URP (Urban and Regional Planning) হয়তো এখনো বাংলাদেশের মানুষের কাছে ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, সিভিল,কিংবা মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর মতো খুব বেশি পরিচিতি পায় নি ।

আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য মানুষ পেয়েছি যারা কিছু না জেনেই দাঁত মুখ খিঁচিয়ে, ভুরু নাচিয়ে,বিশাল ধরণের একটা প্রশ্নবোধক তৈরি করে তাকায়……
.
“এইডা আবার কী !”আসুন একটু দেখে নেই URP সাবজেক্টটি কি,এখানে আসলে কি পড়ানো হয় আর কেনই বা সাবজেক্টটি পড়ানো হয় ।।

URP – Urban and Regional Planning, বাংলায় নগর ও অঞ্চল পরিকল্পনা । নাম থেকেই বুঝা যাচ্ছে যে কোন নগরের সামগ্রিক পরিকল্পনা করাই এই সাবজেক্টের কাজ । সাধারণত যেকোনো স্থাপনার নকশা করে স্থপতিরা, আরসেটি নির্মাণের বিভিন্ন দিক তদারক করা পুরকৌশলের কাজ ।

কিন্তু সামগ্রিকভাবে একটি নগরের ডিজাইন করা থেকে শুরু করে একটি পরিকল্পিত নগর গড়ে তুলার জন্যে ঐসব স্থাপনার ভুমিকা কতটুকু বা ঐসব স্থাপনার আদৌ কোন প্রয়োজন আছে কিনা বা উন্নয়নের ক্ষেত্রে একটি নগরের এবং নাগরিকদের কি কি দরকার, সেখানে বসবাসরত জীববৈচিত্র্য এর কোন ক্ষতি হবে কিনা সেটা দেখাশুনা করাই হল নগর ও অঞ্চল পরিকল্পনাবিদদের কাজ ।

একটি সাধারন বিষয় চিন্তা কর, , “এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেখানে স্থাপনা শুরু হয় সেখানেই
স্থাপনা বাড়তেই থাকে ( যেমন-ঢাকা );  আবার যেখানে স্থাপনা নাই সেখানে তেমন কিছুই গড়ে উঠে না (যেমন- রাজশাহী বা অন্য যেকোন শহর) ।

যার ফলে সামান্য কোন দরকারেও আমাদের ঢাকায় যেতে হয় । কিন্তু যদি স্থাপনাগুলা ডিসেন্ট্রালাইজড করা হয় তাহলে কিন্তু এই সমস্যা গুলা অনেকাংশে কমানো সম্ভব”, URP তে পড়ে তুমি এই বিষয়গুলা সম্পর্কে সঠিক ধারনা পাবে ।

আর এ উদ্দেশ্যেই উন্নত বিশ্বের বিভিন্ন দেশের মত পরিকল্পনা বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য বর্তমানে আমাদের দেশেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা বিষয়ে অধিকতর উন্নত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে URP সাবজেক্টটি পড়ানো হয়ে থাকে ।

কি কি পড়ানো হয় এই সাবজেক্টে??
নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়টি মূলত পূরকৌশল, স্থাপত্য বিদ্যার সংমিশ্রণ ।পুরকৌশল এর প্রাথমিক কিছু কোর্স করানো হয়। পাশাপাশি স্থাপত্যবিদ্যা নিয়েও বেশ ঘাটাঘাটি করতে হয় । এছাড়া পরিকল্পনা বিষয়ক নিজস্ব কিছু কোর্স তো আছেই ।

পরিকল্পনা বিষয়ক কোর্স গুলোর উল্লেখযোগ্য হলঃ

~ Site and Area Planning
~ Natural hazards & Disaster Management
~ Land Development and Management
~ Planning of Utility & Municipal Services

~ Planning of Tourism & Recreational Facilities
~ Environmental Planning & Management
~ Traffic & Transportation Studio
~ Transportation Policy & Planning

~ Rural Development Planning
~ GIS & Remote Sensing
~ Political Science & Local Government
~ Landscape Planning Design
~ Housing & Real Estate Development

