গত, এর আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছিলেন একই ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৪২তম ব্যাচ) শিক্ষার্থী আসিফ জুলফিকার। আসিফ জুলফিকার ফেসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন। গত ২৫ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ তাকে যোগদানের চিঠি পাঠিয়েছে। তিনি ২০২২ সালের মার্চে যোগদান করবেন।