রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং উত্তরাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
দেবদারু ঘেরা এই ক্যাম্পাসে বর্তমানে ৫০০০ এর অধিক আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী এবং ৩০০ এর অধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।
Maps, Directions and Place Reviews
Rajshahi University of Engineering and Technology
6204 Rajshahi – Dhaka Hwy, Rajshahi
0721-750742
https://maps.app.goo.gl/MGZx8N6jeLvWGxb3A
Location:
রুয়েট ক্যাম্পাস ঢাকা থেকে উত্তর-পশ্চিমে ২৫০ কিলোমিটার দূরত্বে রাজশাহী বিভাগীয় শহরের ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কাজলায় অবস্থিত। তার পূর্বেই রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঢাকা থেকে রাজশাহী আসতে বাসে ৬ ঘন্টা এবং ইন্টারসিটি ট্রেনে ৪ ঘন্টার মত সময় লাগে। রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনাল থেকে রুয়েট ক্যাম্পাসের দূরত্ব ৪ কিলোমিটার এবং শাহ মুখদুম এয়ারপোর্ট থেকে রুয়েট ক্যাম্পাসের দূরত্ব ৮ কিলোমিটার।
History
রুয়েট ১৯৬৪ সালের ডিসেম্বরে ১২২ জন ছাত্র নিয়ে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধীনে প্রকৌশল অনুষদ হিসেবে যাত্রা শুরু করে।
তখন এখানে যন্ত্রকৌশল, পুরকৌশল এবং তড়িতকৌশল বিভাগের অধীনে সন্মান ডিগ্রী প্রদান করা হত। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। কারণ এর প্রশাসন নিয়ন্ত্রণ করত শিক্ষা মন্ত্রনালয়; একাডেমিক ক্যারিকুলাম ঠিক করত রাজশাহী বিশ্ববিদ্যালয় আর অবকাঠামোগত উন্নয়ন নিয়ন্ত্রণ করত পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট।

ETE RUET
এ সমস্যা সমাধানের জন্য ১৯৭৩ সালে কয়েকটি কমিশন ও কমিটি গঠন করা হয়। এই কমিশন ও কমিটির সুপারিশের ভিত্তিতে দেশের চারটি প্রকৌশল মহাবিদ্যালয় কে স্বায়ত্তশাসন দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
এর জন্য বুয়েটের তৎকালীন উপাচার্য ডঃ ওয়াহিদ উদ্দীনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।এই কমিটি দেশের চারটি প্রকৌশল মহাবিদ্যালয় কে একত্রে নিয়ে ১৯৮৬ সালের জুলাই মাসে বাংলাদেশ ইনিস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি), রাজশাহী গঠন করে।
কিন্তু সীমিত স্বায়ত্তশাসন এবং বিআইটি অধ্যাদেশের কিছু সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে রুয়েটের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছিল। তখনই বিআইটি গুলিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপন্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এর ফলশ্রুতিতে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় বিলটি পাশের মাধ্যমে ২০০৩ সালের ১লা সেপ্টেম্বর এটিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ রূপান্তর করা হয়।
বর্তমানে রুয়েটে প্রকৌশল, স্থাপত্যবিদ্যা ও নগর পরিকল্পনা বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে ৫০০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করে এবং মোট শিক্ষকের সংখ্যা তিন শতাধিক।

Campus
দেবদারু ঘেরা রুয়েট ক্যাম্পাসের আয়তন ১৫২ একর। প্রতিটা ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্টের জন্য রয়েছে ৫ টি একাডেমিক ভবন, একটি প্রসাশনিক ভবন, পাঁচতলা লাইব্রেরি ভবন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার।
প্রতিটা ডিপার্টমেন্টের জন্য রয়েছে আধুনিক ল্যাব। ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য রয়েছে সেন্ট্রাল কমন রুম এবং জিমনেশিয়াম, কেন্দ্রীয় খেলার মাঠ, বাস্কেটবল গ্রাউন্ড, টেনিস কোর্ট।
ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে রেসিডেন্সিয়াল এরিয়া। যেখানে রয়েছে মেয়েদের জন্য ১ টি এবং ছেলেদের জন্য ৬ টি হল, টিচারদের জন্য ডরমিটরি এবং কর্মকর্তা-কর্মচারিদের জন্য কোয়টার.