এছাড়াও পুরকৌশলের কিছু কোর্সও পড়ানো হয়, , এর মধ্যে উল্লেখযোগ্য হল,

~ Basic Environmental Engineering
~ Elements of Civil Engineering Structures
~ Water Resource Planning

এছাড়াও মেকানিক্স, প্রোগ্রামিং এবং স্থপত্য বিদ্যার কিছু মৌলিক কোর্সও করানো হয় । এছাড়াও গ্রাফিক্সের কিছু সফটওয়্যার, জী আই এস এসব সম্পর্কে বিষধ ধারণা দেয়া হয় ।।

প্রশ্নেঃ চাকরীর বাজারে এ সাবজেক্টের মুল্য কতটুকু?? চাকরির বাজারেও এ সাবজেক্টের যথেষ্ট চাহিদা রয়েছে যা দিন দিন বাড়ছেই ।

সাবজেক্টটি পড়ানো হচ্ছে বর্তমানে বুয়েটে (৩০), কুয়েটে (৬০), রুয়েটে (৩০), চুয়েটে (৩০),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (৫০), খুলনা বিশ্ববিদ্যালয়ে (৪২) এবং ভিন্ন নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয় ।

অর্থাৎ এই সাবজেক্ট থেকে প্রতিবছর পাশ করে বেড়াচ্ছে প্রায় ৩০০ জন এরও কম গ্র্যাজুয়েট যা চাকরীর বাজারে নিশ্চিতভাবেই তোমাকে বাড়তি সুবিধা দিবে । এখন আসো দেখি, তুমি কোন কোন সেক্টরে চাকরি করে “চাকরি নাই” কথা টা ভুল প্রমানিত করতে পারো ।

চাকরীর ক্ষেত্রঃ  সরকারী চাকরীর ক্ষেত্রে উল্লেখযোগ্য হল,রাজধানি উন্নয়ন কতৃপক্ষ(রাজউক), এলজিইডি, এলজিআরডি, গণপূর্ত অধিদপ্তর, দেশের সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা,পরিকল্পনা কমিশনে নগর পরিকল্পনাবিদের আসনে আসীনহতে পারবে ।

UNDP, UNICEF, UNESCO এর অধিনে আয়োজিত বিভিন্ন প্রজেক্টেও পরিকল্পনা বিদদের চাহিদা ভালই ।

দেশেরপ্রতিটি কন্সট্রাকশন ফার্ম ও কন্সাল্টেন্সী ফার্মে স্বীকৃত পরিকল্পনাবিদ থাকাটা এখন বাধ্যতামূলক । আর বিভিন্ন রিয়েল ষ্টেট কোম্পানি, এনজিও, বেসরকারি সংস্থাতেও রয়েছে কাজের প্রচুর সুযোগ ।

এছাড়া পরিকল্পনা বিষয়ক বিভিন্ন সফটওয়্যার বিশেষ করে GIS (geographic information system) এর ব্যাবহারে দক্ষ হতে পারলে জীবনে কখনই থেমে থাকতে হবে না, GIS এর প্রয়োগবিধিতে দক্ষ হতে পারলে আবহাওয়া অধিদপ্তর, কৃষি বিভাগ, পরিবেশ অধিদপ্তর অনেক জায়গাতেই কাজ করা সম্ভব ।

এমনকি, ট্রান্সপর্টেশনের ক্ষেত্রেও এখন প্ল্যানার এর ব্যাপক চাহিদা সৃষ্টি হচ্ছে । এছাড়া যে কেউ চাইলেই প্রকৌশলীদের সাথে কারিগরি দিকেও কাজ করতে পারে । আর দেশের বাইরে এই সাবজেক্টের চাহিদা তো রীতিমত আকাশচুম্বী, ,উন্নত বিশ্বে নগর থেকে শুরু করে সকল স্থাপনাই সুপরিকল্পিত ভাবে গড়ে উঠে, আর তাই উন্নত দেশগুলোতে এই সাবজেক্টের চাহিদা মনে হয়না নতুন করে বর্ণনা করার দরকার আছে ।

