আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কিভাবে পিএইচডি সুপারভাইজর সিলেক্ট করবো?
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সুপারভাইজর সিলেক্ট করার দুইটি ধাপ রয়েছে । প্রথম ধাপে সাধারনত স্টেটমেন্ট অব পারপোসে তিনজনের প্রফেসরের গবেষণাকে সামনে রেখে নিজের রিসার্চ ইন্টারেষ্টকে সাজাতে হয় । এই ক্ষেত্রে প্রফেসরের গবেষণা প্রবন্ধ কোন কোন জার্ণালে প্রকাশিত হয়, বছরে প্রফেসর কয়টি আর্টিকেল প্রকাশ করেন, এবং প্রফেসরের গ্রুপে গ্রাজুয়েট স্টুডেন্ট আছে কি না এই বিষয়গুলো সামনে রেখে [...]