৭ আগস্ট , আজকের এই দিনটি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থীদের জন্য আনন্দের ।

বিশ্ববিদ্যালয়ের ১৭ বছর পদার্পন এর ঠিক আগ মুহূর্তে এই রকম খুশির খবর যে কাউকে আনন্দিত করবে ।

আজকে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে , সাবেক ও বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের দিকটা তরান্বিত ‌করার এক নতুন এক চুক্তির কথা বলা হয়েছে।

Official Notice

সহজ কথায় একে একাডেমিক এন্ড রিসার্চ কোলাবোরেশন বলা হয়। এই চুক্তির আওতায় থাকা বিশ্ববিদ্যালয় গুলোতে এখন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষক শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন।

চুক্তিবদ্ধ বিশ্ববিদ্যালয় গুলোর নাম নিচে তুলে ধরা হলো-
১. Andong National University, South Korea

২. EGE University, Turkey

৩. University of Fukui, Japan
৪. Jadavpur University, India
৫. Kyushu Institute of Technology, Japan
৬. Saga University, Japan
৭. University of Malaysia Sarawak, Malaysia
৮. University of Technology Sydney , Australia
৯. Western Sydney University , Australia

বিশ্ববিদ্যালয়ের এই ভূয়সি উদ্যোগের জন্য সম্মানিত ভিসি মহাদয় , রেজিস্ট্রার , পরিচালক (ছাএ কল্যান ) সহ সংশ্লিষ্ট সবাইকে শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছে।

নাজমুল হাসান আনান
৩ য় বর্ষ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,খুলনা।