তবে, শর্ত প্রযোজ্য, , তোমাকে অবশ্যই অবশ্যই এগুলার যোগ্য হতে হবে । শুধু পাশ করে বের হলেই যে তোমাকে আমাকে ডেকে দেশে কিংবা বিদেশে নিয়ে গিয়ে চাকরি দিবে, এইটা ভাবার কোন নাই ।

#উচ্চশিক্ষাঃ উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক সুবিধা রয়েছে । কেউ চাইলেই পরিকল্পনা বিষয়ক বিভিন্ন শাখায় উচ্চ শিক্ষা নিতে পারবে । আবার চাইলে পুরকৌশল এবং স্থাপত্য বিদ্যার বিভিন্ন শাখায়ও উচ্চ শিক্ষা নিতে পারবে । এ বিষয়ে মাস্টার্স এবং পিএইচডি করার ক্ষেত্রে ফান্ডিংও বেশ ভালো পাওয়া যায় ।

এককথায়, সিভিল ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্টদের উপর যদি প্রভাব খাটাতে চাও, you should be a “Planner”
That’s the power of URP!!

আরো কিছু প্রশ্নঃ

ইউআরপি কি ইন্জিনিয়ারিং সাবজেক্ট? :

– না। URP একটি Multi-dimensional Mixed Subject.
Civil Engineering,Architecture,Geography,Economics,Statistics , Sociology,Accounting,Finance & নগর ও অঞ্চল পরিকল্পনার নিজস্ব কিছু কোর্সের একটা সম্মিলিত রূপ হল ইউ আর পি।.
.
.
একজন প্ল্যানার/নগর পরিকল্পনাবিদ একটা শহরের ভৌত অবকাঠামোর সঠিক পরিকল্পনা প্রণয়ন করে থাকেন যেখানে তিনি ইউ আর পি এর নিজস্ব কোর্সের জ্ঞানকে কাজে লাগিয়ে পরিকল্পনার মডেল তৈরি করেন,Civil Engineering এর জ্ঞান কে কাজে লাগিয়ে প্রস্তাবিত মডেলের বাস্তবায়ন নিশ্চিত করেন , Architecture এর জ্ঞান কে কাজে লাগিয়ে ভৌত এবং আত্মিক সৌন্দর্যের দিক নিশ্চিত করেন, প্ল্যান ইকোনমিক্যালি ফিট কিনা সেজন্য তার অর্থনীতি বিদ্যার জ্ঞান কাজে লাগান এবং এ সমস্ত কিছুর তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন তার statistics বিষয়ক জ্ঞানের সাহায্যে।
সুতরাং,URP একটি পরিকল্পনা বিষয়ক Subject. একই ভাবে Architecture একটি স্থাপত্য-বিষয়ক সাবজেক্ট।
.
.
URP পড়ে কি নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো যায়?
– না। Bsc in Engineering Degree পাবার পর যেমন নামের আগে ইঞ্জিনিয়ার ট্যাগ যুক্ত হয়, B.Arch পাশের পর যেমন নামের আগে আর্কিটেক্ট ট্যাগ যুক্ত হয় তেমনি BURP পাশের পর তুমি Planner/পরিকল্পনাবিদ ট্যাগ লাগাতে পারবে নামের আগে।নামের সামনে ইন্জিনিয়ার লাগানো কিংবা শুধুমাত্র ইন্জিনিয়ার হওয়াই যাদের জীবনের এক এবং একমাত্র লক্ষ তাদের সুযোগ থাকলেও URP তে না আসাই উত্তম । এটা তাদের জন্যও ভালো,ডিপার্টমেন্টের জন্যও ভালো।
.
.
দেশে বর্তমানে জব ফ্যাসিলিটিজ কেমন?/অনেকেই কেন বলে সুযোগ পেলেও এই সাব্জেক্ট পরা উচিত না?
.
.
