ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এর আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের কৃতি সন্তান মোহাম্মদ সফিউল আজমের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি বিশ্ব এভিয়েশনের Airworthiness and Engineering সংক্রান্ত বিষয়ে প্রথম বাংলাদেশী হিসাবে জাতিসংঘের ICAO এর লিখিত পরীক্ষা, এক্সপেরিয়েন্স ভেরিফিকেশন এবং মৌখিক পরীক্ষা সহ সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এই মুহূর্তে সাউথ এশিয়ান দেশের মধ্যে আইকাও কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত Airworthiness Experts সংখ্যা হবে তিনি সহ ০২ জন।
বর্তমানে তিনি সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশের Airworthiness ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন।
তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের ‘৯৭ বাচের প্রাক্তন শিক্ষার্থী।
জনাব মোহাম্মদ সফিউল আজমকে ইঞ্জিনিয়ার’স ডায়েরি’র এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তথ্যসূত্র : Aviation of Bangladesh