বেয়াড়া, বদের হাড্ডি, লেট মাস্টার থেকে সফলতার পথযাত্রী
-"না তেমন একটা সমস্যা নেই"-"আপনি ঠিক বলছেন তো ডাক্তার?"-"না মানে একটা ভালব একটু ফুটা দেখা গেলো। ব্যাপার না। এটা ঠিক হয়ে যাবে। ওর সমস্যা হার্টে না। ওকে সাইকাট্রিস্ট দেখান"বাবার মন টা খুব ই খারাপ। বের হল হাসপাতাল থেকে ছেলেটাকে নিয়ে। ছেলেটা এইদিকে বাবা কে টানছে বাসায় যাওয়ার জন্য। এই ছেলের ব্যাপারে একটু জানানোর দরকার। [...]