-খুব বেশি ভালো ছিলো না।এখনো যে খুব ভালো তা বললেও মিথ্যা বলা হবে। তবে দিন দিন চাকুরির পরিসর বাড়ছে, অপরিকল্পিত এই দেশের হর্তা কর্তারা দেরিতে হলেও পরকল্পনাবিদের গুরুত্ত বুঝতে পারছে। তবে একটা সমস্যা হলো বেশির ভাগ চাকুরী হলো প্রজেক্ট নির্ভর। তবে হ্যা তুমি যদি GIS এ নিজেকে দক্ষ করে তুলতে পারো তবে তোমার জন্য অনেক জব সেক্টর খোলা। সরকারি ক্ষেত্রে কৃশি থেকে জনস্বাস্থ্য কিংবা আবহাওয়া অধিদপ্তর সব জায়গায় দক্ষ জি আই এস এনালাইসিস্ট এর ব্যাপক চাহিদা। বেসরকারি পর্যায়েও বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং এন জি ও তে ডেভেলপমেন্ট সেক্টরে ইউ আর পি গ্রাজুয়েট দের চাহিদা ক্রমশ বর্ধমান। Rajuk,KDA,RDA,CDA,CoxDA এই উন্নয়ন কতৃপক্ষ গুলোতে Town Planner হিসেবে কাজ করার সুযোগ আছে।সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনে আরবান প্ল্যানের পদ রয়েছে। সমস্যা হল নিয়োগ অনিয়মিত এবং দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
তবে বহুমুখী সাব্জেক্ট হওয়ায় ভবিষ্যতে জব সেক্টর সুইচিং এর সুযোগ অন্য সাব্জেক্টের তুলনায় ইউ আর পি তে অনেক বেশি।
.
.
বাইরে চাকরীর বাজার কেমন?
ভালো এবং একটু অস্থির রকমের ই ভালো। তবে তোমাকে সেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন ও হতে হবে।
এ বিষয়ে Googling করলেই তোমার অনেক তথ্য পেয়ে যাবা।
.
.
রিসার্স ফ্যাসিলিটিজঃ
ফান্ডিং সহ স্কলারশীপের সুবিধা প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বেশ ভালোই। দেশে যেহেতু খুব অল্প পরিমাণ আরবান প্ল্যানার বের হয় (Buet-30,KUET-60,RUET-30…. ~200) তো এটা তোমাকে বাড়তি সুবিধা দিবে।
.
.
যারা ভালো করবে :
– যারা ধৈর্য্য ধরে ঘন্টার পর ঘন্টা ডাটা এনালাইসিস করে রিপোর্ট,প্রেজেন্টেশন তৈরি করার সক্ষমতা রাখো।
– Microsoft office, AutoCad,SPSS,ArcGIS,Google Sketch Up ইত্যাদি সফট ওয়ার এর কাজে যারা ভালো দক্ষ হবে
-যারা মানুষের সাথে মিশতে পছন্দ করো।
-যাদের দলগত কাজ এ আগ্রহ আছে, পরিশ্রম এবং ভ্রমন এ অনাগ্রহ নেই।
-যাদের চিন্তাশক্তি এবং ইচ্ছাশক্তি ভালো।
.
.
৪ বছরের ব্যাচেলর কোর্সের প্রাপ্তি ( সার্টিফিকেট এবং অর্জিত বিদ্যা বাদে):
.
.
– সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন সার্ভে এর সময় সরাসরি সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মতের মানুষের সাথে প্রত্যক্ষ ভাবে মেশার সুযোগ, অন্য কোন সাব্জেক্টে মানুষের এত কাছে যাবার সুযোগ আছে কিনা আমার জানা নেই।
-দলগত কাজের আনন্দ। ইউ আর পি বেশির ভাগ ল্যাব/প্রোজেক্ট গ্রুপ ওয়য়ার্ক নির্ভর। দলগত কাজ করার বা দলকে নেতৃত্ত দেবার মানসিকতা কর্মজীবনে তোমাকে অনেকটাই এগিয়ে রাখবে।
.
.
ইচ্ছাশক্তি,সহ্যশক্তি আর ” ইউ আর পি পড়ে ভুল করতেছিস/চাকরি হবেনা/এর থেকে ন্যাশনলে পড়া ভালো ছিল” মানুষের এসব কথা পাত্তা না দিয়ে নিজের ভবিষ্যত নিজের হাতে গড়ার মানসিক শক্তি থাকলে প্ল্যানিং এর জগতে তোমাকে স্বাগতম।
.
.
Kazi Seerat
URP(2K15),KUET