আমেরিকায় উচ্চশিক্ষায় ব্যায় এর মাঝে অ্যাপ্লিকেশন ফি একটি বড় অংশ। একটু বুদ্ধি খাটিয়ে এটিও ওয়েভ করা যায়। অ্যাডমিশন কমিটির প্রধানকে মেইল দিয়ে (মেইলে বলবেন যে অনেক গুলোতে অ্যাপ্লাই করেছেন যেটার কস্ট আপনার বহন করা আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে) বা নরমালি অনেক জায়গায় ফি ওয়েভ থাকে।

আজকে এরকম বেশ কয়েকটি ইউনিভার্সিটির লিস্ট দিলাম যারা ফল ‘২৩-এ ফি ওয়েভ করছে। আশা করি, কাজে লাগবে।

বি:দ্র: অনেক ডিপার্টমেন্ট ফি ওয়েভ করে তাই লিস্ট এর ইউনিভার্সিটি এর ওয়েবসাইট চেক করে দেখে নিবেন আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন সেটায় ওয়েভ করেছে কিনা!

1. University of Southern California, Marshall (USC Marshall)
2. University of California, Los Angeles (UCLA)
3. University of Maryland (UMD)
4. New York University (NYU)
5. Northeastern University
6. University of Massachusetts Boston (UMass)
7. Stevens Institute of Technology
8. Illinois Institute of Technology (IIT)
9. University of South Florida (USF)
10. The Culinary Institute of America
11. Queen Mary University of London
12. Michigan Tech University (MTU)
13. The Culinary Institute of America
14. Wayne State University (WSU)
15. New York Institute of Technology (NYIT)
16. Utah State University (USU or Utah State)

হ্যাপি হায়ার স্টাডি!

MD.Rakibul Islam
Software Engineer, Selopia

 

একাডেমিক পেপার রাইটিং এ সহযোগীতা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেসেজ করুন Thesis and Research Papers Support পেজে।

রিসার্চ এবং পেপার রাইটিং নিয়ে অনুশীলন একাডেমি এবং JBRATRC আয়োজন করেছে মাস্টার কোর্স। এনরোল করতে এই লিংকে ভিজিট করুন।