একটি ইমনের গল্প
সকালবেলা ঘুম থেকে উঠেই- ”আব্বা টাকা দাও। ভ্যানভাড়া লাগবে ৬ টাকা। “ স্যারের বাড়ি পর্যন্ত গেলে যাওয়া আসা ৮ টাকা লাগে। মোড়ে ভ্যান থেকে নেমে বাকি রাস্তাটুকু হেঁটে গেলে ৬ টাকাতেই হয়ে যায়। কিন্তু বাবা বলেন - ”দৈনিক ৬ টাকা করে দিলে কত লাগবে হিসাব আছে? ১৮০ টাকার মতো। আমি বাবা অতো টাকা দিতে [...]