Proud to be a RUETian. My Life is RUET!!
বিভিন্ন অনুষ্ঠান এবং সেমিনার আয়োজনের জন্য প্রতি ফ্যাকাল্টিতে আলাদা আলাদা সেমিনার রুম এবং একতি সুবিশাল সেন্ট্রাল অডিটোরিয়াম রয়েছে।
বাহিরে থেকে আগত অতিথিদের জন্য রয়েছে থ্রি-স্টার কোয়ালিটির গেস্টহাউজ। এছারাও রুয়েট ক্যাম্পাসে ২৪ ঘন্টা এম্বুলেন্স সুবিধা সহ মেডিকেল সেন্টার রয়েছে।
Education System
তিনটি ফ্যাকাল্টির আন্ডারে মোট ১৪ টি বিভাগে প্রতি বছর কঠিন ভর্তি পরিক্ষার মাধ্যমে ১২৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।
রুয়েটে একাডেমিক কার্যক্রম ক্রেডিট সিস্টেমে বছরে দুইটি সেমিস্টারে সম্পন্ন হয় এবং আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে চার বছয় মেয়াদী Bachelor of Science in Engineering (B.Sc. Engg.) ও Bachelor of Urban and Regional Planning (BURP) এবং ৫ বছর মেয়াদী Bachelor of Architecture (B. Arch.) ডিগ্রী প্রদান করা হয়।
এছারাও রুয়েটে মোট ৮ টি ডিপার্টমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট এবং ডক্টরাল ডিগ্রী প্রদান করে থাকে।
Departments
রুয়েটে ৪ টি ফ্যাকাল্টির আন্ডারে মোট ১৮ টি বিভাগ রয়েছে যাদের মধ্যে শুধুমাত্র ১৪ টি বিভাগ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রী প্রদান করে। ফ্যাকাল্টি অনুযায়ী ডিপার্টমেন্ট গুলো হল-

Civil Engineering Building, RUET
পুরকৌশল অনুষদ-
- পুরকৌশল বিভাগ
- বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
- স্থাপত্য বিভাগ

IPE RUET
যন্ত্রকৌশল অনুষদ-
- ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
- যন্ত্রকৌশল বিভাগ
- গ্লাস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
- মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- কেমিক্যাল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ

EEE Building, RUET
তড়িৎ এবং কম্পিউটার কৌশল অনুষদ-
- তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ
- ইলেক্ট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
অ্যপ্লাইড সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ-
- পদার্থ বিজ্ঞান বিভাগ
- মানবিক বিভাগ
- রসায়ন বিভাগ
- গণিত বিভাগ
রুয়েটের সবগুলো বিভাগের রিভিউ পড়ুন এখানে
Lab Facilities
গবেষনা এবং সেরা শিক্ষা প্রদানের জন্য রয়েছে আধুনিক ল্যাব সুবিধা। রুয়েটের ল্যাব গুলো হল-

RUET Architecture
পুরকৌশল অনুষদ-
- Soil Mechanics Lab
- Strength of Materials Lab
- Fluid Lab
- Environment Lab
- Public Health Lab
- Transportation Lab
- Concrete Lab
- GIS Laboratory
- Cartography Laboratory

Material Science and Engineering Department(MSE) – RUET
যন্ত্রকৌশল অনুষদ-
- Thermal Engineering Lab (Heat Engine Lab)
- Fluid Mechanics and Energy Lab
- Applied Mechanics and Machine
- Design Lab
- Material Science and Metallurgy Lab
- Metrology Lab
- Wood Shop
- Machine Shop
- Foundry Shop
- Boiler Shop
- Fitting Shop
- Welding & Sheet Metal Shop
- Computer Lab
- Ceramic Forming Lab
- Micro-structure Lab
- Ceramic Testing Lab

