BUILDING ENGINEERING AND CONSTRUCTION MANAGEMENT
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের কোনো কফিশপে বসে তুমি সুউচ্চ ভবনগুলো দেখে অভিভূত হয়ে ভাবছো কীভাবে এগুলো তৈরি হল, কারা এগুলো বানালো? তোমার চোখের মণিতে তখন অদ্ভুত বিস্ময়ে প্রতিফলিত হচ্ছে সুউচ্চ অট্টালিকাগুলো।
ধরো, একটা ভবনের যাবতীয় কাজ সম্পর্কে একজন সম্যক ধারণা রাখে, ভবন নির্মাণ সম্পর্কে একজন প্রকৌশলী, স্থপতি, প্ল্যানার এর অসামান্য মেলবন্ধন ঘটেছে একটি সাবজেক্টে ব্যাপারটি কতটি ফলপ্রসূ তা সহজেই অনুমেয়।
একটি বিল্ডিং এর প্ল্যানিং, ডিজাইন কন্সট্রাকশন, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্টসহ পরিবেশবান্ধব বিল্ডিং এর সকল কাজ একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার এর হাতে। পুরো cost estimate করে প্রজেক্ট efficiency সর্বোচ্চ করাও একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার এর হাতে।
একটি ভবন সম্পন্ন করতে একজন প্ল্যানার, স্থপতি, পুরকৌশলী এবং ম্যানেজার এর প্রয়োজন পড়ে। এক্ষেত্রে কাজের দীর্ঘসূত্রীতা দমন এবং ব্যয় পরিসীমিত করার জন্য ২০১৩ সালে কুয়েটে এবং ২০১৬ সালে রুয়েটে Building Engineering and Construction Management বিভাগের উৎপত্তি।
Prospects of BECM
১. যেকোনো কন্সট্রাকশনের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন।
২. নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের সমাধান।
৩. একটি effective এবং realistic work-schedule প্রস্তাবন।
৪. ব্যয় নির্ধারণ এবং ব্যয়ের ক্ষেত্র সুনির্দিষ্ট করা।
৫. একটি প্রজেক্টের functional requirements সুনির্দিষ্ট করা।
৬. শ্রমিকদের মধ্যে কাজের সুষ্ঠু বন্টন।
৭. কন্সট্রাকশনের ঝুঁকি নির্ণয় ও এর সমাধান।
৮. নির্মাণের জন্য উৎকৃষ্ট উপকরণ নির্ধারণ।
যা যা পড়ানো হয় :
BECM এ যা যা পড়ানো হয়:
1.Civil Engineering এর Basic Courses.
2. Building and Construction Materials
3.Architectural Graphics And Engineering Drawing
4.Building Engineering Systems
5.Construction And Risk Management
6.Aesthetic Design
7.Construction Estimating,Techniques and Equipments
8.Numerical Analysis And Computer Programming
9.Structural Analysis and Design
10.Research Methodology
11.Reinforcement Concrete Structure
12.Architectural Designs
13.Acoustics and Lightning
14.Green Building Construction Technology
15.Real State Development and Facilities Management
16.Mechanics
17.Manual Drawing
18.Architecture and Aesthetic Qualities.
19.একটা বিল্ডিং এর পাওয়ার ডিস্ট্রিবিউশন ও ইলেক্ট্রিকাল সিস্টেম ডিজাইনের জন্য Electrical Engineering পড়ানো হয়।
20.এছাড়াও Fire Engineering,Wind Engineering,Earthquake Engineering ও পড়ানো হয়।
Civil Engineering এর কোর্সগুলো বিল্ডিং এর স্ট্রাকচারাল ফাউন্ডেশন,কন্সট্রাকশন,মেইনটেনেন্স আর সেইফটি সিস্টেমের জন্য পড়ানো হয়।
একজন Building Engineer এর কাজ শুধু এর মধ্যেই সীমাবদ্ধ না।Building design আর Construction এর সাথে Building এর বিভিন্ন সিস্টেম যেমন Fire safety,Lightning,Venting,Sustainability,Heavy Wind Control,HAVC System ইত্যাদি ডিজাইন করে একজন Building Engineer.এমনকি একটা বিল্ডিং এর Electrical and Mechanical solutions ও একজন Building Engineer একাই দিতে পারে।
Higher Education:
Subjects
1. Structural Engineering
2. Architectural Engineering
3. Foundation Engineering
4. Building Management
5. Construction Management
6. Construction Project Management
7. Sustainable Management
8. Construction Law and Management
9. Material Science Engineering
প্রতিটি কোর্সে বছরে গড়ে 7500 pound করে খরচ হবে, USA, Australia তে গড়ে কোর্সগুলো ২ বছরের, UK তে গড়ে এক বছরের এবং অন্যান্য দেশে তারতম্য রয়েছে এবং scholarship এর প্রচুর সুবিধা রয়েছে।
Job Sector:
সরকারী –
DPHE, PED, রাজউক, নগর উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করার সুযোগ রয়েছে।
Private –
বাংলাদেশে প্রসিদ্ধ বেশকিছু রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। এদের মধ্যে-
১. আনন্দ গ্রুপ
২. বসুন্ধরা গ্রুপ
৩. ইস্টার্ন হাউজিং লিমিটেড
৪. নাভানা গ্রুপ
৫. শেলটেক উল্লেখযোগ্য।
এগুলোতে design Engineer, project manager, site Engineer হিসেবে কাজের সুযোগ রয়েছে।
বিদেশে :
USA তে একজন Project Manager গড়ে $85000/year বেতন পায়। UK, Australia, Canada বা অন্যান্য উন্নত দেশে একজন site engineer সর্বোচ্চ বেতন পেয়ে থাকে। সুতরাং কাজের ক্ষেত্র আর salary দুটো নিয়ে দেশের বাইরে নিশ্চিত হওয়াই যায়।
একজন Building Engineer এর Structural Engineering আর Construction Management একই সাথে দক্ষতা থাকায় এসব job field এ অবশ্যই এগিয়ে থাকবে। আমাদের ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর মোঃ আব্দুস সোবহান স্যারের কথা অনুযায়ী, তুমি ডাক্তার হলে কোনো নির্দিষ্ট অংগে যেমন বিশেষজ্ঞ হতে হয়, তেমনি তোমরাও Civil Engineering এর Building অংশে সর্বাপেক্ষা অভিজ্ঞ হবে।
নিজের department নিয়ে যদি পড়াশোনা আর চাকরীর বাইরে কিছু বলতে হয় তাহলে বলব, শুষ্ক প্রকৌশল বিদ্যা আর রাজশাহীর সুতীব্র গরমে আমার department একটুকরো প্রাণ।” ছোট পরিবার, সুখী পরিবার” বাণীটি শুধু কথায় না, গত এক বছরে আমরা কাজে পরিণত করেছি।
সর্বোপরি বলব কেউ যদি Civil Engineering আর Architecture এর স্বাদ একসাথে পেতে চায়, তার জন্য BECM হবে সর্বোত্তম।
Muntasir Rubayet
Dept of BECM
17 Series
Muntasir Rubayet