অনেকে দাঁতকে শরীরের কোন অংশ হিসেবে গুরুত্বই দেয় না।সপ্তাহে একবার দাঁ মাঝলেও মাঝে আবার নাও মাঝতে পারে।
এই জন্যই বাংলাদেশের মানুষ আমরা, দাঁতের ডাক্তার বললেই বোঝে নেয় সেই সব মানুষকে,যারা গ্রামের সাপ্তাহিক হাটে, গাছের নিচে বসে দাঁত তুলে।
তাদের ধারনা মতে দাঁতের ডাক্তার শুধু দাঁতই তুলে।আর কিছু না।

আমি অনেক অনেক বার,আমার আত্নিয়-স্বজনদের থেকে এই তাচ্ছিল্যভরা দাঁতের ডাক্তার নামটা শুনেছি।কষ্ট লাগে নেই,কারণ আমি জানি আমি কি হতে যাচ্ছি,দাঁত তুলবো না কি করবো তা আমি জানি।

দূরের সম্পর্কের কিছু আত্নিয়কে অবশ্য উপযুক্ত জবাবটাও দিয়েছিলাম।
যাই হোক অনেক হলো এবার আসল কথায় আসি,”কেমন পরীক্ষা দিলে সবাই,ঠিক ঠাক মতো মাথা ঠান্ডা রেখে কোপাতে পারছতো??”

কথা হলো যে যত ভালই পরীক্ষা দেও না কেন,কঠিন বাস্তবতাটা সবাইকেই মেনে নিতে হবে।যতগুলো সিট আছে চান্সতো ঠিক তত জনই পাবে।যারা চান্সপাবে তাদের অগ্রিম অভিনন্দন🌹🌹
আরা যারা পাবে না তারা বোকার মতো হতাশ হয়ে ভেঙ্গে পরো না,ভুলে যেও না “উপর ওয়ালা সবার জন্যই একটা করে কর্মক্ষেত্র ঠিক করে রেখেছেন”।শুধু সঠিক জায়গায় শ্রম দিতে আমরা ভুল করি।

এখন লাইনে আসি একটু,”বি.ডি.এস পড়বো না,ডেন্টাল ভাল লাগে না,বাবা-মা চায় না,মানুষ দাঁতের ডাক্তার বলে”এইসব মনে নিয়ে অনেকেই পরীক্ষা দিছো,হয়ত এরকম ধারণা পোষনকারীদের সংখ্যাটাই বেশি হবে।

চান্স পাবার পরেও,ইবেন ভর্তি হবার আগে “হবো কি না” এইসব নিয়ে দুটানাই ঝুলবে।
তাদের উদ্দেশ্যে একটু বলি।

BDS এর ধারণা পরিষ্কার হবার জন্য আশা করি পোষ্টটি সহায়তা করবে।
BDS- Bachelor of Dental Surgery…

তোমাদের কোর্সের নাম এইটা।যা শুধু মাত্র তোমাদের সময় থেকেই ৫বছরের কারিকুলামে নতুন ভাবে চালু হতে যাচ্ছে।MBBS এর মতো।
1st prf:One & half year
2nd prf:One year
3rd prf:One year
4th/final prf:One & half year..
তার মানে তোমরা পাচ্ছো নতুন ধারার, বিশ্বমানের ডেন্টিস্ট্রি।
বাংলাদেশে ডেন্টালের ভবিষৎ :
বি.ডি.এস পাশের পর তুমি একজন ডেন্টাল সার্জন।নিজের চেম্ববার দিতে পারবে।
আছে BCS এর সুযোগ।BCS হলে তুমি একজন সরকারি সহকারী ডেন্টাল সার্জন পদে নিযুক্ত হবে।
আছে ADC হিসেবে সেনাবাহিনীতে যাবার সুযোগ।
প্রাইভেট চেম্বারে কাজ করার অনেক অফার।
মোট কথা BDS পাশের পর তোমার আর বেকার থাকতে হচ্ছে না।

Branches of Dentistry……
1.Conservative Dentistry & Endodontics
2.Periodontics
3.Prosthodontics
4.Public Health Dentistry
5.Oral Medicine & Radiology
6.Oral & Maxillofacial Surgery
7.Orthodontics Dentofacial Orthopedics
8.Oral & Maxillofacial Pathology
9.Pedodontics and Preventive Dentistry

এবার পোষ্ট গ্রেজুয়েশন:
FCPS,MS করতে পারবে.
আমার জানামতে ৪টাতে FCPS করা যাবে।
1.Orthodontics & Dentofacial Orthopedics
2.Oral & Maxiliofacial Surgery
3.Conservative Dentistry & Endodontics
4.Prosthodontics

দেশের সীমা পেরিয়ে একটো বিদেশ যাওয়া যাক:
আছে BDS পাশের পরেই দেশের বাইরে যাবার সুযোগ।
বিদেশে ডেন্টিস্ট্রির প্রসার এত্তো বেশি যে,কিছু কিছু দেশে নাম্বর -১ প্রোফেশন ডেন্টিস্ট্রি।
দেশের বাইরে পোষ্ট গ্রেজুয়েশন:

1.MS
2.MSD
3.MMSc
4.MDent
5.MDS
6.DClinDent
7.FCPS
8.DDSc
9.DMSc
10.DDent
11.PhD.

সেই সাথে মোটা অংকের ইনকামতো আছেই😜
আশা করি এতে কিছুটা হলেও বি.ডি.এস নিয়ে ধারণাটা পরিষ্কার হয়েছে।
শুভ কামনা ও অনেক অনেক দোয়া রইলো সবার জন্য।🌹🌹