CSE RUET
তড়িৎ এবং কম্পিউটার কৌশল অনুষদ-
- Electrical Machine LAB
- Electronics and Power Electronics Lab
- Electrical Circuit and Measurement Lab
- Computer Lab-1
- Telecommunications and
- Microwave Lab
- Photovoltaic and Nanotechnology Lab
- Computer Lab-2
- Power Electronics & Green Energy lab.
- High Voltage Lab
- Software Lab
- Network Lab
- Operating System Lab
- Hardware Lab
- ACL Lab
- Game and Android Development Lab
- Communication Laboratory
- Antenna and Propagation
- Laboratory
- Photonics Laboratory
- Digital Signal Processing Laboratory
- Microelectronics Laboratory
- IOT Lab
অ্যপ্লাইড সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ-
- Physics Lab
- Chemistry Lab
Hall Facilities
ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৭ টি আবাসিক হল রয়েছে, যার মধ্যে ৬ টি ছেলেদের এবং ১ টি মেয়েদের হল।
হল গুলোর তালিকা-
- শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান হল
- শহীদ আব্দুল হামিদ হল
- শহীদ শহিদুল ইসলাম হল
- টিনশেড হল (শহীদ শহিদুল ইসলাম হলের এক্সটেনশন)
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল
- শহীদ লেঃ সেলিম হল
- দেশরত্ন শেখ হাসিনা হল (লেডিস হল)
Scholarship Facilities
রুয়েটে সিজিপিএ এর ভিত্তিতে প্রতিটি ডিপার্টমেন্টের ৫০% শিক্ষার্থীকে বার্ষিক ৩৮৯০ টাকা করে কারিগরি বৃত্তি প্রদান করা হয়।
Internet Facilities
পুরো রুয়েট ক্যাম্পাস উচ্চগতির ফ্রি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে যুক্ত রয়েছে। শিক্ষক, স্টুডেন্ট, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য রয়েছে আলাদা আলাদা কানেকশন ব্যবস্থা।

Activities
বৃহস্পতিবার এবং শুক্রবার দুইদিন সাপ্তাহিক ছুটি। এছাড়া বাকি দিনগুলোতে ডে এবং সাইকেল সিস্টেমে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বছর জুড়েই বিভিন্ন কালচারাল একটিভিটিস এবং বিভিন্ন দিবস পালিত হয়।
Sports and Entertainments
ক্যাম্পাসে ইনডোর আউটডোর সব রকম খেলাধুলারই ব্যবস্থা আছে। প্রতি বছরই এক্সট্রা ডিপার্টমেন্ট ফুটবল, ক্রিকেট ট্যুর্নামেন্টস, ইন্ট্রা ডিপার্টমেন্টাল ইনডোর-আউটডোর ট্যুর্নামেন্টস, ইন্ট্রা হল ইনডোর ট্যুর্নামেন্টস অনুষ্ঠিত হয়।
Admission Procedures and Entry Requirements
রুয়েটে প্রতি বছর ১৪ টি ডিপার্টমেন্টে ১২৩০ জন শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবার সুযোগ পায়। একজন শিক্ষার্থীকে রুয়েটে ভর্তি হতে হলে দুইধাপে বাছাইয়ে মনোনিত হতে হয়। প্রথম ধাপে ন্যুনতম আবেদন যোগ্যতার ভিত্তিতে অনলাইনে আবেদেন করতে হয়।
তারপর আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ধাপে বাছাইয়ের পর ৯০০০ জন শিক্ষার্থীকে ৩৫০ মার্কের লিখিত ভর্তি পরিক্ষা দেবার সুযোগ প্রদান করা হয়। তারপর ভর্তি পরিক্ষার মাধ্যমে চূড়ান্ত মনোনয়নে ১২৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।
ভর্তি প্রস্তুতির পরামর্শ জানুন এখানে
ভর্তির জন্য নির্ধারিত বিভাগ, আসন সংখ্যা এবং বিগত সাল গুলোতে মেরিট অনুযায়ী প্রাপ্ত বিভাগের তালিকা-

