যারা প্রোগ্রামিং এর ক্যারিয়ার কি নিয়ে শঙ্কায় আছো তাদের জন্য একটা ইন্টারেস্টিং ফিল্ড হতে পারে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। এই ফিল্ড এখন হট কেক। বড় বড় কোম্পানিগুলো এই মেশিন লারনিং এ দক্ষ প্রোগ্রামারদের লুপে নিচ্ছে। তাই তুমি যদি শিখতে চাও কিছু ভালো টিউটোরিয়াল এর লিংক দিলাম (বাংলা এবং ইংরেজিতে)।
প্রাথমিক ধারণা:
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের যে স্বাভাবিক বুদ্ধিমত্তা, ব্রেইন খাটানোর ক্যাপাসিটি, সেই ন্যাচারাল বুদ্ধিকে কোন একটা যন্ত্র, কম্পিউটার বা রোবট বা কোন সফ্টওয়ারকে দিয়ে দেয়া।
এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর একটা ভাগ হচ্ছে মেশিন লার্নিং। যেখানে মেশিনকে নিজে নিজে কোন একটা জিনিস শিখে নেয়ার সামর্থ দেয়া হয়। যেমনটা একজন শিশু ছোট বেলা থেকে দেখে দেখে শিখে। এই ক্ষেত্রে মেশিনকে অনেকগুলা ডাটা বা তথ্য দেয়া থাকে এবং কিছু নিয়ম কানুন শিখিয়ে দেয়া হয়। যাতে তারাই নিজে নিজে এগুলা শিখতে পারে।
মেশিনকে কোন কিছু শিখানোর ক্ষেত্রে দুইভাবে শিখানো যায়। এক হচ্ছে গিলিয়ে গিলিয়ে খাওয়ানো (Supervised learning ) আরেকটা ঠেইক্কা শিখ (unsupervised learning)
যখন গিলিয়ে খাওয়ানো হবে তখন তাকে একটা ইনপুট দিলা। হয়তো বলে দিলে এই রকম অউটপুট হবে। সে যদি ভুল আউটপুট দেয় তখন তাকে ভুল ধরিয়ে দিবে যাতে সে তার ক্যালকুলেশন শিখে নিতে পারে।
মেশিন লারনিং এর একটা জনপ্রিয় জিনিস পার্ট হচ্ছে ডিপ লারনিং। কেউ যদি মেশিন লারনিং শিখতে চাও তাহলে নিচের লিংকগুলাতে যেতে পারো
১. coursera তে Andrew Ng এর একটা ফ্রি কোর্স আছে সেটা দিয়ে শুরু করতে পারো। সেটার লিংক https://www.coursera.org/learn/machine-learning
২. একটা কমপ্লিট গাইডলাইন পাওয়ার জন্য এই ব্লগগুলা ফলো করো: https://medium.com/…/why-machine-learning-matters-6164faf1d…
৩. যদি বাংলায় শিখতে চাও তাহলে এই বইটা খুব ভালো: https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/content/
৪. তাছাড়া এই ওয়েবসাইট খুব ভালো https://machinelearningmastery.com/start-here/
৫. ইউটিউবে ভিডিও দেখতে চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো (৯ টি ভিডিও): https://www.youtube.com/watch…
writter: Jhankar Mahbub
(পেজের লেখা বা সেবা যদি ভালো লাগে অথবা কোনভাবে আপ্নারা উপকৃত হন, তাহলে ৫* রিভিউ দিয়ে মতামত জানান। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। পেজের লেখাগুলো সবার আগে পেতে ফলোয়িং অপশনে গিয়ে সী ফার্স্ট সেট করুন। নিয়মিত লাইক না দিলে লেখা আ[পনার সামনে যাবেনা। কমেন্ট এ লেখা সম্পর্কে আপনার মতামত জানান। গুরত্বপূর্ণ লেখাগুলো শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন) Write Review here – https://www.facebook.com/pg/EngineersDiary16/reviews/?ref=page_internal join our Community group https://www.facebook.com/groups/CEESBD/ Science Study- https://www.facebook.com/groups/ScienceStudy.EngineersDiary/ Join for admission Query https://www.facebook.com/groups/EMV17/ visit our website- https://engineersdiarybd.blogspot.com/ )