উচ্চশিক্ষা ও বাংলাঃ আমাদের করণীয়
একুশ আমার অহংকার। অহংকার মানে এমন কিছু, যা শুধু আমাদের আছে, আর কারো নেই। সে ব্যাপারটা যেকোনোকিছুই হতে পারে। ভাষা আন্দোলন আমাদেরকে নিজেদের ভাষা নিয়ে অহংকার করার এই অধিকারটুকু এনে দিয়েছে। এজন্য সকল ভাষা আন্দোলনকারীদের জন্য রইলো অপরিসীম শ্রদ্ধা ও দোয়া। একুশের মহান স্মৃতির স্মরণে সবার আগে আমরা যে কাজটা করি, তাহলো খালি পায়ে প্রভাত ফেরি। [...]