Departments allocations with merit
আবেদন যোগ্যতা (২০১৯ সালের সার্কুলার অনুযায়ী):
- অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
- ২০১৬ বা তৎপরবর্তী সালের এসএসসি অথবা সমমানের পরিক্ষায় জিপিএ ৫ এর ভিতর ৪.০০ পেয়ে পাশ হতে হবে।
- ২০১৯ সালের HSC অথবা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি- এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৮.৫ এবং উল্লেখিত বিষয়গুলোর মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে পৃথকভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ ও ইংরেজিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫ পেয়ে পাশ হতে হবে।
- GCE “O” লেভেল এবং “A” লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE “O” লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে B গ্রেড এবং নভেম্বর ২০১৮ সালের পরে GCE “A” লেভেল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে।
- ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ থাকা সাপেক্ষে ২০১৯ সালের এইচএসসি অথবা সমমান পরিক্ষায় উপরে উল্লেখিত গ্রেড পয়েন্ট পেয়ে পাশ হতে হবে। লেটার গ্রেডের ক্ষেত্রে এর সমতুল্য মান সম্পর্কে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত সনদপত্র জমা দিতে হবে।
আবেদন করতে www.ruet.ac.bd/admission লিংকে প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন ফরম পূরণ করে Submit করতে হবে।
অনলাইনে আবেদনের জন্য যে সকল তথ্য প্রয়োজন হবে-
- SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, পাশের সন এবং শিক্ষা বোর্ড।
- JPG Format এ সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (studio Quality, Height-575 to 625pixel, Width-415 to 475pixel, Size Less than 100 KB)
আবেদনপত্র Submit করার পর আবেদন ফি পরিশোধের জন্য প্রত্যেক আবেদনকারী একটি Bill Number পাবে। উক্ত Bill Number এর বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য যে, ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদনপত্র অপেক্ষমান (Penaling) থাকবে এবং ফি প্রদান ব্যতীত আবেদন সম্পন্ন হবে না।
প্রতি গ্রুপের জন্য আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি এর পরিমাণ নীচে উল্লেখ করা হলো,
- ক (KA)- ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ- ৯০০/- (নয়শত) টাকা।
- খ (KHA)- ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ, আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ এবং স্থাপত্য বিভাগ- ১১০০/- (একহাজার একশত) টাকা ।
ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি নিম্নরূপঃ
- Step-1: ডায়াল *322#
- Step-2: *1. Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে।
- Step-3: *1. self অপশন সিলেক্ট করতে হবে। (নিজ একাউন্টের ক্ষেত্রে প্রযােজ্য)
- Step-3(a): *2. Other” অপশন সিলেক্ট করতে হবে। (নিজ একাউন্ট ব্যতীত অন্য একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে) ।
- Step-3(b): “Enter Payer Mobile No” এর স্থলে নিজের Mobile No টাইপ করতে হবে।
- Step-4: *0. Other’ অপশন সিলেক্ট করতে হবে।
- Step-5: Enter Biller ID. এর স্থলে “2555 টাইপ করতে হবে।
- Step-6: Enter Bill Number এর স্থলে অবশ্যই ওয়েবসাইট থেকে প্রাপ্ত নিজ Bill Number টি প্রদান করতে হবে।
- step-7: Enter Amount এর হলে সর্বমোট ফি (ক – ৯০০/- টাকা এবং খ – ১১০০/- টাকা) এর পরিমাণ দিতে হবে৷
- Step-8: Enter PIN এর স্থলে Customer এর ডাচ-বাংলা মোবাইল ব্যাংক Account এর PIN নম্বর দিতে হবে।
- step-9: রকেট কর্তৃক Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (Txnid) সংরক্ষণ করতে হবে।

