ইনফ্রারেড ফটোগ্রাফি এর কথা হয়তো অনেকে জানেন!
ইনফ্রারেড ফটোগ্রাফিতে ব্যবহৃত ক্যামেরার সেন্সরটি ইনফ্রারেড আলোর সংবেদনশীল। এই ক্যামেরার লেন্স দৃশ্যমান আলো ক্যামেরায় ঢুকতে না দিয়ে শুধু ইনফ্রারেড রে ঢুকতে দেয় এবং সেই আলো থেকেই ইমেজ প্রসেস করতে হয়। এই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্যগুলি প্রায় 700 এনএম থেকে প্রায় 900 এনএম পর্যন্ত।
সম্প্রতি রিলিজ হয়ে যাওয়া OnePlus কোম্পানির ফ্লাগশিপ ফোন OnePlus – 8 pro এর কোয়াড ক্যাম সেটাপের একটি ক্যামেরা এই ইনফ্রারেড ক্যামেরা।
এটি কাগজ৷ কালো প্লাস্টিক, এবং কাপড় এর অপর পাশে কি আছে তার ছবি তুলতে সক্ষম।
যেই ক্যামেরা এয়ারপোর্টে বা ক্রাইম সিন ফটোগ্রাফি তে ও হলিউড মুভি গুলোর রাতের দৃশ্য কে দিনে ফুটিয়ে তোলার জন্য।
যেই ছবি তোলার জন্য ডিএসএলার ক্যামেরা আর হায়ার এন্ড কম্পিউটার লাগতো সে ছবি প্রোসেস করতে।
যেই টেকনোলজি গুলো ব্যবহার হয় এয়ারপোর্ট গুলো তেও।
সেই একই কাজ OnePlus – 8 with in some seconds.
simply over powered.
বিষয়টা অনেক টা আপনার কলমে Ak-47 এড করা হল । যেখানে Ak-47 দেখাও যাবে না
এটা হয়তো এতোটা ভয়ানক মনে হচ্ছে না৷ কিন্তু ফোন কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া যায়। সেটা বিমান থেকে শুরু করে স্কুলে, কিংবা আদালতে, সব জায়গায়।
তবে OnePlus এই ফিচার টা লুকিয়ে রাখতে চেয়েছিল।
এজন্য তারা এর নাম দেয় Color Filter camera.
তাই তারা তাদের ক্যামেরা এপলিকেশন এর ডেডিকেটেড কোনো মোড এটার জন্য না দিয়ে, ফিল্টারের শেষ অপশন হিসাবে রেখেছে। মানে একটি নরমাল ফিল্টার এর মত।
এই বিষয় সামনে আসার পর, Oneplus – 8 এর একটি সফটওয়্যার আপডেট এর মাধ্যমে এটা ঠিক করবে বলে জানায়।( তারা গত ১৯-৫-২০২০ তারিখ একটি আপডেট এর মাধ্যমে ওই ক্যামেরার সব অপশন সরিয়ে ফেলে শুধুই চায়না তে । মানে এই কালার ফিল্টার ক্যামেরা বন্ধো করব দেয় তবে শুধু চায়নাতে)
এখন যদি ডিফল্ট ক্যামেরা এপ এর ইমেজ প্রসেসিং এলগোরিদম চেঞ্জ করে ওই ক্যামেরা কে যদি ব্যবহার অনুপযোগী করেও দেয় তবুও
এসব এন্ড্রয়েডে ফোনের ক্যামেরা পোর্ট কোম্পানি থেকেই উন্মুক্ত থাকে, সেখানে যদি কোনো থার্ডপার্টি ক্যামরা এপ আসে এই ইনফ্রারেড ক্যামেরার জন্য। যেভাবে গুগল ক্যাম কাজ করে অন্য ডিভাইসে তখন?
আর প্রোসেসিং ফোনে না হলেও যদি ছবিও তোলা হয় এই ক্যামেরা টি ব্যবহার করে এবং পরে কম্পিউটার ব্যবহার করে ইনফ্রারেড ছবি পাওয়া সম্ভব।
এখানে আরেকটা কথা আছে, আরেকটা সোর্স লিকড খবর এ বলছে One-plus যে এই ক্যামেরার ব্যবহার বন্ধো করবে এর জন্য তারা যে ধরনের সফটওয়্যার আপডেট আনতে চাচ্ছে সেটা তারা শুধু চায়নাতে আনতে পারবে এমন অথিরিটি আছে তাদের!
কেন হল এমন তবে?
এটি একটি ফ্লাগশিপ ডিফাইস, এজন্য OnePlus চেয়েছিল কিছু ইউনিক ফিচার এড করতে৷ তারা হয়তো ডিজাইন শেষ করে হয়তো প্রোডাকশন ও শুরু করেছিল৷
কিন্তু তখন কোম্পানির কেউ অনুভব করে এটা কতটা Over- powered.
হয়তো তখন তারা চাইলেও তারা কিছু করতে পারে নি৷
প্রোডাকশন লাইন রি এসেম্বেল করা অনেক খরচ এর ব্যাপার।
আর OnePlus কন দামে ফ্লাগশিপ ফোন দেবার জন্য পরিচিত।
এখন তারা হয়তো ভেবেছিল এই ফিচার লুকিয়ে রাখলে মানুষ খুজেও পাবে না।
কিন্তু এটা যে এতোবড় ব্যাপার হবে তারা হয়তো ভাবেও নি।
তারা তাদের প্রি রিলিজ প্রেস কনফারেন্স এও কোনো কথা বলে নি এই ফোনের এই ক্যামেরা নিয়ে।
এখন কতখানি বিষয় তাদের হাতে থাকবে সেটাই দেখার বিষয়।
#AbhiIDT
Join our group বাংলায় বিজ্ঞানচর্চাঃ Engineer’s Diary Science Club