আমেরিকায় পিএইচডি করতে আসার আগে কয়েকটি বিষয়ে আন্ডারগ্রাডেই অভ্যস্ত ও দক্ষ হওয়া প্রয়োজন :

১. রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস এবং তার ক্রিটিক্যাল এনালাইসিস করার দক্ষতা অর্জন করা: আমেরিকায় গ্রাড লেভেল কোর্সে টেক্সবুকের চাইতে বিভিন্ন রিসার্চ আর্টিকেল ব্যবহার করা হয়। তাছাড়া গবেষণায় রিসার্চ আর্টিকেল পড়ার কোনো বিকল্প নেই।

২. সাইন্টিফিক রাইটিং:
সাইন্টিফিক রাইটিংএ রেফারেন্স ব্যবহার করতে হয়। বিভিন্ন আর্টিকেল পড়ে কোনো একটি বিষয়ের উপর তার সারসংক্ষেপ লিখতে পারা নিজের ভাষায় (ইংরেজিতে) কোনোরূপ কপি-পেষ্ট না করে।

আমেরিকায় গ্রাড লেভেল কোর্সে রিভিউ রিপোর্ট লিখতে হয়। থিসিস প্রপোজাল, ম্যানুসক্রিপ্ট, ও থিসিস লিখতে সাইন্টিফিক রাইটিংএ দক্ষ হওয়া খুবই জরুরী।

৩. প্রেজেন্টেশানে দক্ষ হওয়া:
যেকোন টপিস্কের উপর পাওয়ার পয়েন্ট তৈরী করতে পারা এবং পাওয়ার পয়েন্টই বিভিন্ন ড্রয়িং, ফ্লো-চাট, ও এনিমেশন করতে দক্ষ হওয়া। গ্রাড লেভেল কোর্সে, গ্রুপ মিটিং-এ, প্রপোজাল ডিফেন্সে, টিচিং এসিসটেন্টশিপে, থিসিস কমিটি মিটিং-এ, থিসিস ডিফেন্সে, সিমপোজিয়াম ও কনফারেন্সে প্রেজেন্টেশান দিতে হয়। প্রেজেন্টেশান দক্ষতা ছাড়া গ্রাড স্কুলে সারভাইভ করা মুশকিল।

৪. ডাটা এনালাইসিস ও বেসিক প্রোগ্রামিং:
গবেষণায় বিভিন্ন RAW বা ক্রুড ডাটা জেনারেট করা হয়। এই সব ডাটা একসেল (Excel) বা সমমানের প্রোগ্রাম (যেমন: Origin Lab, Sigma Plot, Graphpad prism, mathlab, Mathematica) ব্যবহার করে গ্রাফ, প্লট, স্ট্যাটিসটিকাল ( বিভিন্ন রিগ্রেশন ও PCA) এনালাইসিস করতে হয়।

এইসব বেসিক বিষয় শিখতে ইচ্ছা না করলে এবং এতে আনন্দ না পেলে আমরিকার গ্রাড স্কুলে সারভাইভ করা মুশকিল।

লেখকঃ  মোহাম্মদ আব্দুল হালিম
Assistant Professor of Chemistry and Biochemistry at Kennesaw State University
Founder and Member of Trustee Board at The Red-Green Research Centre

রিসার্চ এবং পেপার রাইটিং নিয়ে অনুশীলন একাডেমি এবং JBRATRC আয়োজন করেছে মাস্টার কোর্স। এনরোল করতে এই লিংকে ভিজিট করুন।