ece ruet
এডমিশন টেস্ট
ক গ্রুপের জন্য ৩৫০ নম্বরের সম্পূর্ণ লিখিত পরীক্ষা ।
“খ” -এর জন্য ৩৫০ নম্বরের সম্পূর্ণ লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা।
ক গ্রুপে মোট ৩৫ টি প্রশ্ন থাকবে সময় ২ ঘন্টা ৩০ মিনিট।
ক গ্রুপের জন্য নম্বর বন্টন- পদার্থ বিজ্ঞান ১০০, গণিত ১০০, রসায়ন ১০০, ইংলিশ ৫০।
খ গ্রুপের জন্য ক গ্রুপের নম্বর বন্টন ছাড়াও ১০০ নম্বরের ড্রয়িং পরিক্ষা।
পরীক্ষার কক্ষে ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস (যেমনঃ কম্পিউটার ট্যাব/আইপ্যাড, মােবাইল ফোন এবং নেটওয়ার্ক এর সহিত যুক্ত হতে সক্ষম সকল ইলেকট্রনিক ডিভাইস) আনা নিষিদ্ধ।
ফলাফল
সাধারণত এডমিশন টেস্টের সাতদিন পর ওয়েবসাইটে ফলাফল ঘোষণা করা হয়।
Research Institutes
রুয়েটে বর্তমানে তিনটি রিসার্চ ইনিস্টিটিউট রয়েছে, যেগুলো হল-
- Institute of Information and Communication Technology (IICT)
- Institute of Energy and Environmental Studies (IEES)
- Institute of Natural Hazard & Disaster Management (INHDM)

RUET GCE Building
Organisations and clubs
রুয়েটের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ক্লাব এবং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছে। এসব ক্লাব এবং অর্গানাইজেশনের সদস্যরা প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ফেস্ট, কম্পিটিশনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং করে চলছে।
উল্লেখ্যযোগ্য কয়েক ক্লাব এনং অর্গানাইজেশনের তালিকা-
- IEEE RUET Student Branch
- Radio RUET
- Robotic Society of RUET (RSR)
- Society of Automotive Engineers-RUET (SAER)
- Civil Engineering Society of RUET
- RUET Debating Club (RUET DC)
- RUET Career Forum (RCF)
- Telecommunication Club
- RUET Analytical Programming Lab (RAPL)
- Astronomy and Science Society of RUET (ASSR)
- অনুরণন: The cultural Club of RUET
- সমানুপাতিক: A voluntary organisation of RUET
- Photographic Society of RUET (PSR)
- RUET Cricket Club
- RUET Football Club (RUET FC)
- Society of Computer Aided
- Designer, RUET (SCADR)
- RUET Earthquake Society
- RUET AutoCad Club
- Tennis Club RUET
- Team Crack Platoon
- Team Annex
- RUET Fitness Club
- নিরাপদ রক্তের বন্ধন(নিরব): A voluntary blood donating organisation of RUET
- Machine Learning Group Of RUET
- RUET English Language Club (RELC)
- RUET Firefox Club
- Cube Club of RUET
- RUET Film Club
- Mathematical Society of RUET
- RUET Tourist Club
- RUET HAWKS (RUET Basketball Club)
- RUET Chess Club
- Innovation Society of RUET (ISR)

BECM RUET
সর্বোপরি দেশের অন্যতম সেরা দেবদারু ঘেরা চির সবুজ এই বিদ্যাপিঠে ভর্তিইচ্ছুক সকলকে সুস্বাগতম।
Written by- MD. Rabiul Hasan, BECM’18, RUET
Photo Credit: Photographic Society of RUET – PSR, Beauty of RUET Campus.
ভর্তি প্রস্তুতির জন্য আমাদের গ্রুপে যোগ দিন হতে চাইলে RUETian